সিলেটের ইফতারি প্রথা

সিলেটের ইফতারি প্রথা হচ্ছে রমজান মাসে মেয়ের শ্বশুর বাড়িতে নানা প্রকার মৌসুমী ফল, মিষ্টি-মিঠাই বা পছন্দমত যে কোন ধরনের ইফতারি নিয়ে যাওয়ার একটি প্রথা, যা সিলেট অঞ্চলের একটি প্রাচীন ঐতিহ্য।[][][] মেয়ের (ফুরির) শ্বশুরবাড়িতে পাঠানো হয় বলে সিলেটি ভাষায় একে বলা হয় ফুরির বাড়ি ইফতারি।[] যদিও এই রীতিটি কোন বাধ্যতামূলক প্রথা নয়।[] তবে সময় মতো ইফতারি দিতে না পারায় নানা জায়গায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে।[] এই রীতির বলি হয়ে বহু নারী নিপীড়িত-নিগৃহীত হন।[] প্রাণ হারান অনেকে।[][] এমনকি এই প্রথা পালনে ব্যর্থ হয়ে আত্মহত্যার মাধ্যমে প্রতিদান দিতে হয়েছে বহু নারীকে।[১০] মুসলমানদের পবিত্র মাস রমজানে পালিত হলেও এই প্রথার ইসলামে কোন বাধ্যবাধকতা নেই।[১১][১২] এমনকি এটাকে বর্তমানে অমানবিক বা কুপ্রথা হিসেবে আখ্যায়িত করা হয়।[১৩][১৪][১৫] একইসাথে এটি হতদরিদ্র কন্যার বাবা বা পরিবারের জন্য মানষিক, আর্থিক ও সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।[১৬][১৭]

ফুরির বাড়ি ইফতারি উপলক্ষ্যে সিলেটে ইফতার মাহফিল

আয়োজন

সম্পাদনা

রমজান মাসের ৩০দিনের যেকোনো একদিন বেশ ঘটা করেই আয়োজন করা হয় ফুরির বাড়ি ইফতারি।[] ঐতিহ্য হিসেবে রমজান মাসে নিজ বাড়িতে বানানো ইফতারি মেয়ের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার প্রচলন রয়েছে। যদিও সময়ের সাথে সাথে ফুড়ির বাড়ি ইফতারি দেয়ার রেওয়াজেও এসেছে পরিবর্তন। মেয়ের বাড়ি থেকে ইফতার আসাকে কেন্দ্র করে শ্বশুড়বাড়িতে আত্মীয়স্বজনকে দাওয়াত করা হয়। আবার মেয়ের বাড়ি থেকে যে ইফতারি নিয়ে যাওয়া হয় তা প্রতিবেশীদের মাঝেও বিলিয়ে দেওয়া হয়।[] যেখানে কার শ্বশুরবাড়ি থেকে কত বেশি আইটেমের ইফতার এলো তার এক নীরব প্রতিযোগিতা চলে।[১৮] যা মূলত অসচ্ছল পরিবারের উপর চাপিয়ে দেওয়া নীরব অত্যাচার।[১৯] অতীতের ন্যায় নিজ বাড়িতে তৈরী ইফতারির স্থান এখন দখল করে নিয়েছে বাজারে বানানো হরেক পদের ইফতারি। ফলে এ প্রথাকে কেন্দ্র করে রমজান মাসজুড়ে সিলেট অঞ্চলের মৌসুমি ইফতারসামগ্রীর বাজার বাংলাদেশের অন্য এলাকাগুলোর চেয়ে একটু বেশিই রমরমা হয়ে ওঠে।[] যেকারণে ইফতারি প্রদান বিত্তবানের কাছে দারুণ খ্যাতির ব্যাপার হলেও অসহায় দুঃস্থদের কাছে এক আতঙ্কের নাম।[২০]

ইফতারিতে ঘরোয়া আয়োজনে খিচুড়ি এবং অতিথি আপ্যায়নে আখনী পোলাও সিলেটের একটি ঐতিহ্য হিসেবে প্রচলিত।[] সিলেটি ইফতারির আরেকটি আনুষঙ্গিক পদ হচ্ছে বাখরখানি, যা ইফতারের সময় কিংবা রাতে চায়ের সঙ্গে খাওয়ার প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে।[২১] পাশাপাশি কোনো প্রকার ফুড কালার ছাড়াই তৈরি আমিত্তি সিলেটি ইফতারির একটি বিশেষ পদ।[২২] নতুন বিয়ে হলে অনেক সময় দু-তিন দফায় ইফতারি দেওয়া হয়;[২৩] প্রথম দফায় ইফতারি প্রথম রমজানে, দ্বিতীয় দফার ইফতারি ১০ থেকে ২০ রমজানের মধ্যে, এবং সর্বশেষ দফায় রমজানের শেষ সপ্তাহে।[২৪] ফলে ঐতিহ্যগতভাবে ফুরির বাড়ি ইফতারি আইটেমের মধ্যে থাকে হান্দেশ, ছই পিঠা, চিতল পিঠা, রুট পিঠা, ভাপা পিঠা, ঢুপি পিঠা, খুদি পিঠা, চুঙ্গা পিঠা, নুনগড়া এবং ফবসহ আরো নানা ধরনের পিঠা, মিষ্টি, জিলাপি, নিমকি, খাজা, আমির্তি, বাখরখানি, দেশি-বিদেশি ফল, চানা, পিঁয়াজু, পোলাও, চপ, বেগুনি ও শাকের তৈরি বিভিন্ন ধরনের বড়া ইত্যাদি।[২৪]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সিলেটে আম-কাঁঠাল ও ইফতারি প্রথা বন্ধের দাবি"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৫ 
  2. "সিলেটে শুরু হয়েছে 'ফুরির বাড়ি ইফতারি'"। ajkersylhet.com। ২৮ মে ২০১৮। ৩০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  3. "ইফতারে চাই-ই চাই আখনি-খিচুড়ি"দৈনিক ভোরের কাগজ। ১৫ মে ২০১৯। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২২ 
  4. "সিলেটের রোজা-ইফতার-ঈদ"চ্যানেল আই। ১৮ জুলাই ২০১৫। ৩০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানু ২০২২ 
  5. "মেয়ের বাড়ির ইফতারি বেচাকেনায় ব্যস্ত সবাই"দৈনিক প্রথম আলো। ১৯ জুন ২০১৯। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২২ 
  6. "প্রথম রোজায় গেল 'ফুরির বাড়ি ইছতারির থাল'!"দৈনিক শ্যামল সিলেট। ৭ মে ২০১৯। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  7. "সিলেটে বাবার বাড়ি থেকে ইফতারি না আসায় স্ত্রীকে বেঁধে নির্যাতন"। dhakapost.com। ৯ মে ২০২১। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  8. "সিলেটে ইফতারির জন্য নববধূকে 'হত্যা'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৯ মে ২০২১। ৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  9. "চাহিদামতো ইফতারি না দেয়ায় অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগ"মানবজমিন (পত্রিকা)। ৯ মে ২০২১। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  10. ""শশুর বাড়ির ইফতারীকে না বলুন" কুসংস্কার থেকে মুক্তি চায় অসহায় গরীব মানুষগুলো"। dibalok.com। ১০ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২২ 
  11. "ইফতারের গুরুত্ব ও তাৎপর্য"দৈনিক ইনকিলাব। ৮ মে ২০১৯। ৩০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  12. "মেয়ের শ^শুরবাড়িতে ইফতারি সামাজিকতার নামে অপসংস্কৃতি!"। shomoyeralo.com। ২৩ এপ্রিল ২০২১। ৩০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  13. "কবে বন্ধ হবে মেয়ের বাড়িতে ইফতার পাঠানোর সিলেটের কুপ্রথা?"জাগো নিউজ। ১৩ মে ২০১৯। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  14. "অন্তঃসত্ত্বা স্ত্রী'কে অমানবিক নির্যাতন অতএত,হত্যা"। crimetvbangla.com। মে ৯, ২০২১। জানুয়ারি ২৯, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২২ 
  15. "মেয়ের বাড়ির ইফতার: অমানবিক প্রথা"। ourislam24.com। ৪ মে ২০২১। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২২ 
  16. "ইফতার লেনদেন রেওয়াজ প্রসঙ্গে"দৈনিক সিলেটের ডাক। ১৭ এপ্রিল ২০২১। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  17. "মেয়ের শ^শুরবাড়িতে ইফতারি সামাজিকতার নামে অপসংস্কৃতি!"। shomoyeralo.com। ২৩ এপ্রিল ২০২১। ৩০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানু ২০২২ 
  18. "মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম"। eyenews.news। ৯ মে ২০২০। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২২ 
  19. "শ্বশুরবাড়ীর ইফতারিকে 'না' বলুন"। deshbarta.news। ১১ মে ২০১৯। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২২ 
  20. "'পুড়ির বাড়িত ইস্তারি' অমানবিক প্রথায় বন্দী পিতা"। banglanewsus.com। ২২ মে ২০২০। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানু ২০২২ 
  21. "ইফতারে সিলেটিদের প্রিয় আখনি ও খিচুড়ি"প্রথম আলো। ২০ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জানু ২০২২ 
  22. "ঐতিহ্যে সিলেটি ইফতার"দৈনিক সিলেটের ডাক। ৩১ মে ২০১৭। ৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানু ২০২২ 
  23. "যৌতুক প্রথা ও ইফতারি দান"। সিলেট এক্সপ্রেস। ১৩ মে ২০১৯। ৩০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানু ২০২২ 
  24. "সিলেটের ঐতিহ্য 'ফুরির বাড়ি ইফতারি'"রাইজিংবিডি.কম। ২৯ জুন ২০১৫। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানু ২০২২