সানাউল্লাহ অমৃতসরী
আবুল ওয়াফা সানাউল্লাহ অমৃতসরী (১২ জুন ১৮৬৮ - ১৫ মার্চ ১৯৪৮) ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় পরবর্তিতে পাকিস্তানি, মুসলিম পন্ডিত ও আহলে হাদিস আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি যিনি পাঞ্জাব নগরীর অমৃতসরে সক্রিয় ছিলেন। তিনি মাজাহির উলুম সাহারানপুর ও দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। তিনি মির্জা গোলাম আহমদ এবং কাদিয়ানি আন্দোলনের অন্যতম প্রতিপক্ষ ছিলেন। তিনি ১৯০৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সর্বভারতীয় জামাতে আহলে হাদিসের সাধারণ সম্পাদক ও আহলে হাদিস নামক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন।
সানাউল্লাহ অমৃতসরী | |
---|---|
উপাধি | শায়খুল ইসলাম, মাওলানা, শেরে পাঞ্জাব[১] |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১২ জুন ১৮৬৮ |
মৃত্যু | ১৫ মার্চ ১৯৪৮ | (বয়স ৭৯)
ধর্ম | সুন্নি ইসলাম |
জাতিসত্তা | পাঞ্জাবি |
অঞ্চল | অমৃতসর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত |
আখ্যা | আহলে হাদিস |
ধর্মীয় মতবিশ্বাস | আছারি |
যেখানের শিক্ষার্থী | |
এর প্রতিষ্ঠাতা | জমিয়ত উলামায়ে হিন্দ |
জীবন
সম্পাদনাসানাউল্লাহ অমৃতসরের পূর্বপুরুষগণ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্তর্গত দরু শাহাবাদ শহরের বাসিন্দা ছিলেন। তার পিতা অমৃতসরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন যেখানে অমৃতসর ১৮৬৮ সালে জন্মগ্রহণ করেন। [২] তিনি অমৃতসরে অবস্থিত তাইবুল ইসলামে মাদ্রাসায় লেখাপড়া শেষ করে, [৩] ওয়াজিরাবাদে আব্দুল মান্নান ওয়াজিরাবাদির সাথে হাদিস অধ্যয়ন করেন। [৪] তারপর তিনি সাইয়েদ নাজির হুসাইনের সাথে দিল্লীতে লেখাপড়া করেন। [৩][৫] তিনি উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে মাজাহির উলুমে ভর্তি হন এবং তারপর দারুল উলুম দেওবন্দে তার উচ্চ শিক্ষা সমাপ্ত করেন যেখানে তিনি শিক্ষক মাহমুদ হাসান দেওবন্দি সান্নিধ্য লাভ করেন। [৬][৭][৩] তিনি যুক্তি, দর্শন এবং ফিকহ অধ্যয়নের উদ্দেশ্যে দেওবন্দ শিক্ষায়তনে ১৮৯০ সালে যোগ দেন। [৭] পরবর্তীকালে তিনি কানপুরে ফাইজ-এ-আম মাদ্রাসায় আহমদ হাসানের অধীনে লেখাপড়া করেন। [৮]
অমৃতসরী ১৮৯৩ সালে অমৃতসরে নিজের মাদ্রাসা, তাইবুল ইসলাম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে পেশাজীবন শুরু করেন এবং তিনি সেখানে দারসে নিজামি পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করতেন। [৮] এরপর তিনি মালেরকোটলা রাজ্যে ইসলামিয়া মাদ্রাসার পরিচালক পদে পদায়িত হন। [৮] তিনি বিতর্কে সংযুক্ত হন এবং আর্য সমাজ ও বিশেষ করে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে তর্ক করা শুরু করেন। [৯] ১৯০৩ সালে তিনি আহলে হাদিস প্রেস প্রতিষ্ঠা করেন এবং আহলে হাদিস নামে একটি সাপ্তাহিক প্রকাশ করতে থাকেন যেটি ৪৪ বছর ধরে সচল ছিল। [৭] তিনি আহলে হাদিস আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং ১৯০৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সর্বভারতীয় জামাতে আহলে হাদিসের সাধারণ সম্পাদক ছিলেন। [১০][১১] তিনি জমিয়ত উলামায়ে হিন্দের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। তিনি জুনুদ-এ-রাব্বানিয়ার মেজর জেনারেল ছিলেন। [৭] তিনি আঞ্জুমান আহলে হাদিস পাঞ্জাবের সভাপতি ছিলেন। [১২] ইসলামের প্রতি তাঁর অবদানের জন্য তাঁকে শেরে পাঞ্জাব উপাধি প্রদান করা হয়। [৭]
১৯৪৭ সালে ভারত ভাগের পর অমৃতসর পাকিস্তানের গুজরানওয়ালা শহরে চলে যান এবং ১৫ মার্চ ১৯৪৮ সালে সারগোধায় মৃত্যুবরণ করেন। [৭]
সাহিত্য কর্ম
সম্পাদনাঅমৃতসর অধিকাংশ পুস্তিকা ও বই রচনা করেছেন মির্জা গোলাম আহমদের বিরোধিতা করে। [১৩] সৈয়দ মেহবুব রিজভী তাফসিরুল কুরআন বি-কালাম আল-রহমান, তাফসিরে সানাই এবং তাকাবুল-এ-সালাসাকে অমৃতসরের লেখা গুরুত্বপূর্ণ বই হিসেবে উল্লেখ করেছেন। [৭]
ইসলাম ধর্মের নবী মুহাম্মদকে ব্যঙ্গ করে লেখা রঙ্গিলা রসুল বইয়ের প্রতিউত্তরে তিনি মুকাদ্দাস রসুল বই রচনা করেন। [১৪] এছাড়া সত্যার্থ প্রকাশের উত্তরে তিনি হক প্রকাশ বইটি লেখেন।
উত্তরাধিকার
সম্পাদনা- ফজলুর রহমান বিন মুহাম্মদ কর্তৃক লেখা হজরত মওলানা সানাউল্লাহ অমৃতসর।[১৫]
- আবদুল মজিদ সহদ্রি কর্তৃক লিখিত সিরাত সানাই।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Biography of Shaykh Al-Islam Thanaullah Amritsari"। Umm-ul-Qura Publications। ৩ এপ্রিল ২০১৭। ১৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Ahmad 2019, পৃ. 89।
- ↑ ক খ গ Tijarwi 2020, পৃ. 59।
- ↑ Adrawi 2016, পৃ. 66।
- ↑ Adil Hussain Khan (২০১৫)। From Sufism to Ahmadiyya: A Muslim Minority Movement in South Asia। Indiana University Press। পৃষ্ঠা 31। আইএসবিএন 978-0253015297।
- ↑ দেওবন্দি, মুহাম্মদ মিয়া দেওবন্দি। "Sanaullah Molvi"। Silk Letters Movement (পিডিএফ)। Muhammadullah Qasmi কর্তৃক অনূদিত। দারুল উলুম দেওবন্দ: Shaikhul Hind Academy। পৃষ্ঠা 208। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ Rizwi 1981, পৃ. 45-46।
- ↑ ক খ গ Ahmad 2019, পৃ. 90।
- ↑ Ahmad 2019, পৃ. 90-91।
- ↑ Jaffrelot, Christophe; Louer, Laurence (২০১৮-০১-১৫)। Pan-Islamic Connections: Transnational Networks Between South Asia and the Gulf (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন 978-0-19-091160-7।
- ↑ "Markazi Jamiat Ahle Hadees Hind"। ২০১৭-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Deobandi, Syed Muhammad Miyan। "Sanaullah Molvi"। Silk Letters Movement (পিডিএফ)। Muhammadullah Qasmi কর্তৃক অনূদিত। Darul Uloom Deoband: Shaikhul Hind Academy। পৃষ্ঠা 208। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০।
- ↑ Hamid Naseem Rafiabadi (২০০৭)। Challenges to Religions and Islam: A Study of Muslim Movements, Personalities, Issues and Trends। Sarup & Sons। পৃষ্ঠা 987। আইএসবিএন 978-81-7625-732-9।
- ↑ "Muqaddas Rasool SanaUllah Amritsari Urdu Book"। dokumen.tips (উজবেক ভাষায়)। ২০২৩-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩।
- ↑ Faz̤lurraḥmān bin Muḥammad. (১১ ফেব্রুয়ারি ১৯৮৮)। "Hazrat Maulana Sanaullah Amritsari."। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা – Hathi Trust-এর মাধ্যমে।