সুলতানা ইয়াসমিন লায়লা

বাংলাদেশী সঙ্গীত শিল্পী

সুলতানা ইয়াসমিন লায়লা (জন্মঃ ২৪ আগস্ট ১৯৯৩)[] একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। সে উপগ্রহ-ভিত্তিক বাংলাদেশী এবং বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল এনটিভির সঙ্গীতবিষয়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান “তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২” তে বিচারকদের দেওয়া নম্বর ও দর্শকদের মোবাইল ‍SMS ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ীর মুকুটধারী ।[][]এছাড়া ও সখি গো আমার মন ভালা না এই গানের জন্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন।

সুলতানা ইয়াসমিন লায়লা
লায়লা
প্রাথমিক তথ্য
জন্মনামসুলতানা ইয়াসমিন লায়লা
জন্ম২৪ আগস্ট ১৯৯৩
নাটোর, রাজশাহী, বাংলাদেশ
ধরনলোকগান, ভাবসঙ্গীত, লালনগীতি
পেশাসঙ্গীতশিল্পী

লায়লা’র জন্মস্থান বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার মহিষ ভাঙ্গা গ্রামে।[][][] তার পিতার নাম মোঃ শফিকুল মৃধা ও মাতার নাম আসমা বেগম। তার শৈশবের সময়গুলো পরিবারের সাথে জন্মস্থানেই কেটেছে।

শিক্ষা

সম্পাদনা

লায়লা বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি ও ২০১২ সালে বনপাড়া ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন।[][] ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হতে পারেননি লায়লা। ২০১২ তিনি ঢাকায় চলে আসেন এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর ব্যাচেলর অফ মিউজিক প্রোগ্রামে ভর্তি হন। তারপরে ২০১৯ সালে সঙ্গীতে স্নাতক এবং ২০২১ সালে সঙ্গীতে মাস্টার্স পাস করেন।[]

শিল্পীজীবন

সম্পাদনা

বাবা শফিকুল মৃধার অনুপ্রেরণাতেই গানের ভুবনে পা রেখেছেন তিনি। তাঁর বাবা একজন বাউলশিল্পী। তাই ছোটবেলা থেকেই গানের পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন মুকুট জয়ের পর থেকে লায়লা সঙ্গীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গান করে যাচ্ছেন । সখি গো আমার মন ভাল না, একখান পান চাইলাম, অন্তরতে দাগ লাগাইয়া রে, আমি তোমার নাম লইয়া কান্দি, নয়া বাড়ি, আমার বন্ধুর মন ভালা না, তোমারে আমার হয়তে দিলোনা, তোমি মান আর না মান - হলো তার উল্লেখযোগ্য কয়েকটি গান। [] [] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯]

একক জনপ্রিয় সংগীত

সম্পাদনা
সাল শিরোনাম গীতিকার সঙ্গীত পরিচালক লেবেল
২০১৭ আমি তোমার নাম লইয়া কান্দি হেমাঙ্গা বিশ্বাস মনপাবন লায়লা অফিসিয়াল
২০১৯ সখি গো আমার মন ভাল না সংগৃহীত জে কে মজলিশ আরটিভি মিউজিক
২০২০ নয়া বাড়ি ময়মনসিংহ গীতিকা জে কে মজলিশ আরটিভি মিউজিক
২০২০ একখান পান চাইলাম রামকানাই দাস জে কে মজলিশ সাউন্ডটেক
২০২১ আমার বন্ধুর মন ভালা না শামরান আহমেদ মিলন রেজওয়ান শেখ লায়লা অফিসিয়াল
২০২২ অন্তরতে দাগ লাগাইয়া রে মোহাম্মদ মুরাদ আকাশ মাহমুদ স্টার টি মিউজিক
২০২২ তোমারে আমার হয়তে দিলোনা কবির বকুল জে কে মজলিশ সাউন্ডটেক
২০২৪ তোমি মান আর না মান পাগল মুস্তাক মুনশি জুয়েল গগন সাকিব

জনপ্রিয় দৈত্ব সংগীত

সম্পাদনা

[২০] [২১]

সাল শিরোনাম গীতিকার সঙ্গীত পরিচালক লেবেল
২০২০ অল্পনা বয়সের সকিনা ছেরি (ফজলুর রহমান বাবু) সংগৃহীত নেরু লেজার ভিশন
২০২০ আগে কি সুন্দর দিন কাটাইতাম (শফি মন্ডল) শাহ আব্দুল করিম জেকে মজলিশ আরটিভি মিউজিক
২০২১ পাগল (শফিক তুহিন) শফিক তুহিন ও বৈরাগী বকুল রাফি মোহাম্মদ অনুপম মিউজিক
২০২৩ মন পাখি (আকাশ মাহমুদ) সংগৃহীত আকাশ মাহমুদ নাগরিক মিউজিক
২০২৩ কাজলের চেয়েও কালো (আকাশ মাহমুদ) শাহ আলম সরকার মনপাবন গ্লেবাল ফোল্ক
২০২৩ ঐ পারেকে বন্ধুর বাড়ি (নিরু ) কাব্বিক পলাশ নিরু এআরকে ইন্টারটেনমেন্ট

স্বীকৃতি

সম্পাদনা
  • ক্লোজআপ-১, ২০১২ (চ্যাম্পিয়ন)[২২]
  • আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০ (সেরা ইউটিউব মিউজিক ভিডিও)
  • বারী সিদ্দিকী পুরস্কার ২০২০ (সেরা লোক গায়ক)
  • আনন্দ লাহোরি পুরস্কার ২০২৩ (সেরা লোক গায়ক)
  • ডলিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'যুক্তরাষ্ট্রের মঞ্চে লোকগানের জাদু ছড়াচ্ছেন সুলতানা ইয়াসমিন লায়লা"। ৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "ক্লোজআপ ওয়ানে বিজয়ী লায়লা"। ২০১৩-০৫-১২। ২০২০-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "ক্লোজআপ ওয়ান-২০১২ বিজয়ী লায়লা"banglanews24.com (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৫-১১। 
  4. "ভাষা-ও-সংষ্কৃতি - বড়াইগ্রাম উপজেলা-"www.baraigram.natore.gov.bd। ২০১৮-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৪ 
  5. "লায়লা এখন ঢাকার বাসিন্দা"jaijaidinbd.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৪ 
  6. "কেমন আছেন ক্লোজআপ ওয়ান তারকারা? | বিনোদন | Jugantor"jugantor.com। ২০১৭-০৫-০৪। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "Laila was praised by the US audience"Current Light News (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৯-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৬ 
  8. "সিনেমায় লায়লা"। সেপ্টেম্বর ২০২১। 
  9. "'You would have if' revealed Rabbi and Laila"। জানুয়ারি ২০২৩। 
  10. "নিউইয়র্কে লায়লার প্রথম একক সংগীত সন্ধ্যা"। ডিসেম্বর ২০২১। 
  11. "ঈদ স্পেশাল শো 'মিউজিক স্টুডিও'"। এপ্রিল ২০২৩। 
  12. "লায়লার জামাই আদর"। জুলাই ২০২৩। 
  13. "আছেন অন্তর্জালে, নেই গণমাধ্যমে"। জানুয়ারি ২০২৩। 
  14. "Laila-Rabbi's new song by Anand"। জানুয়ারি ২০২৩। 
  15. "আনন্দের গানে জুটি বাধলেন লায়লা-রাব্বি"। জানুয়ারি ২০২৩। 
  16. "তারেক আনন্দের গানে জুটি বাঁধলেন লায়লা-রাব্বি"। জানুয়ারি ২০২৩। 
  17. "মালয়েশিয়া মাতালেন শফি মণ্ডল, বাবু, লায়লা ও মেরী"। মে ২০২৩। 
  18. "লায়লার নতুন গান 'কেমন কেমন করে বন্ধু'"। মে ২০২৩। 
  19. "যুক্তরাষ্ট্রে পুরস্কৃত জায়েদ খান"। জুলাই ২০২৩। 
  20. "প্রথমবার ডুয়েট গাইলেন শফি মণ্ডল-লায়লা"। জানুয়ারি ২০২০। 
  21. "প্রথমবার দ্বৈত গানে"। জানুয়ারি ২০২৩। 
  22. "Laila crowned Closeup One 2012" (ইংরেজি ভাষায়)। মে ২০১৩।