দেবগড় জেলা

ওড়িশার একটি জেলা

দেবগড় জেলা (ওড়িয়া: ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. দেবগড় জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৬ই পৌষ ১৪০০ বঙ্গাব্দে(১লা জানুয়ারি ১৯৯৪ খ্রিষ্টাব্দে) পূর্বতন সম্বলপুর জেলা থেকে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটি ওড়িশার উত্তর ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর দেবগড় শহরে অবস্থিত এবং দেবগড় মহকুমা নিয়ে গঠিত৷

দেবগড় জেলা
ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় দেবগড়ের অবস্থান
ওড়িশায় দেবগড়ের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগউত্তর ওড়িশা বিভাগ
সদরদপ্তরদেবগড়, উড়িষ্যা
তহশিল
আয়তন
 • মোট২,৯৪০ বর্গকিমি (১,১৪০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩,১২,৫২০
 • জনঘনত্ব১১০/বর্গকিমি (২৮০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭২.৫৭ শতাংশ
 • লিঙ্গানুপাত৯৭৫
গড় বার্ষিক বৃষ্টিপাত১৫৮২ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
দেওঘরানের জলপ্রপাত

নামকরণ

সম্পাদনা

দেবগড় ছিলো প্রাচীন বামন্ডা রাজ্যের অংশ৷ খ্রিস্টীয় একাদশ শতকে গঙ্গা রাজবংশের প্রথম রাজা সরযূ দেব শঙ্খকে নিজের রাজ্যের প্রতীক হিসাবে বেছে নিয়ে ব্রাহ্মণী নদীর তীরে নতুন রাজ্য স্থাপন করেন৷ পরবর্তীকালে দেবরাজাদের নিবাসস্থল দেবের গড় বা দেবগড় নামে পরিচিতি পায়৷[]

ইতিহাস

সম্পাদনা

ভূপ্রকৃতি

সম্পাদনা

অর্থনীতি

সম্পাদনা

অবস্থান

সম্পাদনা

জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের অনুগুল জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের অনুগুল জেলাজেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের অনুগুল জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের সম্বলপুর জেলাজেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের সম্বলপুর জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের সম্বলপুর জেলা[]

জেলাটির আয়তন ২৯৪০ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ১.৮৯%৷

দেবগড় জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী দেবগড় জেলার ভাষাসমূহ[]

  ওড়িয়া (৮৯.৯৪%)
  মুন্ডারি (৩.৩১%)
  কিসান (২.৬০%)
  নাগপুরি-সাদরি (১.৮৩%)
  হো (০.৯২%)
  অন্যান্য (১.৪০%)

এই জেলাতে বসবাসকারী অধিকাংশ ওড়িয়াভাষী সম্বলপুরি/কোশলি ভাষাতে সাবলীল৷

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

মোট জনসংখ্যা ২৭৪১০৮(২০০১ জনগণনা) ও ৩১২৫২০(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ৩০তম৷ ওড়িশা রাজ্যের ০.৭৪% লোক দেবগড় জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৯৩ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১০৬ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৪.০১%, যা ১৯৯১-২০১১ সালের ১৭.০২% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৭৫(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯২৭৷[]

পরিবহন ও যোগাযোগ

সম্পাদনা

পর্যটন ও দর্শনীয় স্থান

সম্পাদনা

ঐতিহ্য ও সংস্কৃৃতি

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

জেলাটির স্বাক্ষরতা হার ৬০.৩৬%(২০০১) তথা ৭২.৫৭%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭৩.৩৩%(২০০১) তথা ৮১.৯২%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৪৭.১৮%(২০০১) তথা ৬৩.০৫% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১২.৭৭%৷[]

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

সীমান্ত

সম্পাদনা

বিশিষ্ট ব্যক্তিবর্গ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  2. https://www.mapsofindia.com/maps/orissa/tehsil/deogarh.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা