সরল ইউনিয়ন
সরল বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
সরল | |
---|---|
ইউনিয়ন | |
৭নং সরল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সরল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°০′৫৫″ উত্তর ৯১°৫৩′৫২″ পূর্ব / ২২.০১৫২৮° উত্তর ৯১.৮৯৭৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | বাঁশখালী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | রশিদ আহমদ চৌধুরী |
আয়তন | |
• মোট | ৩০.৩৫ বর্গকিমি (১১.৭২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৮,৩০৪ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাসরল ইউনিয়নের আয়তন ৭,৪৯৯ একর (৩০.৩৫ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সরল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৮,৩০৪ জন। এর মধ্যে পুরুষ ১৮,৭৭৫ জন এবং মহিলা ১৯,৫২৯ জন। মোট পরিবার ৭,১৮৫টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাবাঁশখালী উপজেলার মধ্যাংশে সরল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাথরিয়া ইউনিয়ন ও বৈলছড়ি ইউনিয়ন; পূর্বে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন, সোনাকানিয়া ইউনিয়ন ও বাঁশখালী পৌরসভা; দক্ষিণে বাঁশখালী পৌরসভা, শীলকূপ ইউনিয়ন ও গণ্ডামারা ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাসরল ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- জালিয়াঘাটা
- সরল
- দক্ষিণ সরল
- পশ্চিম কাহারঘোনা
- পূর্ব কাহারঘোনা
- পাইরাং
- পূর্ব মিঞ্জিরিতলা
- মিঞ্জিরিতলা
- বৈলছড়ি অভ্যরখালী
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সরল ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়[২]
- মাদ্রাসা[৩]
- প্রাথমিক বিদ্যালয়
- জালিয়াঘাটা কানুনগোখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মিঞ্জিরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বৈলছড়ি অভ্যরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিঞ্জিরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসরল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক জলদী-সরল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
সম্পাদনাসরল ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- মালকা বানু চৌধুরী – নায়িকা[৪]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: রশিদ আহমদ চৌধুরী[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - সরল ইউনিয়ন - সরল ইউনিয়ন"। saralup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - সরল ইউনিয়ন - সরল ইউনিয়ন"। saralup.chittagong.gov.bd।
- ↑ হোসেন, মোহাম্মাদ মোরশেদ (১৩ নভেম্বর ২০২১)। "মালকা বানুর দেশে রে..."। প্রথম আলো।
- ↑ "আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী - সরল ইউনিয়ন - সরল ইউনিয়ন"। saralup.chittagong.gov.bd। ২৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৭।