ষাটনল ইউনিয়ন
ষাটনল ইউনিয়ন হলো বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন।
ষাটনল | |
---|---|
ইউনিয়ন | |
১ নং ষাটনল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ষাটনল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৭′৫২″ উত্তর ৯০°৩৫′৪৬″ পূর্ব / ২৩.৪৬৪৪৪° উত্তর ৯০.৫৯৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | মতলব উত্তর উপজেলা |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৯৮৪ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাষাটনল ইউনিয়নের আয়তন ২,৬৫৩ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ষাটনল ইউনিয়নের জনসংখ্যা ১৮,৯৮৪ জন। এর মধ্যে পুরুষ ৯,৮২৪ জন এবং মহিলা ৯,১৬০ জন। মোট পরিবার ৩,৮০৫টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনামতলব উত্তর উপজেলার উত্তর-পশ্চিমাংশে ষাটনল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে সাদুল্লাপুর ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভা, দক্ষিণে ছেংগারচর পৌরসভা ও কলাকান্দা ইউনিয়ন, পশ্চিমে মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়ন এবং উত্তরে মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাষাটনল ইউনিয়ন মতলব উত্তর উপজেলার আওতাধীন ১ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- বড় ষাটনল
- সটাকি
- সুগন্ধী
- ষাটনল মালো পাড়া
- চর চার আনি
- আসন আলী প্রধানিয়া কান্দি
- কন্দু সরকার কান্দি
- মেহের উল্লা প্রধানিয়া কান্দি
- পশ্চিম লালপুর
- পূর্ব লালপুর
- ইমামপুর
- মধ্য কালিপুর
- কালিপুর
- বাড়ীভাঙ্গা
শিক্ষাব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ষাটনল ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.৮%।[১]
শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনা- কালিপুর উচ্চ বিদ্যালয়
- ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়
- শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজ
খাল ও নদী
সম্পাদনাষাটনল ইউনিয়নের উত্তর ও পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নদী।
হাট-বাজার
সম্পাদনাষাটনল ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল কালিপুর বাজার, ষাটনল (বাবুর) বাজার, সটাকী বাজার, কনু মার্কেট এবং আবু মার্কেট।
দর্শনীয় স্থান
সম্পাদনা- ষাটনল পর্যটন কেন্দ্র - অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন। ২০০০ সালে সরকারিভাবে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়।[৩]
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- মেজর জেনারেল (অব) সামছুল হক, সাবেক বাণিজ্য মন্ত্রী।
- নুরুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত মালয়েশিয়া
জনপ্রতিনিধি
সম্পাদনাইউনিয়নের বর্তমান চেয়ারম্যান - মো. ফেরদাউস আলম সরকার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ "একনজরে ষাটনল ইউনিয়ন"। www.satnalup.chandpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ষাটনল পর্যটন কেন্দ্র"। www.matlabnorth.chandpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২০।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |