সায়নী দত্ত
ভারতীয় অভিনেত্রী এবং মডেল
সায়নী দত্ত হচ্ছেন একজন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। ২০১২ সালে চলচ্চিত্র ন হন্যতে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন।[১] তার দ্বিতীয় ছবি, শাদা কালো আবছা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রবেশ করেছিল। [২] ২০১৬ সালে, তিনি সৌমদ্বীপ ঘোষ চৌধুরীর পরিচালিত ফিট ও ফো নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন।[৩] তিনি এফএফএসিই এর ২০১৪ ক্যালেন্ডার এর প্রথম সংস্করণের জন্য সেলিব্রিটি মডেলও ছিলেন।[৪]
সায়নী দত্ত | |
---|---|
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী / মডেল |
কর্মজীবন | ২০১২-বর্তমান |
পিতা-মাতা | সুভাষ দত্ত (পিতা), স্বতী দত্ত (মা) |
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাসায়নী দত্ত অভিনীত চলচ্চিত্রের তালিকা:-
বছর | চলচ্চিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|
২০১২ | ন হন্যতে | রিংঙ্গো ব্যানার্জী | |
২০১৩ | সাদা কালো আবছা[৫] | রিংঙ্গো ব্যানার্জী | |
২০১৪ | জিজিবিশা[৬][৭] | সুমিত কর দাস | |
২০১৪ | এক যে আছে শহর[৮] | রিংঙ্গো ব্যানার্জী | |
২০১৫ | ইউনাইটেড | রঞ্জজে রাস | |
২০১৬ | চোরাবালি | সুব্রতিত মিত্র | |
২০১৬ | রোমান্টিক নয় | রাজীব চৌধুরী | |
২০১৭ | মাইকেল[৯] | সতীজিত সেন | |
২০১৭ | কায়া [১০] | রাজীব চৌধুরী |
বিজ্ঞাপন
সম্পাদনা২০১৮ সালে বর্নভিটা কোম্পানির বিজ্ঞাপনে অংশগ্রহণের মাধ্যমে তিনি জাতীয় বিজ্ঞাপনে তার অভিষেক ঘটান। এছাড়াও তিনি অন্যান্য টিভি ও ওয়েব বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mother Courage"। The Telegraph। India। ১ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "BBC Asia Network talks to Sayani Datta"।
- ↑ "NAWAZUDDIN SIDDIQUI INSPIRES YOUNG FILMMAKER"। ১৪ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯।
- ↑ "Gomolo 25.3.2014"।
- ↑ "Gomolo Review 22.11.2013"।
- ↑ "Hindustan Times 8.2.2014"।
- ↑ "Tollywood Dhamaka 10.3.2014"।
- ↑ "Times of India 10.4.2014"।
- ↑ "The Times Group"। epaperbeta.timesofindia.com। ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯।
- ↑ "The Times Group"। epaperbeta.timesofindia.com। ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯।