সিন কারা
হোসে জর্গ আরিয়াজা রদ্রিগেজ [১] (জন্ম সেপ্টেম্বর ৫, ১৯৭৭) একজন আমেরিকান পেশাদার কুস্তিগির যিনি বর্তমানে মেক্সিকান স্বাধীন প্রচারণায় কাজ করছেন রিং নাম চিনতা দে অরো (যার স্প্যানিশ অর্থ "সোনালি ফিতা") এর অধীনে। তিনি তার ডাব্লিউডাব্লিউই তে কাটানো সময়ের জন্য বেশি পরিচিত যেখানে তিনি সিন কারা (স্প্যানিশ অর্থ "চেহারা বিহীন" নামের অধীনে কুস্তি করেছেন।[৭][৬]
সিন কারা | |
---|---|
জন্ম নাম | হোসে জর্গ আরিয়াজা রদ্রিগেজ[১] |
জন্ম | [২] এল প্যাসো, টেক্সাস, যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর ১৯৭৭
সন্তান | ২ |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | চিনতা দে অরো (২)[৩] হুনিকো[৪] ইনকোগনিটো জর্গে এরিয়াস মিসটিকো[৫] মিসটিকো দে জুয়ারেজ মেসটিকো সিন কারা (২) সিন কারা নিগ্রো |
কথিত উচ্চতা | ৫ ফুট ৭ ইঞ্চি |
কথিত ওজন | ১৯৮ পা (৯০ কেজি) |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | এল প্যাসো জুয়ারেজ, মেক্সিকো[৬] মেক্সিকো সিটি |
প্রশিক্ষক | চিনতা দে অরো (১)[৩] |
অভিষেক | নভেম্বর ২১, ১৯৯৯ |
আরিয়াজা ২০১১ সালে ডাব্লিউডাব্লিউই মূল রোস্টারে অভিষেক ঘটায়। সাময়িক সময়ের জন্য তার স্থান মূল সিন কারা লুইস উরাইভ কে দেয়া হয়। তখন সে হুনিকো নামে মুখোশ ছাড়া রেসলিং করে, এবং চামাচোর সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়। ২০১৩ সালে উরাইভ কে ডাব্লিউডাব্লিউই ছেড়ে দিলে হুনিকো আবার সিন কারা চরিত্রে ফিরে যায়। আরিয়াজা যুক্তরাষ্ট্রে বড় হওয়ায় সে দর্শকদের উপর নির্ভর করে স্প্যানিশ বা ইংরেজি ভাষায় কথা বলতো। যেখানে উরাইভ ইংরেজি ভাষায় কথা বলতে জানতো না। ২০১৪ সালে দ্য লুচা ড্রাগনস এর অংশ হিসেবে কালিস্টোর সাথে এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে।
ডাব্লিউডাব্লিউই তে চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে আরিয়াজা ইনকোগনিটো বা মিসটিকো নামে মেক্সিকান কুস্তি প্রোমোশন এএএ এবং যুক্তরাষ্ট্রের কুস্তি প্রোমোশন চিকারাতে কুস্তি করতো।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ See File:Proof for MPJ-DK.jpg, which falls under WP:ABOUTSELF that states "Self-published and questionable sources may be used as sources of information about themselves, usually in articles about themselves or their activities"
- ↑ "Sin Cara Profile"। ESPN। আগস্ট ১১, ২০১৬। সংগ্রহের তারিখ মে ১৯, ২০১৯।
- ↑ ক খ Satin, Ryan (ডিসেম্বর ১৬, ২০১৯)। "Sin Cara Undergoes Name Change"। Pro Wrestling Sheet। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৬, ২০১৯।
- ↑ "Hunico"। Online World of Wrestling। নভেম্বর ৭, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১১, ২০১১।
- ↑ "Pro Wrestling Illustrated 500 – 2008: Pro Wrestling Illustrated"। Blue Bell, Pennsylvania, USA: Sports and Entertainment publications LLC। পৃষ্ঠা 113। October 2008।
- ↑ ক খ "Hunico"। Florida Championship Wrestling। জানুয়ারি ৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩১, ২০১০।
- ↑ "Sin Cara"। WWE। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৬।