সাধু রাম চাঁদ মুর্মু ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়

সাধু রাম চাঁদ মুর্মু ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়, এটি ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এটি ঝাড়গ্রাম জেলার সদর ঝাড়গ্রাম শহরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য পশ্চিমবঙ্গ সরকার ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ (পশ্চিমবঙ্গ আইন ১৯৮১-এর আঠারো) তৈরি করে।[] ২০২১ সালে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় এর নাম পরিবর্তন করে সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় রাখা হয়।[] ‌ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে আধা-গ্রামীণ পরিমণ্ডলে ২৭ একর জমির উপর এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।

সাধু রাম চাঁদ মুর্মু ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
আচার্যজগদীপ ধনখর, (পশ্চিমবঙ্গের রাজ্যপাল)
অবস্থান, ,
শিক্ষাঙ্গনগ্রামীণ
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত)
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

২০১১-২০১২ সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য আইনসভা রাজ্যের প্রায় সকল জেলায় রাজ্য-সহায়ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রায় ১৮ টি (আঠার) বিল পাস করে। পশ্চিমবঙ্গে রাজ্য-অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির সংখ্যা ২০১১-২০১২ সালে ১২ (বারো) থেকে বেড়ে ৩০ টি (ত্রিশ) হয়। ২০১৭ সালে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় তৈরির জন্য রাজ্য সরকার বিধানসভায় বিল পেশ করে।[] ২০১৮ সালের ৯ জানুয়ারি ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ গঠিত হয়।[] ওই বছরের অগাস্ট মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jhargram University Act, 2017 (West Bengal Act No. 48 of 2017)" (পিডিএফ)। ৯ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০ 
  2. "Jhargram University Ammendment Act, 2021" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১ 
  3. MP, Team (৮ অগাস্ট ২০১৮)। "Mamata to lay foundation stone of Jhargram University today"। www.millenniumpost.in। মিলেনিয়াম পোস্ট। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা