সুরেন্দ্রনাথ কর
সুরেন্দ্রনাথ কর (৫ মার্চ, ১৮৯২ – ২ আগস্ট, ১৯৭০) একজন ভারতীয় শিল্পী এবং স্থপতি ছিলেন।[১] তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত ভারতীয় চিত্রকলা ধারার একজন বিশিষ্ট শিল্পী। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের স্থাপত্যশৈলীর সঙ্গে ভারতীয় স্থাপত্যশৈলীর সঠিক সংমিশ্রনের জন্য বিশেষভাবে পরিচিত।[২]
সুরেন্দ্রনাথ কর | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২ আগস্ট ১৯৭০ | (বয়স ৭৮)
পেশা | শিল্পী ও স্থপতি |
কর্মজীবন | ১৯১৭-১৯৯০ |
পরিচিতির কারণ | ভারতীয় স্থপতি |
পুরস্কার | পদ্মশ্রী(১৯৫৯) |
তিনি ১৮৯২ খ্রিস্টাব্দের ৫ মার্চ ব্রিটিশ ভারতের অধুনা বিহার রাজ্যের মুঙ্গের-এ জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু এবং নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পূত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিল্পের প্রাথমিক শিক্ষা লাভ করেন।[৩] পরে তিনি শিল্প-শিক্ষক হিসাবে ঠাকুর পরিবার প্রতিষ্ঠিত "বিচিত্রা ক্লাবে" যোগ দেন।[৪] ১৯১৭ খ্রিষ্টাব্দে যখন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন,[৫] তখন তিনি সেখানে কলা-শিক্ষক হিসাবে নিযুক্ত হন। দুই বছর পরে, তিনি অনুষদ সদস্য হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কলাভবনে চলে আসেন।
সুরেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বিদেশ যাত্রার তাঁর সঙ্গী হতেন।[২] সে সময়ে প্রাচ্য ও পাশ্চাত্যের স্থাপত্যে যা লক্ষ্য করতেন, তা তিনি নিজের শৈলীর সঙ্গে যুক্ত করে আরো উন্নত করার এবং সেটির সঠিক ব্যবহার করার চেষ্টা করতেন। এভাবেই তিনি শান্তিনিকেতনের অনেক ভবনের নকশা প্রস্তুত করেন।[৩] তাঁর কাজের জন্য ভারত সরকার ১৯৫৯ খ্রিষ্টাব্দে চতুর্থ সর্বোচ্চ ভারতীয় অসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে।[৬] ১৯৭১ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে মরণোত্তর দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করে।[৭]
সুরেন্দ্রনাথ কর ১৯৭০ খ্রিস্টাব্দের ২ অগাস্ট ৭৮ বৎসর বয়সে পরলোক গমন করেন।[২]
আরও দেখুন
সম্পাদনাআরো পড়ুন
সম্পাদনা- Rabindranath Tagore, Nandalal Bose Surendranath Kar (১০ সেপ্টেম্বর ২০১০)। Gitanjali and Fruit-Gathering। Kessinger Publishing। পৃষ্ঠা 254। আইএসবিএন 9781163093405।
- Samit Das (২০১৩)। Architecture of Santiniketan: Tagore's Concept of Space। Niyogi Books। পৃষ্ঠা 180। আইএসবিএন 978-9381523384।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Samit Das (২০১৩)। Architecture of Santiniketan: Tagore's Concept of Space। Niyogi Books। পৃষ্ঠা 180। আইএসবিএন 978-9381523384।
- ↑ ক খ গ "Viswabharati University"। Viswabharati University। ২০১৫। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৫।
- ↑ ক খ "Business Standard"। Business Standard। ৯ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৫।
- ↑ Sabyasachi Bhattacharya (২০১১)। Rabindranath Tagore: An Interpretation। Penguin Books India। পৃষ্ঠা 306। আইএসবিএন 9780670084555।
- ↑ Academia। Academia।
- ↑ "Padma Shri" (পিডিএফ)। Padma Shri। ২০১৫। নভেম্বর ১৫, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১১, ২০১৪।
- ↑ সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ৮১০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬