বাঁশখালী পৌরসভা
বাঁশখালী পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি পৌরসভা।
বাঁশখালী | |
---|---|
পৌরসভা | |
বাঁশখালী পৌরসভা | |
বাংলাদেশে বাঁশখালী পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°০′১০″ উত্তর ৯১°৫৭′১৮″ পূর্ব / ২২.০০২৭৮° উত্তর ৯১.৯৫৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | বাঁশখালী উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ডিসেম্বর ২২, ২০০২ |
সরকার | |
• পৌর মেয়র | এস, এম, তোফাইল বিন হোসাইন (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৪০.৩৬ বর্গকিমি (১৫.৫৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,৯১০ |
• জনঘনত্ব | ৯১০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪২.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবাঁশখালী পৌরসভার আয়তন ৪০.৩৬ বর্গ কিলোমিটার (৯,৯৭৩ একর)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাঁশখালী পৌরসভার মোট জনসংখ্যা ৩৬,৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৮,০৪৯ জন এবং মহিলা ১৮,৮৬১ জন। মোট পরিবার ৭,৩৭৮টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাচট্টগ্রাম মহানগরী থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে বাঁশখালী পৌরসভার অবস্থান। পৌরসভার উত্তরে ও পশ্চিমে সরল ইউনিয়ন, দক্ষিণে শীলকূপ ইউনিয়ন এবং পূর্বে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা২০০২ সালের ২২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাঁশখালী উপজেলা সদরের ৮নং জলদী ইউনিয়নকে পৌরসভা হিসেবে ঘোষণা দেন। এটি একটি ক শ্রেণীর পৌরসভা।[২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনা৯টি ওয়ার্ড নিয়ে এই পৌর এলাকাটি গঠিত হয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এলাকাগুলো হল:
ওয়ার্ড নং | ওয়ার্ডের আওতাধীন এলাকা |
---|---|
১নং ওয়ার্ড | জলদী ভাদালিয়া |
২নং ওয়ার্ড | উত্তর জলদী |
৩নং ওয়ার্ড | বাঁশখালী সদর পশ্চিম |
৪নং ওয়ার্ড | উত্তর জলদী নেয়াজর পাড়া |
৫নং ওয়ার্ড | বাঁশখালী সদর পূর্ব |
৬নং ওয়ার্ড | জলদী রুহুল্লা পাড়া |
৭নং ওয়ার্ড | দক্ষিণ জলদী আস্করিয়া |
৮নং ওয়ার্ড | দক্ষিণ জলদী |
৯নং ওয়ার্ড | রাঙ্গিয়াঘোনা |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাঁশখালী পৌরসভার সাক্ষরতার হার ৪২.৩%।[১] এ পৌরসভায় ১টি ডিগ্রী কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ১টি ফাজিল মাদ্রাসা, ৪টি কওমী মাদ্রাসা (১টি দাওরায়ে হাদীস সহ), ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাদ্রাসা
- জলদী হোছাইনিয়া কামিল মাদ্রাসা
- রাঙ্গিয়াঘোনা মনসুরিয়া ফাজিল মাদ্রাসা
- মোহাম্মদিয়া ফাতেমাতুজ জাহরা মহিলা দাখিল মাদ্রাসা
- আল জামিয়া আল ইসলামিয়া মখজনুল উলুম জলদী
- ভাদালিয়া দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা
- বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসা
- রঙ্গিয়াঘোনা তা'লিমুল কুরআন মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জলদী আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জলদী হলিস্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জলদী রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব জলদী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঁশখালী বালিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবাঁশখালী পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-বাঁশখালী সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান বাঁশখালী পৌর মেয়র:এডভোকেট এস, এম, তোফাইল বিন হোসাইন (আওয়ামী লীগ)।[৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "এক নজরে পৌরসভা - বাঁশখালী উপজেলা - বাঁশখালী উপজেলা"। banshkhali.chittagong.gov.bd। ২৪ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭।
- ↑ হোছাইন, এডভোকেট এস.এম তোফাইল বিন। "পৌর নির্বাচনের ফলাফল: চট্টগ্রামে আওয়ামী লীগের দশ-এ-দশ - RTM News 24"। RTM News 24।