সিএসএ টি২০ চ্যালেঞ্জ

সিএসএ টি২০ চ্যালেঞ্জ বা স্পনসরজনিত কারণে বেটওয়ে টি২০ চ্যালেঞ্জ হল ক্রিকেট সাউথ আফ্রিকা পরিচালিত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি২০ ক্রিকেট লিগ। ২০০৩–০৪ মরসুমে প্রথম অনুষ্ঠিত হয়েছিল।

সিএসএ টি২০ চ্যালেঞ্জ
দেশ দক্ষিণ আফ্রিকা
ব্যবস্থাপকক্রিকেট সাউথ আফ্রিকা
খেলার ধরনটুয়েন্টি২০
প্রথম টুর্নামেন্ট২০০৩–০৪
শেষ টুর্নামেন্ট২০২১–২২
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিননক-আউট পর্ব
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নরকস (১ম শিরোপা)
সর্বাধিক সফলটাইটান্স (৬টি শিরোপা)
২০২২–২৩

২০০৭–০৮ মরসুমে অতিরিক্ত দল হিসেবে জিম্বাবুয়ে অংশগ্রহণ করেছিল।[] ২০১৮–১৯ মরসুমে সিএসএ ঘোষণা করে যে, এটিই হবে এই প্রতিযোগিতার শেষ মরসুম। এই সময়ে দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া ক্রিকেটে বদল আনার চেষ্টা করা হয়েছিল।[][][] তাছাড়া ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ ম্যাজান্সি সুপার লিগ শুরু হলে এই প্রতিযোগিতা পরিচালনায় সংকট সৃষ্টি হয়।

আবার ২০২০-এ, কোভিড-১৯ মহামারীর জন্য ম্যাজান্সি সুপার লিগ বাতিল ঘোষিত হলে, সিএসএ টি২০ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়।[] ২০২১ সাল থেকে ম্যাজান্সি সুপার লিগ এই প্রতিযোগিতার সাথে জুড়ে যায়।

নামকরণ

সম্পাদনা
  • ২০০৩–০৪ থেকে ২০১০–১১: স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক প্রো২০ সিরিজ
  • ২০১১–১২: মাইওয়ে টি২০ চ্যালেঞ্জ
  • ২০১২–১৩ থেকে ২০১৫–১৬, ২০১৭–১৮: র‌্যাম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জ
  • ২০১৬–১৭, ২০১৮–১৯ থেকে বর্তমান: সিএসএ টি২০ চ্যালেঞ্জ (বেটওয়ে স্পনসর)
দল প্রদেশ ঘরোয়া মাঠ ধারণক্ষমতা অধিনায়ক কোচ
ওয়েস্টার্ন প্রভিন্স কেপ টাউন, পশ্চিম কেপ নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড ২৫,০০০ TBC TBC
ডলফিন্স ডারবান, কোয়াজুলু-নাটাল কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড ২৫,০০০ TBC TBC
লায়ন্স জোহানেসবার্গ, গুটেং ওয়ান্ডারার্স স্টেডিয়াম ৩৪,০০০ TBC TBC
ওয়ারিয়র্স পোর্ট এলিজাবেথ, পূর্ব কেপ সেন্ট জর্জেস পার্ক ১৯,০০০ TBC TBC
রকস পার্ল, পশ্চিম কেপ বোল্যান্ড পার্ক ১০,০০০ TBC TBC
টাইটান্স সেঞ্চুরিয়ান, গুটেং সুপারস্পোর্ট পার্ক ২২,০০০ TBC TBC
নাইটস ব্লুমফন্টেইন, ফ্রি স্টেট মাঙ্গাং ওভাল ২০,০০০ TBC TBC
নর্থ ওয়েস্ট ড্রাগনস পচেফস্ট্রুম, নর্থ ওয়েস্ট সেনওয়েস পার্ক ১৮,০০০ TBC TBC

রেকর্ড

সম্পাদনা
বর্তমান দল
দল বিজয়ী রানার্স-আপ
কেপ কোবরাস/ওয়েস্টার্ন প্রভিন্স
ডলফিন্স
নাইটস
লায়ন্স
টাইটান্স
ওয়ারিয়র্স
রকস/বোল্যান্ড
নর্থ-ওয়েস্ট/ড্রাগনস
প্রাক্তন দল
মরসুম ফাইনাল খেলার মাঠ ফাইনাল বিন্যাস ম্যাচ দল
বিজয়ী ফলাফল রানার্স-আপ
স্ট্যান্ডার্ড ব্যাংক প্রো২০
২০০৩–০৪
বিস্তারিত
বাফেলো পার্ক, ইস্ট লন্ডন ঈগলস
১৩১/৬ (২০ ওভার)
৭ রানে জয়ী (ডি/এল)
স্কোরকার্ড
ইস্টার্ন কেপ
১০৮/৯ (১৭ ওভার)
একক রাউন্ড-রবিন; সেমি-ফাইনাল ও ফাইনাল ১৮
২০০৪–০৫
বিস্তারিত
সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন টাইটান্স
১২৫/২ (১৭ ওভার)
৮ উইকেটে জয়ী
স্কোরকার্ড
ওয়ারিয়র্স
১২১ (১৯ ওভার)
২০০৫–০৬
বিস্তারিত
গুডইয়ার পার্ক, ব্লুমফন্টেইন ঈগলস
১১৩/৪ (১৫.৪ ওভার)
৬ উইকেটে জয়ী
স্কোরকার্ড
কেপ কোবরাস
১১২/৭ (২০ ওভার)
২০০৬–০৭
বিস্তারিত
নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ হাইভেল্ড লায়ন্স
১৪৮/৪ (১৭.৪ ওভার)
৬ উইকেটে জয়ী
স্কোরকার্ড
কেপ কোবরাস
১৪৭/৯ (২০ ওভার)
২০০৭–০৮
বিস্তারিত
কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, ডারবান টাইটান্স
১৫৩/৬ (২০ ওভার)
১৮ রানে জয়ী
স্কোরকার্ড
ডলফিন্স
১৩৫ (১৯.১ ওভার)
২৪
২০০৮–০৯ নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন কেপ কোবরাস
১৪৭/৫ (২০ ওভার)
২২ রানে জয়ী
স্কোরকার্ড
ঈগলস
১২৮/৮ (২০ ওভার)
একক রাউন্ড-রবিন; সেরা ২/৩ সেমি-ফাইনাল ও একক ফাইনাল ২২
২০০৯–১০ সেন্ট জর্জেস ওভাল, পোর্ট এলিজাবেথ ওয়ারিয়র্স
১৮৬/২ (২০ ওভার)
৮২ রানে জয়ী
স্কোরকার্ড
হাইভেল্ড লায়ন্স
১০৪ (১৭.৫ ওভার)
২০
২০১০–১১ নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন কেপ কোবরাস
১৬৬/৫ (২০ ওভার)
১২ রানে জয়ী
স্কোরকার্ড
ওয়ারিয়র্স
১৫৪/৬ (২০ ওভার)
মাইওয়ে টি২০ চ্যালেঞ্জ
২০১১–১২ ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ টাইটান্স
১৮৭/৬ (২০ ওভার)
৪৫ রানে জয়ী
স্কোরকার্ড
হাইভেল্ড লায়ন্স
১৪২ (১৮.৫ ওভার)
দ্বৈত রাউন্ড-রবিন; কোয়ালিফায়ার ও ফাইনাল ৪৪
র‌্যাম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জ
২০১২–১৩ ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ হাইভেল্ড লায়ন্স
১৫৫/৫ (২০ ওভার)
৩০ রানে জয়ী
স্কোরকার্ড
টাইটান্স
১২৫ (১৮.১ ওভার)
দ্বৈত রাউন্ড-রবিন; কোয়ালিফায়ার ও ফাইনাল ৩২
২০১৩–১৪ নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন ডলফিন্স
১৪৬/৮ (২০ ওভার)
২ রানে জয়ী
স্কোরকার্ড
কেপ কোবরাস
১৪৪/৭ (২০ ওভার)
দ্বৈত রাউন্ড-রবিন; সেমি-ফাইনাল ও ফাইনাল
২০১৪–১৫ নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন কেপ কোবরাস
১৫৮/৪ (২০ ওভার)
৩৩ রানে জয়ী
স্কোরকার্ড
নাইটস
১২৫/৯ (২০ ওভার)
২০১৫–১৬ সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন টাইটান্স
১৬১/৩ (২০ ওভার)
৭ উইকেটে জয়ী
স্কোরকার্ড
ডলফিন্স
১৫৯/৫ (২০ ওভার)
সিএসএ টি২০ চ্যালেঞ্জ
২০১৬–১৭ সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন টাইটান্স
১৫৫/৬ (২০ ওভার)
৬ রানে জয়ী
স্কোরকার্ড
ওয়ারিয়র্স
১৪৯/৬ (২০ ওভার)
দ্বৈত রাউন্ড-রবিন; সেমি-ফাইনাল ও ফাইনাল ৩২
২০১৭–১৮ সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন টাইটান্স
১০১/৩ (১১.১ ওভার)
৭ উইকেটে জয়ী
স্কোরকার্ড
ডলফিন্স
১০০ (১৮.৩ ওভার)
২০১৮–১৯ নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ হাইভেল্ড লায়ন্স
২০৩/৪ (২০ ওভার)
১১ রানে জয়ী
স্কোরকার্ড
ওয়ারিয়র্স
১৯২ (১৯.২ ওভার)
২০২০–২১ কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, ডারবান ইম্পেরিয়াল লায়ন্স
১০৮/৬ (১৯ ওভার)
৪ উইকেটে জয়ী
স্কোরকার্ড
ডলফিন্স
১০৭/৭ (২০ ওভার)
একক রাউন্ড-রবিন ও ফাইনাল ১৭
২০২১–২২ সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ রকস
১৩৮/৬ (২০ ওভার)
১৫ রানে জয়ী
স্কোরকার্ড
টাইটান্স
১২৩/৯ (২০ ওভার)
রাউন্ড-রবিননক-আউট ৩১

নোট

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Zimbabwe's Place In SA Franchise Cricket Confirmed ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ ডিসেম্বর ২০০৭ তারিখে, Cricket World, Retrieved on 21 November 2007
  2. "South African board and players' body on collision course over domestic revamp plans"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৯ 
  3. "Cricket SA are ignoring our concerns‚ say players"Times Live। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৯ 
  4. "CSA confirms drastic plans to restructure domestic cricket"Sport24। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৯ 
  5. "Covid-19 effect: South Africa forced to postpone 2020 Mzansi Super League"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা