সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ
সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ (অজানা - ১০ সেপ্টেম্বর ২০২১) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দ্বিতীয় উপাচার্য ছিলেন।[১]
অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ | |
---|---|
উপাচার্য | |
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১৩ | |
পূর্বসূরী | এম. শামসুর রহমান |
উত্তরসূরী | খোন্দকার আশরাফ হোসেন |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ১০ সেপ্টেম্বর ২০২১ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অধ্যপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
কর্মজীবন
সম্পাদনাসৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ প্রায় ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
প্রকাশনা
সম্পাদনাদেশি ও বিদেশি জার্নালে তার প্রায় ৫০টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি জনপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, স্থানীয় সরকার এবং সিভিল সার্ভিস ম্যানেজমেন্ট - এর উপর একাধিক গ্রন্থের রচয়িতা।[২]
মৃত্যু
সম্পাদনাসৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ নিউমোনিয়া ও বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১০ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শিক্ষাবিদ ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ আর নেই"। মানবজমিন। ১০ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১।
- ↑ ক খ "ঢাবি'র সাবেক অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ- এর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক"। ইউজিসি। ১২ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১।
- ↑ "জাককানইবির সাবেক ভিসি প্রফেসর গিয়াসউদ্দিনের মৃত্যু"। ক্যাম্পাস লাইভ। ১১ সেপ্টেম্বর ২০২১। ১০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১।