সরকার (পদবি)
এই নিবন্ধ অথবা অনুচ্ছেদটি সরকার (উপাধি) নিবন্ধের সাথে একত্রিত করার প্রস্তাব করা হচ্ছে। (আলোচনা করুন) |
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
উপমহাদেশে সরকার অত্যন্ত অভিজাত সম্ভ্রান্ত ও শিক্ষিতশ্রেণির মানুষের বংশ বলেই পরিচিত। "সরকার" শব্দটি ফার্সি ভাষা থেকে আগত। এর অর্থ প্রভু, মালিক, ভূস্বামী, শাসনকর্তা, রাজা। মোঘল আমলে এদেশের স্থানীয় শিক্ষিত ধর্নাঢ্য ব্যক্তিবর্গকে ও রাজার প্রধান কর্মচারী এবং সম্পত্তি দেখাশুনার কাজে নিয়োজিত ব্যক্তিকে সরকার বলা হতো।
বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনাকারী রাজনৈতিক দলকে যেমন রাষ্ট্র বা দেশের সরকার বলা হয় মোঘল আমলে শিক্ষিত/বুদ্ধিজীবী ব্যক্তিবর্গকে কিংবা সাম্রাজ্য দেখাশোনার কাজে নিয়োজিত কর্মচারী, মন্ত্রী অথবা শাসনকর্তাকে সরকার বলা হতো।
বর্তমানে পটুয়াখালী জেলার পুরান বাজার, মিঠাপুকুর পাড় (পটুয়াখালী জমিদার বাড়ি), ময়মনসিংহ জেলার সদর (সাধু সরকারের বংশধররা সহ) টাংগাইল জেলার গোপালপুর ও ঘাটাইল থানায় এবং নীলফামারি সদরে সহ দেশের বিভিন্ন স্থানে সরকার বংশের পরিবার আছে।
বাঙালি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই এ পদবির ব্যবহার আছে।
পদবির ব্যবহারকারী
সম্পাদনাএ পদবী সাধারণত ভারতীয় উপমহাদেশে ব্যবহার করা হয়।
নামজাদা আশখাস
সম্পাদনা- কুড়িপাড়ার সরকার বংশ (কাজীপুর, সিরাজগঞ্জ)
- মুহাম্মদ মনসুর আলী সরকার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
- ডাঃ মোহম্মদ সেলিম সরকার, সাবেক সাংসদ
- মোহাম্মদ নাসিম সরকার, সাবেক মন্ত্রী
- তানভীর শাকিল সরকার জয়، সংসদ সদস্য
- মনসুর আলী সরকার, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা
- মোহাম্মদ আলী সরকার, সংসদ সদস্য
- এমরান আলী সরকার (মৃঃ ২০০৭), সাবেক সাংসদ
- নওশের আলী সরকার, সাবেক সাংসদ
- ইউনুস আলী সরকার, সংসদ সদস্য
- জাহাঙ্গীর আলম সরকার (পঃ ১৯৫৫), সংসদ সদস্য
- আবু হোসেন সরকার (১৮৯৪-১৯৬৯), পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী
- আমজাদ হোসেন সরকার (১৯৫৮-২০২১), সাবেক সাংসদ
- শামসুল হোসেন সরকার, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা
- জাকির হোসেন সরকার, সংসদ সদস্য
- মুহম্মদ ওয়ায়েছ সরকার, পাকিস্তান আইনসভা ও জাতীয় পরিষদের সদস্য
- হাবিব উল্লাহ সরকার, সাবেক সাংসদ
- রেজাউল হক সরকার, সাবেক সাংসদ
- সাহেদা সরকার, সাবেক সাংসদনী
- আব্দুল্লাহ সরকার (১৯৪২–২০১৩), বাসদ-এর প্রতিষ্ঠাতা
- আব্দুল বারী সরকার (মৃঃ ২০২১), সাবেক সাংসদ
- অবদুল বারী সরকার, সাবেক সাংসদ
- আব্দুর রশীদ সরকার (পঃ ১৯৫৫), সাবেক সাংসদ ও উকিল
- আব্দুল মালেক সরকার (মৃঃ ২০২৩), সাবেক সাংসদ
- আবদুল মতিন সরকার, সংসদ সদস্য
- আব্দুল হান্নান সরকার (পঃ ১৯৮২), আন্তর্জাতিক ক্রিকেটার
- হামিদুজ্জামান সরকার, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা
- ওয়াহিদুজ্জামান সরকার, সাবেক সাংসদ
- শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য
- রফিক উদ্দিন সরকার (মৃঃ ১৯৮১), রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা
- হাসান উদ্দিন সরকার, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা
- আফতাব উদ্দিন সরকার (পঃ ১৯৫০), সংসদ সদস্য
- মোহাম্মদ ময়েন উদ্দিন সরকার, সাবেক সাংসদ
- জমির উদ্দিন সরকার (পঃ ১৯৩১), সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- মকবুলার রহমান সরকার (১৯২৮–১৯৮৫), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য