রূপগঞ্জ উপজেলা
এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে এর বিষয়বস্তু পুনর্বিন্যস্ত করা প্রয়োজন। (ফেব্রুয়ারি ২০১৫) |
রূপগঞ্জ উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
রূপগঞ্জ | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে রূপগঞ্জ উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৪৭′৫২″ উত্তর ৯০°৩১′৫″ পূর্ব / ২৩.৭৯৭৭৮° উত্তর ৯০.৫১৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২৩৪.৭৬ বর্গকিমি (৯০.৬৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৪,০৩,৬২৯ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৬৭ ৬৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনারূপগঞ্জ উপজেলার অবস্থান ২৩°৪৭′৩৫″ উত্তর ৯০°৩১′০০″ পূর্ব / ২৩.৭৯৩১° উত্তর ৯০.৫১৬৭° পূর্ব। রাজধানী ঢাকার পূর্ব সীমানায় শীতলক্ষ্যার নদীর তীরে গড়ে উঠা জনপদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা। ভৌগোলিক ভাবে এ উপজেলার উত্তরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও নরসিংদী জেলার পলাশ উপজেলা, দক্ষিণে সোনারগাঁও উপজেলা, পূর্বে আড়াইহাজার উপজেলা ও নরসিংদী সদর উপজেলা, পশ্চিমে ঢাকার ডেমরা থানা, খিলগাঁও থানা, বাড্ডা থানা ও খিলক্ষেত থানা। আয়তন প্রায় ১৭৬ বর্গকিলোমিটার বা ৬৮.০২ বর্গমাইল।
ইতিহাস
সম্পাদনারূপগঞ্জ নামের সঠিক ইতিহাস পাওয়া যায় না। অনুসন্ধানে ভিন্নি ভিন্ন মত পাওয়া গেছে। কথিত আছে রূপবাবু নামে এ এলাকায় একজন প্রভাবশালী তালুকদার ছিলেন যার নামানুসারে রূপগঞ্জের নামকরণ করা হয়েছে।
এলাকা সংক্রান্ত তথ্য
সম্পাদনাআয়তন | ২৩৪.৭৬ বর্গ কিলোমিটার। |
ইউনিয়নের সংখ্যা | ০৭ টি |
পৌরসভার সংখ্যা | ০২টি |
গ্রামের সংখ্যা | ২২২টি |
মৌজার সংখ্যা | ১৪৫টি |
মোট ভূমির পরিমান | ২,৭৫,৩৩৩ একর |
ভোটার সংখ্যা | ২,৭৪,৭০৭ জন
পুরুষ-১,৩৮,২০৯জন মহিলা-১,৩৬,৪৯৮ জন |
ইউনিয়ন সংখ্যা
সম্পাদনাউপজেলার দর্শনীয় স্থান
সম্পাদনা- রাসেল পার্ক রূপগঞ্জ
- জিন্দা পার্ক
- মুড়াপাড়া রাজবাড়ি
- চারিতালুক, পাল বাড়ী
- সুবর্ণগ্রাম
- পন্ড গার্ডেন কুদ্দুস পার্ক
- লা-রিভারিয়া রিসোর্ট
- শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট
- Water Kingdom Park
জনসংখ্যা বিষয়ক তথ্য
সম্পাদনাজনসংখ্যা | ৪,০৩,৬২৯ জন |
পুরুষ | ২,১৫,০১৯ জন |
মহিলা | ১,৮৮,৬১০ জন |
খানার সংখ্যা | ৮১,৭৬৪ |
পরিবার প্রতি গড় লোকসংখ্যা | ৪.৯৪ জন |
জনসংখ্যার ঘনত্ব | ২,২৯১ জন |
পুরুষ ও নারীর অনুপাত | ১১৪:১০০ |
মোট ভোটার | ২,৭৪,৭০৭ জন |
পুরুষ ভোটার | ১,৩৮,২০৯জন |
মহিলা ভোটার | ১,৩৬,৪৯৮ জন |
যোগাযোগ
সম্পাদনাপাকা রাস্তা | ১৩৮ কি.মি |
আধা পাকা রাস্তা | ৪৪ কি.মি |
কাঁচা রাস্তা | ৪১৯ কি.মি |
নদী পথ | ৪৫ কি.মি |
মোট রাস্তা সংখ্যা | ৩৫৯ টি |
মোট ব্রীজ ও কালর্ভাট | ১৪১টি |
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার | ৯৮% |
সরকারী প্রাথমিক বিদ্যালয় | ৮২টি |
মাধ্যমিক বিদ্যালয় | ২৭টি |
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় | ০২টি |
মহাবিদ্যালয় | ০৩টি |
দাখিল মাদ্রাসা | ০৮টি |
আলীম মাদ্রাসা | ০৪টি |
ফাজিল মাদ্রাসা | ০৭টি |
এবতেদায়ী মাদ্রাসা | ২৮টি |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |