সুরেন্দ্রনাথ কর (৫ মার্চ, ১৮৯২ – ২ আগস্ট, ১৯৭০) একজন ভারতীয় শিল্পী এবং স্থপতি ছিলেন।[] তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত ভারতীয় চিত্রকলা ধারার একজন বিশিষ্ট শিল্পী। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের স্থাপত্যশৈলীর সঙ্গে ভারতীয় স্থাপত্যশৈলীর সঠিক সংমিশ্রনের জন্য বিশেষভাবে পরিচিত।[]

সুরেন্দ্রনাথ কর
জন্ম(১৮৯২-০৩-০৫)৫ মার্চ ১৮৯২
মৃত্যু২ আগস্ট ১৯৭০(1970-08-02) (বয়স ৭৮)
পেশাশিল্পী ও স্থপতি
কর্মজীবন১৯১৭-১৯৯০
পরিচিতির কারণভারতীয় স্থপতি
পুরস্কার পদ্মশ্রী(১৯৫৯)

তিনি ১৮৯২ খ্রিস্টাব্দের ৫ মার্চ ব্রিটিশ ভারতের অধুনা বিহার রাজ্যের মুঙ্গের-এ জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু এবং নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পূত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিল্পের প্রাথমিক শিক্ষা লাভ করেন।[] পরে তিনি শিল্প-শিক্ষক হিসাবে ঠাকুর পরিবার প্রতিষ্ঠিত "বিচিত্রা ক্লাবে" যোগ দেন।[] ১৯১৭ খ্রিষ্টাব্দে যখন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন,[] তখন তিনি সেখানে কলা-শিক্ষক হিসাবে নিযুক্ত হন। দুই বছর পরে, তিনি অনুষদ সদস্য হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কলাভবনে চলে আসেন।

সুরেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বিদেশ যাত্রার তাঁর সঙ্গী হতেন।[] সে সময়ে প্রাচ্য ও পাশ্চাত্যের স্থাপত্যে যা লক্ষ্য করতেন, তা তিনি নিজের শৈলীর সঙ্গে যুক্ত করে আরো উন্নত করার এবং সেটির সঠিক ব্যবহার করার চেষ্টা করতেন। এভাবেই তিনি শান্তিনিকেতনের অনেক ভবনের নকশা প্রস্তুত করেন।[] তাঁর কাজের জন্য ভারত সরকার ১৯৫৯ খ্রিষ্টাব্দে চতুর্থ সর্বোচ্চ ভারতীয় অসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে।[] ১৯৭১ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে মরণোত্তর দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করে।[]

সুরেন্দ্রনাথ কর ১৯৭০ খ্রিস্টাব্দের ২ অগাস্ট ৭৮ বৎসর বয়সে পরলোক গমন করেন।[]

আরও দেখুন

সম্পাদনা

আরো পড়ুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Samit Das (২০১৩)। Architecture of Santiniketan: Tagore's Concept of Space। Niyogi Books। পৃষ্ঠা 180। আইএসবিএন 978-9381523384 
  2. "Viswabharati University"। Viswabharati University। ২০১৫। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৫ 
  3. "Business Standard"। Business Standard। ৯ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৫ 
  4. Sabyasachi Bhattacharya (২০১১)। Rabindranath Tagore: An Interpretation। Penguin Books India। পৃষ্ঠা 306। আইএসবিএন 9780670084555 
  5. Academia। Academia। 
  6. "Padma Shri" (পিডিএফ)। Padma Shri। ২০১৫। নভেম্বর ১৫, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১১, ২০১৪ 
  7. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ৮১০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬