এম. শামসুর রহমান
বাংলাদেশী শিক্ষাবিদ
এম. শামসুর রহমান (আনু. ১৯৪০ – ১৬ ফেব্রুয়ারি ২০২০) বাংলাদেশের একজন শিক্ষায়তনিক ব্যক্তি ও লেখক ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন।[১][২][৩]
এম. শামসুর রহমান | |
---|---|
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | |
কাজের মেয়াদ ৭ জুন ২০০৬ – ১৯ এপ্রিল ২০০৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৪০ |
মৃত্যু | ১৬ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৮০) |
জীবনী
সম্পাদনাএম. শামসুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।[৪] তিনি লোকপ্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত গ্রন্থও রচনা করেছেন।
এম. শামসুর রহমান ২০০৪ সালের ২৪ জুলাই থেকে ২০০৬ সালের ৬ জুন পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ছিলেন।[১] পরবর্তীতে, তিনি ২০০৬ সালের ৭ জুন থেকে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[২]
এম. শামসুর রহমান ঢাকার অ্যাপোলো হাসপাতালে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ইন্তেকাল"। কালের কণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শামসুর রহমান আর নেই"। মানবজমিন। ১৮ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সাবেক উপাচার্য প্রফেসর এম শামসুর রহমান মারা গেছেন"। প্রতিদিনের সংবাদ। ১৮ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "অধ্যাপক শামসুর রহমানের মৃত্যুতে শোক"। জাগোনিউজ২৪.কম। ১৮ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০।