সারগাম (প্রতিষ্ঠান)

অডিও ক্যাসেট প্রযোজনাকারী প্রতিষ্ঠান
(সারগাম থেকে পুনর্নির্দেশিত)

সারগাম বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সফল অডিও ক্যাসেট প্রযোজনাকারী প্রতিষ্ঠানগুলোর একটি।[][] ১৯৮৫ সালে তৎকালীন পশ্চিম জার্মানি ফেরত এক বাংলাদেশীর উদ্যোগে এই সারগামের যাত্রা শুরু হয়। সারগাম-এর প্রথম প্রকাশিত অ্যালবাম অবসকিউর ব্যান্ডের ভলিউম ১[]

ইতিহাস

সম্পাদনা

প্রতিষ্ঠার পর থেকেই সারগাম বিভিন্ন ধরনের অ্যালবাম বের করত। তার মাঝে ব্যান্ড গান ছাড়াও আধুনিক, পপ, রবীন্দ্র, নজরুল সহ সব ধারার জনপ্রিয় সব শিল্পীদের অ্যালবাম বের করতো। এর পাশাপাশি সারগাম থেকে মাঝে মাঝে ইংরেজি অ্যালবামও বের হত।

এর ক্যাসেটের কোণায় অ্যালবামের সংখ্যা লেখা থাকতো যেমনঃ সারগাম ১, সারগাম ২। এর ফলে প্রকাশিত অ্যালবামটি সারগামের কত তম অ্যালবাম সেটা সহজে বুঝা যেতো।[]

বাংলা ব্যান্ডের পৃষ্ঠপোষকতা

সম্পাদনা

বাংলা গানে ব্যান্ডের পথচলা সারগামের হাত ধরে শুরু হয় এবং অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে এর নাম সবচেয়ে উল্লেখ্যযোগ্য। বাংলাদেশে মেটাল ধারাকে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত করতে সারগামের ভূমিকা অবিস্মরণীয়।[]

সারগাম প্রযোজনা করেছে এমন ব্যান্ডের তালিকাঃ

অ্যালবাম

সম্পাদনা

সারগাম-এর প্রথম প্রকাশিত অ্যালবাম অবসকিউর ব্যান্ডের ভলিউম ১। এই অ্যালবামে ছিল মাঝ রাতে চাঁদ, ছাইরা গেলাম মাটির পৃথিবী, ভণ্ড বাবা সহ মোট ১২টি গান, যা তৎকালীন সময়ে খুবই জনপ্রিয় হয়েছিলো। এই অ্যালবামটি বাংলা ব্যান্ড গানের সর্বকালের সেরা অ্যালবামগুলোর একটি বিবেচনা করা হয়।

সারগাম থেকে অনেক ব্যান্ডের প্রথম অ্যালবাম বের হয়েছে, যারা পরবর্তিতে জনপ্রিয়তা পেয়েছে।

প্রযোজিত ব্যান্ডের প্রথম অ্যালবাম
ব্যান্ডের নাম অ্যালবামের নাম সাল
অবসকিউর ভলিউম ১ ১৯৮৫
রেঁনেসা রেঁনেসা ১ ১৯৮৮
নোভা নোভা ১- আহবান
এলআরবি ডাবল অ্যালবাম ১ ও ২ (হকারঘুম ভাঙ্গা শহরে)
আর্ক মুক্তিযুদ্ধ
উইনিং উইনিং ১
ওয়ারফেজ ওয়ারফেজ ১
ফিলিংস স্টেশন রোড
প্রমিথিউস স্বাধীনতা চাই

ব্যান্ডের পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের একক অ্যালবামেও ছিল সারগাম-এর আধিপত্য।

প্রযোজিত শিল্পীর একক অ্যালবাম[]
শিল্পীর নাম অ্যালবামের নাম সাল
ফেরদৌস আরা পথহারা পাখি ১৯৮৫[]
ফেরদৌস আরা আকাশের মিটি মিটি তারা[] ১৯৮৫
ফরিদা পারভীন লালনের গান[]
তপন চৌধুরী সেলফ টাইটেলড (মনে করো)
শেখ ইশতিয়াক ভাগ্যের ডাক্তার
জেমস অনন্যা
আইয়ুব বাচ্চু ময়না
সুমনা হক কবিতা পড়ার প্রহর
শুভ্রদেব হ্যামিলনের বাঁশিওয়ালা
প্রযোজিত অন্যান্য অ্যালবাম[]
শিল্পী/ ব্যান্ডের নাম অ্যালবামের নাম সাল
অবসকিউর অবসকিউর ২[] ১৯৮৮
ফিডব্যাক উল্লাস[]
সোলস এ এমন পরিচয় ১৯৯২
নকীব খান স্বপ্ন জড়ানো ১৯৯৯[১০]
নোভা রাজাকারের তালিকা চাই
ফিলিংস জেল থেকে বলছি
ফ্রমওয়েস্ট সে কেমন মেয়ে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অডিও গান এখন হাঁটছে চলচ্চিত্রের পথে[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], ০৩ মে ২০১৩।
  2. মাতৃভাষার গান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], দৈনিক সমকাল, ৩১ মে, ২০১১।
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; সামু নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. আন্ডারগ্রাউন্ড ব্যান্ড[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], মনোয়ারুল হক মনি, দৈনিক জনকন্ঠ, ২৬ এপ্রিল ২০১১।
  5. জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস আরা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-০৪ তারিখে, রওশন আরা বিউটি, দৈনিক আজাদি, ৩০ জানুয়ারি, ২০১৪।
  6. ফেরদৌস আরা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ নভেম্বর ২০১৩ তারিখে, priyo.com।
  7. ফরিদা পারভীন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে, গুণীজন।
  8. অবসকিউরের অ্যালবাম
  9. এক মাকসুদুল হক ও ফিডব্যাক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০১৪ তারিখে, gunijon.com।
  10. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; নকীব নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

আরোও দেখুন

সম্পাদনা