সাইফুল ইসলাম (কুমিল্লার রাজনীতিবিদ)
বাংলাদেশী রাজনীতিবিদ
সাইফুল ইসলাম হিরু বাংলাদেশের কুমিল্লা জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধা ও কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
সাইফুল ইসলাম | |
---|---|
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
পূর্বসূরী | রফিকুল হোসেন |
উত্তরসূরী | এটিএম আলমগীর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সাইফুল ইসলাম হিরু কুমিল্লা জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
প্রাথমিক জীবন
সম্পাদনাসাইফুল ইসলাম কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাসাইফুল ইসলাম হিরু লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[১]
গুম
সম্পাদনা২৭ নভেম্বর ২০১৩ সালে সাইফুল ইসলাম হিরু এবং বিএনপির সহকর্মী হুমায়ুন কবির পারভেজ কুমিল্লার লাকসাম থেকে নিখোঁজ হন। তাদের স্বজনদের দায়ের করা মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১-এর কমান্ডিং অফিসার তারেক সাঈদকে দায়ী উল্লেখ করা হয়। নারায়ণগঞ্জ সাত খুন মামলায় তারেক গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশের আদালত তার মৃত্যুদণ্ড দেন।[২][৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "বিএনপির গুম হওয়া দুই নেতাকে ফেরত দেওয়ার দাবি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭।
- ↑ "নিখোঁজের চার বছরেও সন্ধান মিলেনি হিরু ও হুমায়ুনের"। বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭।
- ↑ BanglaNews24.com। "বিএনপির দুই নেতা 'গুম', তারেক সাঈদের নামে মামলা"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |