শর্ট মেসেজ সার্ভিস

(SMs থেকে পুনর্নির্দেশিত)

খুদে বার্তা সেবা বা শর্ট মেসেজ সার্ভিস (ইংরেজি: Short Message Service) বা সংক্ষেপে এস এম এস (SMS) হলো তথ্য আদান প্রদানের একটি জনপ্রিয় মাধ্যম। সব মোবাইল ফোন কোম্পানি এবং বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি এই সুবিধা দিয়ে থাকে। এতে মোবাইলের কি প্যাডের মাধ্যমে শব্দ বা বাক্য লিখে মোবাইল অপারেটরের মাধ্যমে অন্য কোন মোবাইলে আন্ত অপারেটর বা আন্ত দেশীয় বার্তা পাঠানো হয়। এটির মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো স্থানের প্রাপকের কাছে যেকোনো বার্তা সহজেই মোবাইলে পাঠানো সম্ভব।

একটি মটোরোলা মোবাইল ফোনে এসএমএস প্রদর্শিত হওয়ার দৃশ্য
মোবাইল কিপ্যাডে সর্বাধিক ব্যবহৃত বর্ণমালার বিন্যাস

ভয়েস এসএমএস

সম্পাদনা

ভয়েস বা কথা কে রেকর্ড করে তারপর তা এস এম এস সার্ভিস এর মাধ্যমে অন্য মোবাইলে পাঠানো হলো ভয়েস এস এম এস। ভয়েস এস এম এস এর সুবিধা হলো এর মাধ্যমে তাড়াতাড়ি যেকোনো কথা অন্য কাউকে রেকর্ড করে পাঠানো যায়। এতে পরিশ্রম করে কোন মেসেজ টাইপ করে পাঠাতে হয় না। মুখে বললেই সেটি রেকর্ড হয়ে প্রাপকের কাছে পৌঁছে যায়।

তথ্যসূত্র

সম্পাদনা