সুলতান উদ্দিন ভূঁইয়া
সুলতান উদ্দিন ভূঁইয়া (আনু. ১৯৫৩-১৩ জুন ২০২০) বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
সুলতান উদ্দিন ভূঁইয়া | |
---|---|
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৯০ | |
উত্তরসূরী | আব্দুল মতিন চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৫৩ নারায়ণগঞ্জ |
মৃত্যু | ১৩ জুন ২০২০ ইউনাইটেড হাসপাতাল, ঢাকা |
সমাধিস্থল | মুড়াপাড়ার পারিবারিক কবরস্থান |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
সন্তান | এক ছেলে, দুই মেয়ে |
পিতামাতা | গুলবক্স ভূঁইয়া |
প্রাথমিক জীবন
সম্পাদনাসুলতান উদ্দিন ভূঁইয়া ১৯৫৩ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন ২২ পরিবার তথা ঐসময়কার শিল্পপতি গুলবক্স ভূঁইয়ার চতুর্থ ছেলে।[২]
রাজনৈতিক জীবন
সম্পাদনাসুলতান উদ্দিন ভূঁইয়া রাজনৈতিক জীবনের শুরুতে ছাত্রলীগের নেতা ছিলেন। জাতীয় পার্টিতে যোগদিয়ে ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৩][৪]
ভূঁইয়া নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি, সুতা বণিক সমিতির সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।[১]
মৃত্যু
সম্পাদনাসুলতান উদ্দিন ভূঁইয়া ১৩ জুন ২০২০ সালে স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ার পারিবারিক কবরস্থানে সমাহিত করে হয়।[৫][৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Sultan Bhuiyan no more"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৮।
- ↑ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি (১৪ জুন ২০২০)। "রূপগঞ্জের সাবেক এমপির মৃত্যু"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ রূপগঞ্জ প্রতিনিধি (১৪ জুন ২০২০)। "সাবেক এমপি সুলতান উদ্দিন ভূঁইয়ার ইন্তেকাল"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।
- ↑ সিনিয়র করেসপন্ডেন্ট (১৩ জুন ২০২০)। "নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাপা'র শোক"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |