সুজাতা (১৯৫৯-এর চলচ্চিত্র)
হিন্দি ভাষার চলচ্চিত্র
সুজাতা হল বিমল রায় পরিচালিত ১৯৫৯ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এটি সুবোধ ঘোষের একই নামের বাংলা ছোটগল্প অবলম্বনে নির্মিত।[১] এতে নাম ভূমিকায় অভিনয় করেন নূতন এবং অন্যান্য শ্রেষ্ঠাংশে অভিনয় করেন সুনীল দত্ত, সুলোচনা, ললিতা পবার, ও শশীকলা। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন শচীন দেববর্মণ ও গীত রচনা করেন মজরুহ সুলতানপুরি।
সুজাতা | |
---|---|
পরিচালক | বিমল রায় |
প্রযোজক | বিমল রায় |
রচয়িতা | পল মহেন্দ্র (সংলাপ) |
চিত্রনাট্যকার | নবেন্দু ঘোষ |
উৎস | সুবোধ ঘোষ কর্তৃক সুজাতা |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | শচীন দেববর্মণ |
চিত্রগ্রাহক | কমল বসু |
সম্পাদক | অমিত বসু |
প্রযোজনা কোম্পানি | বিমল রায় প্রডাকশন্স |
পরিবেশক | বিমল রায় প্রডাকশন্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
চলচ্চিত্রটি ১৯৫৯ সালে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে।[২] এটি ৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৩য় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্ব ভারত সনদ লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে।
কুশীলব
সম্পাদনা- নূতন - সুজাতা
- সুনীল দত্ত - অধীর
- ললিতা পবার - গিরিবালা (বুয়াজী)
- শশীকলা - রমা চৌধুরী
- সুলোচনা - চারু চৌধুরী
- তরুণ বসু - উপেন্দ্রনাথ চৌধুরী
- অসীম কুমার
- পল মহেন্দ্র - মঞ্চনাটক অভিনেতা
- বাইজ শর্মা
- ব্রহ্ম ভারদ্বাজ - মাস্টারজি
- মণি চট্টোপাধ্যায় - সুজাতার বরপক্ষের পিতা
- সাবিত্রী দেবী
- শিবজি ভাই
- শৈলেন বোস
- মধুপ শর্মা
- সংঘবি
- মাস্টার সোহনি
- বেবি ফরিদা - সুজাতা (কিশোরী)
- বেবি শোভা - রমা (কিশোরী)
- সলিল ভাট - সুজাতাকে বিয়ে করতে চাওয়া তোতলা ব্যক্তি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ গুলজার; নিহলানি, গোবিন্দ; চ্যাটার্জি, শৈবাল (২০০৩)। Encyclopaedia of Hindi cinema। পপুলার প্রকাশন। পৃষ্ঠা ৩৩৭। আইএসবিএন 81-7991-066-0।
- ↑ "Festival de Cannes: Sujata"। কান চলচ্চিত্র উৎসব। ৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুজাতা (ইংরেজি)