সরকার (উপাধি)
সরকার ভারতীয় উপমহাদেশের মানুষের মধ্যে একটি উপাধি। এটি পূর্ব ভারতের জমিদার/জমিদারদের একটি সম্মানজনক উপাধি ছিল, তাদের ধর্মীয় সংশ্লিষ্টতা নির্বিশেষে, মুঘল সাম্রাজ্যের অধীনে এবং এমনকি শের শাহের[১] শাসনামলে, পূর্ববর্তী পারস্যের আভিজাত্যের অংশ হিসাবে ব্যবহৃত হতো।[২][৩][৪] বর্তমানে টাঙ্গাইল জেলার গোপালপুর ও ঘাটাইল থানা এবং নীলফামারী সদরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরকার বংশীয় পরিবার রয়েছে। শব্দটি বাঙালি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়েই ব্যবহৃত হয়।
শব্দের ফারসি অর্থ 'সর্বাধিক', 'প্রভু' বা 'নিয়ন্ত্রক' বোঝায়। আধুনিক বাংলা এবং হিন্দিতে সরকার বলতে সরকার/শাসনকে বোঝায়।[৫]
ভৌগোলিক বণ্টন
সম্পাদনা২০১৪ সালের হিসাবে, সরকার উপাধির সমস্ত পরিচিত বাহকদের মধ্যে ৭৯.০% ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন এবং ১৯.৮% বাংলাদেশের বাসিন্দা ছিলেন। ভারতে, উপাধিটির ফ্রিকোয়েন্সি নিম্নলিখিত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জাতীয় গড়ের চেয়ে বেশি ছিল:[৬]
- ত্রিপুরা (১:২৯)
- পশ্চিমবঙ্গ (১:৫৫)
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১:৯৯)
- আসাম (১:২০৭)
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাসরকারের পারিবারিক নামের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে:
শিক্ষাবিদ
সম্পাদনা- বিনয় কুমার সরকার (১৮৮৭-১৯৪৯), ভারতীয় সমাজ বিজ্ঞানী, অধ্যাপক, এবং জাতীয়তাবাদী
- যদুনাথ সরকার (১৮৭০-১৯৫৮), ভারতীয় অভিজাত ও ঐতিহাসিক
- লোটিকা সরকার (১৯২৩-২০১৩), ভারতীয় নারীবাদী, সমাজকর্মী, শিক্ষাবিদ এবং আইনজীবী
- মহেন্দ্রলাল সরকার (১৮৩৩-১৯০৪), ভারতীয় ডাক্তার, সমাজ সংস্কারক, এবং বৈজ্ঞানিক গবেষণার প্রচারক
- পলাশ সরকার (জন্ম ১৯৬৯), ভারতীয় গণিতবিদ এবং শিক্ষাবিদ
- পেয়ারী চরণ সরকার (১৮২৩-১৮৭৫), ভারতীয় শিক্ষাবিদ এবং পাঠ্যপুস্তক লেখক
- প্রভাত রঞ্জন সরকার (১৯২১-১৯৯০), ভারতীয় সামাজিক ও আধ্যাত্মিক দার্শনিক
- সহোত্রা সরকার (জন্ম ১৯৬২), বাঙালি-আমেরিকান বিজ্ঞান ও সংরক্ষণ জীববিজ্ঞানী দার্শনিক
- সমীর পি. সরকার, ব্রিটিশ মনোরোগ বিশেষজ্ঞ
- সত্যব্রত সরকার (জন্ম ১৯২৮) ভারতীয় জীববিজ্ঞানী
- সৌমদীপ সরকার (জন্ম ১৯৬৫), ভারতীয় অর্থনীতিবিদ এবং ব্যবস্থাপনা গবেষক
- সুচরিত সরকার (জন্ম ১৯৮৩), ভারতীয় গণিতবিদ
- সুমিত সরকার (জন্ম ১৯৩৯), ভারতীয় ইতিহাসবিদ
- সুশোভন সরকার (১৯০০-১৯৮২), ভারতীয় ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ
- তনিকা সরকার, ভারতীয় ইতিহাসবিদ
- শিশির কুমার সরকার, ভারতীয় বিজ্ঞানী
- তপন সরকার (১৯৪৮-২০২১), ভারতীয়-আমেরিকান বৈদ্যুতিক প্রকৌশলী
সাহিত্য
সম্পাদনা- অক্ষয় চন্দ্র সরকার (১৮৪৬-১৯১৭), ভারতীয় কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক
- অরুণাভ সরকার (জন্ম ১৯৪১), বাংলাদেশী কবি, এবং সাহিত্য সম্পাদক
- যতীন সরকার (জন্ম ১৯৩৮), বাঙালি লেখক
- সুবোধ সরকার (জন্ম ১৯৫৮), বাঙালি কবি
- শেফালী সরকার ( ১৯৫৫ থেকে ২০০৬ ) সাহিত্যিক ও সমাজসেবী
রাজনীতিবিদদের
সম্পাদনা- অজিত সরকার (১৯৪৭-১৯৯৮), ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য (মার্কসবাদী)
- অমল কুমার সরকার (ফ্লু. ১৯০১-১৯৬৬), ভারতের প্রধান বিচারপতি
- দিলীপ সরকার (ত্রিপুরা রাজনীতিবিদ)
- হেমন্ত কুমার সরকার (১৮৯৬-১৯৫২), ভারতীয় লেখক, ভাষাবিদ এবং রাজনীতিবিদ
- জগন্নাথ সরকার (১৯১৯-২০১১), ভারতীয় কমিউনিস্ট নেতা, স্বাধীনতা সংগ্রামী, এবং লেখক
- মানিক সরকার (জন্ম ১৯৪৯), ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী
- মতিলাল সরকার (জন্ম ১৯৪১), ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর ভারতীয় রাজনীতিবিদ।
- মুহাম্মদ জামিরুদ্দিন সরকার (জন্ম ১৯৩১), বাংলাদেশী ব্যারিস্টার এবং রাজনীতিবিদ
- নলিনী রঞ্জন সরকার (১৮৮২-১৯৫৩), ভারতীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং রাজনীতিবিদ
ক্রীড়াবিদ
সম্পাদনাফুটবলার
সম্পাদনা- অনুপম সরকার (জন্ম ১৯৮৫), পশ্চিমবঙ্গের ভারতীয় ফুটবলার
- গৌতম সরকার (জন্ম ১৯৫০), ভারতীয় ফুটবলার
- কৃষ্ণা রানী সরকার (জন্ম ২০০১), বাংলাদেশী ফুটবলার
- তীর্থঙ্কর সরকার (জন্ম ১৯৯৩), ভারতীয় ফুটবলার
ক্রিকেটার
সম্পাদনা- সৌম্য সরকার (জন্ম ১৯৯৩), বাংলাদেশী ক্রিকেটার
- সৌরভ সরকার (জন্ম ১৯৮৪), ভারতীয় ক্রিকেটার
- হান্নান সরকার (জন্ম ১৯৮২), বাংলাদেশী টেস্ট ক্রিকেটার
- উত্তম সরকার (জন্ম ১৯৮৬), বাংলাদেশী ক্রিকেটার
- সত্য সরকার, আসামের ভারতীয় ক্রিকেটার
- বিয়াস সরকার (জন্ম ১৯৭৯), ভারতীয় ক্রিকেটার
সাংবাদিক
সম্পাদনা- অ্যাশ সরকার (জন্ম ১৯৯২), ব্রিটিশ সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী
- অশোক কুমার সরকার (১৯১২-১৯৮৩), অষ্টম সম্পাদক-ইন-চিফ এবং আনন্দবাজার পত্রিকা এবং এবিপি গ্রুপের মালিক
- আভিক সরকার, ভারতীয় সংবাদপত্রের মালিক, আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফের প্রধান সম্পাদক
গুরু
সম্পাদনা- প্রভাত রঞ্জন সরকার, আনন্দ মার্গের ভারতীয় গুরু
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Hanks, Patrick (৮ মে ২০০৩)। Dictionary of American Family Names। আইএসবিএন 978-0-19-977169-1।
- ↑ Hanks, Patrick (৮ মে ২০০৩)। Dictionary of American Family Names। আইএসবিএন 978-0-19-977169-1।
- ↑ Melville, Charles (২৫ ফেব্রুয়ারি ২০২১)। Safavid Persia in the Age of Empires: The Idea of Iran Vol. 10। আইএসবিএন 9780755633791।
- ↑ Lorea, Carola (আগস্ট ২০১৬)। Folklore, Religion and the Songs of a Bengali Madman: A Journey between Performance and the Politics of Cultural Representation। আইএসবিএন 9789004324718।
- ↑ https://www.english-bangla.com/bntoen/index/সরকার
- ↑ Sarkar Surname Distribution