লাতিন আমেরিকা
লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বোঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহে কথা বলে। রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায়। এই অঞ্চলটির উত্তরে রয়েছে ইঙ্গ আমেরিকা অঞ্চল যেখানকার মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ২০টি দেশ এই অঞ্চলের মধ্যে পড়ে। এগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার ১০টি, মধ্য আমেরিকার ৬টি, ক্যারিবিয়ান অঞ্চলের ৩টি ও উত্তর আমেরিকা মহাদেশের ১টি দেশ রয়েছে।
আয়তন | ২১,০৬৯,৫০১ বর্গ কিমি. |
---|---|
জনসংখ্যা | ৫৬৯ মিলিয়ন[১] |
জনঘনত্ব | ২৭ প্রতি বর্গ কিমি.(৭০ প্রতি বর্গ মাইল) |
জাতীয়তাসূচক বিশেষণ | লাতিন আমেরিকান, আমেরিকান |
দেশসমূহ | ২০ |
অধীনস্থ অঞ্চলসমূহ | ১০ |
ভাষাসমূহ | স্পেনীয়, পর্তুগিজ, ফরাসি |
সময় অঞ্চলসমূহ | ইউটিসি ২ - ইউটিসি ৮ |
বৃহত্তম শহরসমূহ | ১. মেক্সিকো সিটি ২. সাঁউ পাউলু ৩. বুয়েনোস আইরেস ৪. রিউ দি জানেইরু ৫. লিমা ৬. বোগোতা ৭. সান্তিয়াগো ৮. বেলু অরিজঁত ৯. কারাকাস ১০. গুয়াদালাহারা |
এক নজরে লাতিন আমেরিকার দেশসমূহ
সম্পাদনা- দক্ষিণ আমেরিকা মহাদেশ:
- আর্জেন্টিনা(স্পেনীয়),
- বলিভিয়া(স্পেনীয়),
- ব্রাজিল(পর্তুগিজ),
- চিলি(স্পেনীয়),
- কলম্বিয়া(স্পেনীয়),
- ইকুয়েডর(স্পেনীয়),
- প্যারাগুয়ে(স্পেনীয়),
- পেরু(স্পেনীয়),
- উরুগুয়ে(স্পেনীয়) এবং
- ভেনেজুয়েলা(স্পেনীয়)।
- মধ্য আমেরিকা:
- পানামা(স্পেনীয়),
- এল সালভাদর(স্পেনীয়),
- গুয়েতেমালা(স্পেনীয়),
- হুন্ডুরাস(স্পেনীয়),
- নিকারাগুয়া(স্পেনীয়) এবং
- কোস্টারিকা(স্পেনীয়)।
- ক্যারিবিয়ান অঞ্চল:
- কিউবা(কিউবান-স্পেনীয়),
- হাইতি(ফরাসি) এবং
- ডোমিনিকান প্রজাতন্ত্র(স্পেনীয়)।
- উত্তর আমেরিকা মহাদেশ:
- মেক্সিকো(স্পেনীয়)।
এছাড়াও এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত অঞ্চল লাতিন আমেরিকার আওতাভুক্ত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "CIA — The World Factbook -- Field Listing — Ethnic groups" (ইংরেজি ভাষায়)। মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |