এ টি এম আলমগীর

বাংলাদেশি রাজনীতিবিদ
(এটিএম আলমগীর থেকে পুনর্নির্দেশিত)

এটিএম আলমগীর (১৯৫০–৩ আগস্ট ২০২০)[] বাংলাদেশের কুমিল্লা জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধা, আইনজীবীকুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য[][]

এ্যাডভোকেট
এ টি এম আলমগীর
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯১ – জুন ১৯৯৬
পূর্বসূরীসাইফুল ইসলাম
উত্তরসূরীতাজুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫০
ঝলম গ্রাম, লাকসাম, কুমিল্লা জেলা
মৃত্যু৩ আগস্ট ২০২০
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় পার্টি
প্রাক্তন শিক্ষার্থীকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

এটিএম আলমগীর ১৯৫০ সালে কুমিল্লা জেলার লাকসামের ঝলম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৬৬ সালে মেট্রিক পাশ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ হতে ১৯৬৮ সালে অর্থনীতিতে অনার্স এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে মাস্টার্স ও এলএলবি পাশ করেন। এর পর নেদারল্যান্ড হতে পিজিডি পোষ্ট গ্রেজুয়েশন লাভ করেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

এটিএম আলমগীর বাংলাদেশ ১৯৬৬-১৯৬৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক হন তিনি। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টে আইন পেশায় প্রবেশ করেন। বাংলাদেশ শিল্প ব্যাংকবাংলাদেশ কমার্স ব্যাংকের তিনি সাবেক চেয়ারম্যান। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিএলএফ ডিপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পঞ্চমষষ্ঠ (১৯৯১ ও ১৯৯৬) জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় এমপি ছিলেন তিনি।[][] ২৩ এপ্রিল ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগদান করে জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিযুক্ত হয়েছেন।[][] তিনি সপ্তম, অষ্টম ও একাদশ (জুন ১৯৯৬, ২০০১ ও ২০১৮) জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "করোনায় কুমিল্লার সাবেক এমপি এটিএম আলমগীরের মৃত্যু | সারাদেশ"ittefaq। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ 
  2. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "জাতীয় পার্টির মনোনয়ন চান এটিএম আলমগীর"দৈনিক সমকাল। ২৮ অক্টোবর ২০১৮। ১৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "বিএনপিতে অবহেলিত কুমিল্লার সাবেক এমপি এটিএম আলমগীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে"কুমিল্লার কাগজ। ২৩ এপ্রিল ২০১৮। ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "এ টি এম আলমগীর"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬