শাকিরা
শাকিরা ইসাবেল মেবারাক রিপোই (স্পেনীয়: Shakira Isabel Mebarak Ripoll) (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৭৭),[১] যিনি শাকিরা (স্পেনীয়: Shakira চাকিরা বা শাকিরা,[২], মূলত আরবি: ةركاش শাকীরা) নামেই সমধিক পরিচিত; একজন কলম্বীয়[৩] গায়িকা-গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, নৃত্যশিল্পী ও জনহিতৈষী। কলম্বিয়ার, বার্রাংকিলাতে তার জন্ম ও বেড়ে ওঠা। স্কুল জীবনে সরাসরি উপস্থাপনার মাধ্যমে তিনি তার প্রতিভার প্রকাশ ঘটাতে শুরু করেন। সেখানে তার নিজস্ব বেলি ড্যান্সিং-এর সাথে তিনি তার কণ্ঠে স্বার্থকভাবে রক অ্যান্ড রোল, ল্যাটিন, পূর্ব মধ্যপ্রাচ্যের সঙ্গীত ফুটিয়ে তুলতেন। শাকিরার মাতৃভাষা স্পেনীয় হলেও, তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ, এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন।[৪]
শাকিরা | |
---|---|
জন্ম | শাকিরা ইসাবেল মেবারাক রিপোই ২ ফেব্রুয়ারি ১৯৭৭ Barranquilla, Colombia |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯০–বর্তমান |
প্রতিষ্ঠান | Barefoot Foundation |
সঙ্গী |
|
সন্তান | ২ |
পুরস্কার | |
ওয়েবসাইট | shakira |
কলম্বিয়ার স্থানীয় প্রযোজকদের সহায়তায় শাকিরার সঙ্গীত জীবনের প্রথম দুইটি অ্যালবাম প্রকাশ পায়, কিন্তু সেগুলো কলম্বিয়ার বাইরে খুব একটা পরিচিতি পায় নি, এবং সেগুলো ব্যবসায়িকভাবে সফল না হওয়ায় শাকিরা পরবর্তীতে নিজেই নিজের অ্যালবাম প্রযোজনার সিদ্ধান্ত নেন। ১৯৯৫ সালে তার নিজস্ব প্রযোজনায় অ্যালবাম পিয়েস দেসকালসোস (Pies Descalzos) প্রকাশ পায়; যা তাকে লাতিন আমেরিকা ও স্পেনে খ্যাতি এনে দেয়, এবং তাকে একজন রহস্যময় সঙ্গীতশিল্পী হিসেবে চিহ্নিত করে। কিন্তু ১৯৯৮ সালে দোন্দে এস্তান লোস লাদ্রোনেস (¿Dónde Están Los Ladrones?) অ্যালবামটি শিল্পী হিসেবে তার গুরুত্ব বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই অ্যালবামটির জন্য তিনি রোলিং স্টোন, অল মিউজিক গাইড, এবং বিলবোর্ড ম্যাগাজিনের সঙ্গীত সমালোচকদের কাছ থেকে উৎসাহব্যাঞ্জক সাড়া পান।
তিনি দুইবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। বিএমআই-এর তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পী, এবং সেই সাথে তিনি ব্যবসায়িকভাবে সফল দ্বিতীয় ল্যাটিন অ্যামেরিকান নারী শিল্পী, যাঁর অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রিত হয়েছে।[৫] এছাড়াও তিনি দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্ট-এ প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন।
হলিউড ওয়াক অফ ফেইম-এ একজন তারকা হিসেবে শাকিরা পুরস্কৃত হয়েছেন।[৬][৭]
প্রারম্ভিক জীবন
সম্পাদনাশাকিরা ১৯৭৭ সালের, ২ ফেব্রুয়ারি কলম্বিয়ার বার্রানকিলাতে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন তার মা নিদাইয়া দেল কারমেন রিপোল তোর্রাদো এবং লেবানিজ বংশোদ্ভূত বাবা উইলিয়াম মেবারাক শাদিদের একমাত্র সন্তান।[১] শাকিরার মোট ভাইবোনের সংখ্যা আট, যাঁরা সবাই তার বাবার আগের স্ত্রীর গর্ভজাত।[৮] তার দাদা-দাদি লেবানন থেকে নিউ ইয়র্কে বসবাস করা শুরু করেন এবং সেখানেই তার বাবার জন্ম হয়। এরপর ৫ বছর বয়সে তার বাবা সেখান থেকে কলম্বিয়াতে চলে আসেন।
আরবিতে শাকিরা শব্দের অর্থ “কৃতজ্ঞ”।[৯][১০] এটি আরবি “শাকির” শব্দের স্ত্রীলিঙ্গ। তার নামের পরবর্তী অংশ “ইসাবেল”এসেছে তাঁর দাদির নামানুসারে। এর অর্থ “আমার ঈশ্বর আমার প্রতিজ্ঞা”, “আমার ঈশ্বরের ঘর” বা “”। তাঁর দ্বিতীয় ডাকনাম রিপোল এসেছে ক্যাটালান থেকে। শাকিরা তার যৌবনকালের বেশিরভাগ সময় কাটিয়েছেন উত্তর কলম্বিয়ার শহর বার্রানকিলায়। ভালো বুদ্ধিমত্তা ও আইকিউ পরীক্ষায় ভালো স্কোর করার জন্যও শাকিরা বিশেষভাবে পরিচিত।
মাত্র চার বছর বয়সে শাকিরা তাঁর প্রথম কবিতাটি লেখেন, যার শিরোনাম ছিলো “লা রোসা দে ক্রিস্টাল” (La Rosa De Cristal), অর্থাৎ “স্ফটিকের গোলাপ”। বড় হওয়ার সাথে সাথে তিনি তার বাবাকে একটি টাইপরাইটারে গল্প লিখতে দেখে এ ব্যাপারে আগ্রহী হন এবং বড়দিনের উপহার হিসেবে একটি টাইপরাইটার চান। সাত বছর বয়সে তিনি একটি টাইপরাইটার পান এবং তখন থেকেই তিনি কবিতা লেখা চালিয়ে যান। তার কবিতাগুলো ক্রমেই গানে রূপ নেয়। শাকিরার দুই বছর বয়সে তার এক বড় সৎ ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। এ কারণে তার বাবা নিজের দুঃখ ঢাকতে চার বছর কালো চশমা পরে ছিলেন। এ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে শাকিরা আট বছর বয়সে তার প্রথম গান "তুস গ্রাফাস ওসকুরাস" (Tus Gafas Oscuras) লিখেন যার অর্থ "তোমার কালো চশমা"।
চার বছর বয়সে শাকিরার বাবা তাকে এক্টি স্থানীয় মিডল ইস্টার্ন রেস্টুরেন্টে নিয়ে যান। এখানেই তিনি প্রথমবার ডোম্বেক শোনেন এবং টেবিলের উপর উঠে নাচতে শুরু করেন। ডোম্বেক একটি আরবীয় বাদ্যযন্ত্র যা বেলি ড্যান্সিং এ ব্যবহার করা হয়। তিনি তার ক্যাথলিক স্কুলের সহপাঠী ও শিক্ষকদের গান শোনাতে ভালোবাসতেন। কিন্তু দ্বিতীয় গ্রেডে থাকার সময় তিনি তার স্কুলের গায়কদল নির্বাচনের সময় বাদ পরেছিলেন কারণ তার গলার কম্পন খুবই শক্তিশালী ছিল। স্কুলে তাকে প্রায়ই দুষ্টুমির জন্য ক্লাস থেকে বের করে দেয়া হত। তিনি প্রতি শুক্রবারে তার শেখা বেলি ড্যান্সিং এর ধাপগুলো স্কুলে করে দেখাতেন। তিনি বলেন "আর এভাবেই আমি লাইভ পারফর্মেন্স এর প্রতি নিজের ভালোবাসা আবিষ্কার করি"।
শাকিরার মাঝে কৃতজ্ঞতাবোধ তৈরি করতে তার বাবা তাকে স্থানীয় পার্কের অনাথ শিশুদের দেখাতে সেখানে নিয়ে যেতেন। সেই দৃশ্যগুলো তার মনে গেঁথে যায় এবং একদিন তিনি এই শিশুদের সাহায্য করবেন বলে মনে মনে ঠিক করেন।
গিনেস ওয়ার্ল্ডস-রেকর্ডস
সম্পাদনাশাকিরা সামাজিক যোগাযোগ ব্যবস্থাপনা সাইটে একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি ইতিহাসে প্রথম ব্যক্তি যে কিনা ফেসবুকে ১০০ মিলিয়ন লাইক পেয়েছেন। তিনি ম্যারাকানা স্টেডিয়ামে দাঁড়ানো আছেন এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেলার একটু আগের মুহূর্ত ছিল সেটা। ছবিটি ৪ দিনের মধ্যেই ৩.৫ মিলিয়ন লাইক পেয়ে গেছিল, এটাই এই তারকার সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি হয়ে গেছিল তখনই।[তথ্যসূত্র প্রয়োজন]
ফাউন্ডেশন
সম্পাদনাশাকিরার একটি অলাভজনক ফাউন্ডেশন রয়েছে। নিজের জনপ্রিয় অ্যালবাম 'পিয়েস ডেসক্যালজোস'-এর নামে ১৯৯৭ সালে শাকিরা তার ফাউন্ডেশন গড়ে তোলেন নিজ দেশে। সার্বজনীন শিক্ষার প্রচারই এর মূল উদ্দেশ্য। যার অর্থায়নে তিনি মানব সেবার কাজ করে থাকেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি আটটি বিদ্যালয় গড়েছেন। এছাড়া বিভিন্ন চ্যারিটেবল কনসার্টে তিনি অংশগ্রহণ করেন, তার বিভিন্ন অ্যালবাম ও গান থেকে অর্জিত কিছু অর্থ তিনি এই ফাউন্ডেশনে দান করেন। এ ছাড়া তিনি যুক্ত আছেন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সঙ্গে।
প্রেম-ভালোবাসা
সম্পাদনাশাকিরার প্রথম প্রেমিকের নাম অ্যান্টোনিও। অ্যান্টোনিও ছিলেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো ডে লা রুয়ার ছেলে। শাকিরা ও অ্যান্টোনিও দীর্ঘ ১১ বছর একসঙ্গে বাস করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রেম টেকেনি। বিচ্ছেদের পরই শাকিরার বিরুদ্ধে আড়াই'শ মিলিয়ন ডলারের মামলা করেছিলেন অ্যান্টোনিও। আদালতে দাখিল করা কাগজপত্রে অ্যান্টোনিও উল্লেখ করেন, শাকিরা নামটি একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এর পুরো কৃতিত্ব নিজের বলেই তিনি মনে করেন। এছাড়া শাকিরার তুমুল জনপ্রিয় 'হিপস ডোন্ট লাই' ও 'ওয়াকা ওয়াকা' গান দুটি তৈরির ভাবনাও প্রথম তার মাথায় এসেছিল। এসব কারণেই তিনি মনে করেন, শাকিরার আয়ের একটি অংশ তার প্রাপ্য। কিন্তু মামলাটি ধোপে টেকেনি। এরপর আরও ৩টি মামলা করেন তিনি। কোনো মামলায়ই তিনি সুবিধা করতে পারেননি। সবগুলো মামলার রায়ই শাকিরার পক্ষে যায়।
অ্যান্টোনিওর সঙ্গে বিচ্ছেদের পর স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকেকে নতুন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন শাকিরা। জেরার্ড পিকের সাথে শাকিরার পরিচয়টাও গান ও ফুটবলের মাধ্যমেই। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে স্পেনের হয়ে অনুশীলনে শাকিরার সঙ্গে পিকের প্রথম সাক্ষাৎ হয়। পিকে ছিলেন দলীয় অনুশীলনে আর শাকিরা গিয়েছিলেন বিশ্বকাপের অফিসিয়াল সঙ্গীত 'ওয়াকা ওয়াকা'র রেকর্ডিংয়ে। তখন থেকেই তাদের শুরু। আর ঠিক তার এক বছর পরই আনুষ্ঠানিকভাবে প্রেমের ঘোষণা দেন এ জুটি। তাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য ১০ বছর। জেরার্ড পিকে শাকিরার চেয়ে ১০ বছরের ছোট। তারপরও কোনো বাধা মানেনি তাদের ভালোবাসা। এখন তাদের সংসারে রয়েছে দুইজন ছেলে সন্তান।
পেশাজীবন
সম্পাদনাঅভিনয়
সম্পাদনাশাকিরা ১৯৯৫ সালে কলম্বীয় টেলিনোভেলা এল ওয়াসিস-এ লুইসা মারিয়া চরিত্রে অভিনয় করেন।[১১]
ডিসকোগ্রাফি
সম্পাদনা
|
|
সফর
সম্পাদনাবছর | শিরোনাম |
---|---|
১৯৯৬-১৯৯৭ | পিয়েস দেসকালজোস সফর |
২০০০ | অ্যানফিবিও সফর |
২০০২-২০০৩ | মনগুজ সফর |
২০০৬-২০০৭ | ওরাল ফিক্সেশন সফর |
২০১০ | এখনো নাম ঘোষিত হয়নি |
সম্মাননা
সম্পাদনাকে-মিক্স ভার্সনে রচিত ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা) গানটি শাকিরা'র ৭ম স্টুডিও এ্যালবাম স্যাল এ্যাল সোলেতে অন্তর্ভুক্ত হয়েছিল। ১০ জুন, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে অনু্ষ্ঠিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফ্রেশলীগ্রাউন্ড ব্যান্ড দল নিয়ে ওয়াকা ওয়াকা গানটি পরিবেশন করার বিরল সৌভাগ্য অর্জন করেন। এছাড়াও, ১১ জুলাই, ২০১০ সালের চূড়ান্ত খেলার পূর্বেও ঐ একই গান পরিবেশন করেছিলেন তিনি ও তার দল।
গানটি বিশ্বকাপে দাপ্তরিকভাবে নির্বাচিত করা হলে শাকিরা বেশ উৎফুল্ল হন। এর প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন,
“ | আমি বেশ সম্মানিত বোধ করছি। ওয়াকা ওয়াকা গানটি উদ্দীপনা ও উজ্জ্বীবিতমূলক এবং ২০১০ সালের ফিফা বিশ্বকাপের জন্য সম্মাননা বয়ে নিয়ে আসবে। | ” |
পুরস্কার
সম্পাদনাপুরস্কার | ||
---|---|---|
পূর্বসূরী রুবেন ব্লেডস টিয়েম্পো-এর জন্য |
গ্র্যামি পুরস্কার (শ্রেষ্ঠ ল্যাটিন পপ অ্যালবাম) ২০০১ শাকিরা এমটিভি আনপ্লাগড-এর জন্য |
উত্তরসূরী ফ্রেডি ফেন্ডার লা মিউজিকা ডে বালদেমার হিউয়েরতা-এর জন্য |
পূর্বসূরী ওজোমাটলি স্ট্রিট সাইনস-এর জন্য |
গ্র্যামি পুরস্কার (শ্রেষ্ঠ ল্যাটিন রক/অল্টারনেটিভ অ্যালবাম) ২০০৬ ফিজাসিওন ওরাল ভলিউম ১-এর জন্য |
উত্তরসূরী মানা আমার এস কমবাতির-এর জন্য |
পূর্বসূরী আলেসান্দ্রো সান্জ তু নো তিয়েনেস অ্যালমা-এর জন্য |
ল্যাটিন গ্র্যামি পুরস্কার (রেকর্ড অফ দ্য ইয়ার) ২০০৬ লা টরটুরা-এর জন্য |
উত্তরসূরী জুয়ান লুইস গিয়েরা লা লাভে ডে মি কোরাজো-এর জন্য |
ল্যাটিন গ্র্যামি পুরস্কার (সঙ্গ অফ দ্য ইয়ার) ২০০৬ লা টরটুরা-এর জন্য | ||
ল্যাটিন গ্র্যামি পুরস্কার (অ্যালবাম অফ দ্য ইয়ার) ২০০৬ ফিজাসিওন ওরাল ভলিউম ১-এর জন্য |
পাদটীকা
সম্পাদনা- ↑ ক খ "Shakira proud of Arab background"। BBC। নভেম্বর ৪, ২০০৫। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১০।
- ↑ inogolo:pronunciation of Shakira দেখুন
- ↑ Diego, Ximena (2001) Shakira. Fireside. pp. 44 and 68
- ↑ YouTube Shakira Uno Di Noi Interview
- ↑ "Shakira's Songs Are the Heart of Her Success"। BMI। জুলাই ৩০, ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-৩০।
- ↑ [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Recent Walk of Fame Recipients"। Hollywood Chamber of Commerce। ২০০৯-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৪।
- ↑ Amy Turner (২০০৯-০৩-০১)। "Shakira: Every little thing she does is magic"। The Times। ২০১১-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৮।
- ↑ "Origin and Meaning of the name Shakira has also been referred to as the feminine form of the name Shakir."।
- ↑ Campbell, Mike (২০০৯)। "Behind the Name: Meaning, Origin and History of the Name Shakira"। Babynames.com। Mike Campbell। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১০।
- ↑ "El Oasis". IMDb
তথ্যসূত্র
সম্পাদনা- ওরাল ফিক্সেশন সফর ২০০৯ (তথ্যমূলক) (স্পেনীয়) [২]
- ভিএইচওয়ান ড্রাইভেন: শাকিরা (নিবন্ধ) [৩] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুলাই ২০০৬ তারিখে
- ভিএইচওয়ান ড্রাইভেন: শাকিরা (ভিডিও) [৪]
- বই: ওমেন ফুল অফ গ্রেইস। লেখক: জাইমেনা ডিয়েগো [৫]
- পেরলেস, জন (১৪ নভেম্বর, ২০০৫)। “শাকিরা: ফ্রম লিপ টু হিপ”। নিউ স্ট্রেইট টাইমস, পৃ. L3।
- “শাকিরা পার্থাহান ওরাঙ্গ আরব”। (৮ নভেম্বর, ২০০৫)। বেরিটা হ্যারিয়ান, পৃ. ১৩।
- লন্ড্রি সার্ভিস-এর সম্পর্কে দ্য ভিলেজ ভয়েস-এর জন্য ফ্র্যাঙ্ক কুগানের নিরীক্ষণ [৬] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ অক্টোবর ২০০৮ তারিখে
- বিলবোর্ড হট ১০০ থেকে ডোন্ট বদার-এর চার্ট পারফরমেন্স [৭]
- ওরাল ফিক্সেশন ২-এর পারফরমেন্স চার্ট [৮] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ অক্টোবর ২০১৪ তারিখে
- ওরাল ফিক্সেশন ২-এর বিক্রি [৯] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ মে ২০০৮ তারিখে
- শিক্ষাক্ষেত্রে শাকিরার জনহিতৈষীমূলক কর্মকাণ্ডের ওপর নিউ-ইয়র্ক টাইমস ম্যাগাজিনের নিবন্ধ। [১০]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাকিরা (ইংরেজি)
- শাকিরা - প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট