সৈয়দ বদরুদ্দোজা
সৈয়দ বদরুদ্দুজা ( বাংলা: সৈয়দ বদরুদ্দোজা </link> ; ৪ জানুয়ারী ১৯০০ - ১৮ নভেম্বর ১৯৭৪) ছিলেন একজন ভারতীয়-বাঙালি রাজনীতিবিদ, সংসদ সদস্য এবং কর্মী। [১] তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, ভারতীয় সংসদ লোকসভার সদস্য এবং কলকাতার মেয়র ছিলেন। [১] তিনি খিলাফত আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের মতো ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ইউনাইটেড বেঙ্গল প্রস্তাবের একজন উকিল ছিলেন। [১]
Syed Badrudduja | |
---|---|
সৈয়দ বদরুদ্দোজা | |
Mayor of Kolkata | |
কাজের মেয়াদ 1943 - 1944 | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | Murshidabad district, Bengal Presidency, British India | ৪ জানুয়ারি ১৯০০
মৃত্যু | ১৮ নভেম্বর ১৯৭৪ | (বয়স ৭৪)
জাতীয়তা | Indian |
রাজনৈতিক দল | All-India Muslim League |
সন্তান | 10, including Syeda Sakina Islam and Syeda Razia Faiz |
পেশা | Politician |
প্রাথমিক জীবন এবং শিক্ষা
সম্পাদনাবদরুদ্দোজা ১৯০০ সালের ৪ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে সৈয়দ আবদুল গফুরের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মাদ্রাসা, প্রেসিডেন্সি কলেজ কলকাতা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং এমএ এবং এলএলবি অর্জন করেন। [২]
কর্মজীবন
সম্পাদনাবদরুদ্দোজা প্রগতিশীল মুসলিম লীগের সেক্রেটারি হিসেবে যোগদান করেন। তিনি চিত্ত রঞ্জন দাস, সুভাষ চন্দ্র বসু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো বাঙালি নেতাদের সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে কাজ করেছিলেন। [১] তিনি কৃষক প্রজা পার্টির সাথেও যুক্ত ছিলেন। [৩] পরে তিনি ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক পার্টির সভাপতি হন। [৩] তিনি বাংলার প্রগ্রেসিভ অ্যাসেম্বলি পার্টির সেক্রেটারি এবং প্রগ্রেসিভ কোয়ালিশন পার্টি, বেঙ্গলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। [৩] তিনি ১৯৪৩ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন। দেশভাগের পর তিনি ভারতে থাকার সিদ্ধান্ত নেন। [১][৪] তিনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, 1940-46, বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, 1946-47, পশ্চিমবঙ্গ বিধানসভা, ১৯৪৮-৫২ এবং ১৯৫৭-৬২ এর সদস্য ছিলেন; সদস্য, তৃতীয় লোকসভা, ১৯৬২-৬৭ এবং চতুর্থ লোকসভা- ১৯৬৭-৭০। [৩]
ব্যক্তিগত জীবন এবং মৃত্যু
সম্পাদনাবদরুদ্দুজার বিয়ে হয়েছিল রাকিয়া খাতুনের সঙ্গে। [৫] সৈয়দা সাকিনা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আলী (মৃত্যু 2010), সৈয়দা সালমা রহমান, সৈয়দা রাজিয়া ফয়েজ (1936-2013), সৈয়দ হায়দার আলী, সৈয়দা আসিয়া কাদির, সৈয়দ আশরাফ আলী (1939-2016), সৈয়দা ফাতিমা ইসলাম সহ তাদের সন্তান ছিল।, সৈয়দ রেজা আলী ও সৈয়দা জাকিয়া আহসান। [৬] 1974 সালের 18 নভেম্বর তিনি মারা যান [৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ Islam, Sirajul (২০১২)। "Badrudduja, Syed"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Encyclopaedia of Muslim Biography: India, Pakistan, Bangladesh।
- ↑ ক খ গ ঘ "Members : Lok Sabha"। Parliament of India। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Malik, Iftikhar H. (১৯৯১)। Us-South Asian Relations 1940-47: American Attitudes Toward The Pakistan Movement (ইংরেজি ভাষায়)। Springer। পৃষ্ঠা 176। আইএসবিএন 9781349212163।
- ↑ "Former Islamic Foundation DG, scholar Syed Ashraf Ali dies"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Ahsan, Syed (১২ অক্টোবর ২০১২)। "Remembering Syed Mohammad Ali"। দ্য ডেইলি স্টার। ২৩ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Ahsan, Syed (১৮ নভেম্বর ২০১৫)। "Syed Badrudduja . . . the erudite politician"। The Daily Observer। ১৮ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭।