সুরাট এজেন্সি ছিল ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির আওতাধীন একটি অন্যতম এজেন্সি[]

সুরাট এজেন্সি
सूरत
સુરત
سورت
ব্রিটিশ ভারতের এজেন্সি
১৮৮০–১৯৩৩
সুরাট এজেন্সির পতাকা
পতাকা

বর্তমান গুজরাটে সুরাট এজেন্সি
আয়তন 
• ১৯০১
৫,০৭৬ বর্গকিলোমিটার (১,৯৬০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১৭৯৯৭৫
ইতিহাস 
• খানদেশ এজেন্সির বিলুপ্তি
১৮৮০
১৯৩৩
পূর্বসূরী
উত্তরসূরী
খানদেশ
বরোদা এবং গুজরাট রাজ্য এজেন্সি
ব্রিটিশ ভারতের ১৮৮০-১৯৩৩ সময়কালে নামসহ সুরাট এজেন্সি সকল দেশীয় রাজ্য
বাঁশদা ও ধরমপুর, ১৮৯৬

ইতিহাস

সম্পাদনা

এই এজেন্সিটি ১৯ শতকে খানদেশ অঞ্চলের নামাসুসারে খানদেশ এজেন্সি হিসাবে গঠিত হয়েছিল। পরে ১৮৮০ সালে খণ্ডেশ এজেন্সি বিলুপ্ত করে এর নামকরণ করা হয় সুরাট এজেন্সি।[] ১৯০০ সালের দিকে এই এজেন্সিতে ডাংগ রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে ১৯৩৩ সালে এটি বিলুপ্ত করে বরোদা ও গুজরাট রাজ্য এজেন্সির সাথে একীভূত করা হয়।

অবশেষে ১৯৪৪ সালে ব্রিটিশ শাসনের শেষদিকে বরোদা ও গুজরাট স্টেট এজেন্সি পশ্চিম ভারত রাজ্য এজেন্সির সাথে একীভূত হয়ে বৃহত্তর বরোদা, পশ্চিম ভারত ও গুজরাট রাজ্য এজেন্সি গঠন করা হয়।

সুরাট এজেন্সির সদর দপ্তর ছিল সুরাটে। ব্রিটিশ রাজ কর্তৃক নিয়োগকৃত একজন রাজনৈতিক এজেন্ট সেখানে নিয়োজিত ছিলেন। তার দ্বায়িত্ব ছিল বোম্বেতে রাজনৈতিক দপ্তরের অফিসে রিপোর্ট করা। []

অন্তর্ভূক্ত রাজ্য

সম্পাদনা

এজেন্সিটিতে তিনটি ৯-বন্দুকের স্যালুটধারী দেশীয় রাজ্য এবং ডাংগ রাজ্যগুলো অন্তর্ভুক্ত ছিল। []

স্যালুট রাজ্য

সম্পাদনা

ডাংগ রাজ্যসমূহ

সম্পাদনা

ডাংগ রাজ্যগুলো ছিল গুজরাট রাজ্যের ডাংগ জেলায় অবস্থিত একগুচ্ছ ছোট রাজ্য।

রাজ্য শাসকের উপাধি জনসংখ্যা ('০০০); [] রাজস্ব (১৮৮১, টাকা) আয়তন মন্তব্য
ডাংগ পিম্পরি
-
৩,৬ ৩১০৬ ৩৮৮ কিমি
-
ডাংগ ওয়াধওয়ান
-
০,২৫৩ ১৪৭ প্রায় ১২ কিমি ওয়াধওয়ান রাজ্যের সাথে বিভ্রান্ত হবেন না; এর রাজধানী ছিল ওয়াধওয়ান।
ডাংগ কেতক কদুপদ
-
০,২১৮ ১৫৫
-
-
ডাঙ অমলা
রাজা
৫,৩ ২৮৮৫; ১৮৯১: ৫৩০০ ৩০৭ কিমি
-
ডাংগ চিঞ্চলি
-
১,৬৭;
১৮৯১: আনু. ১,৪
৬০১ প্রায় ৭০ কিমি
-
ডাংগ পিম্পলাদেবী
-
০,১৩৪ ১২০ প্রায় ১০ কিমি
-
ডাংগ পলাশবিশার (= পলাশবিহির)
-
০,২২৩ ২৩০ প্রায় ৫ কিমি
-
ডাংগ আবচার
-
প্রায় ৫০০ ২০১ <২১ কিমি
-
ডাংগ দেরভবতী
রাজা
৪,৮৯১; ১৮৯১: প্রায় ৫ ৩৬৪৯ ১৯৬ কিমি
-
ডাংগ গাধভি (= গাধি)
রাজা
৬,৩০৯ ৫১২৫
-
-
ডাংগ শিববারা
-
০,৩৪৬ ৪২২ প্রায় ১২ কিমি
-
ডাংগ কিরলি (= কিরালি)
-
০,১৬৭ ৫১২ ৩১ কিমি
-
ডাংগ বাসুর্না
-
৬,১৭৭ ২২৭৫
-
-
ডাংগ ধুদে (= বিলবাড়ি)
-
১,৪৫; ১৮৯১: ১৪১৮ ৮৫ <৫ কিমি
-
ডাংগ সুরগানা
-
১৪ ১১৪৬৯
-
-
মাছালি
-
১.১; ৪৭৪৫ ৩৫
-

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Surat"। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। 
  2. The Indian Year Book, Volume 11 by Bennett, Coleman & Company, 1924
  3. William Lee-Warner, The Native States Of India. (1910)
  4. Hunter, W. W.; Imperial Gazetteer of India; London ²1885, Vol. IV, S 115-6