মুন্সীগঞ্জ সদর উপজেলা
মুন্সীগঞ্জ জেলার একটি উপজেলা
মুন্সীগঞ্জ শহর বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত একটি ছোট শহর ও ও মুন্সীগঞ্জ জেলার প্রধান উপজেলা।
মুন্সীগঞ্জ সদর উপজেলা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে মুন্সীগঞ্জ সদর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°২৭′৪৬″ উত্তর ৯০°৩২′২৯″ পূর্ব / ২৩.৪৬২৭৮° উত্তর ৯০.৫৪১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সীগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ১৬০.৭৯ বর্গকিমি (৬২.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,৯৯,৫৬০ |
• জনঘনত্ব | ২,৫০০/বর্গকিমি (৬,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০.৬১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৫৯ ৫৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাএই উপজেলার উত্তরে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলা, বন্দর উপজেলা, ও সোনারগাঁও উপজেলা, দক্ষিণে পদ্মা নদী ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা ও নড়িয়া উপজেলা, পূর্বে মেঘনা নদী, গজারিয়া উপজেলা ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা, পশ্চিমে টংগিবাড়ী উপজেলা ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনামুন্সীগঞ্জ সদর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ০৯ টি।
উপাত্ত
সম্পাদনা- ইউনিয়নের সংখ্যা ৯ টি।[২]
আধারা চর, কেওয়ার, পঞ্চসার, বজ্রযোগিনী, বাংলা বাজার, মহাখালী, মোল্লাকান্দি, রামপাল, শিলই।
- গ্রাম ৯৭টি
- মৌজা ১০১টি
- পৌরসভা ১ টি
- লোক সংখ্যা ৩,২৮,২৭২ জন
- পুরুষ ১,৭২,৫৫৬ জন
- মহিলা ১,৫৫,৭১৬ জন
- পরিবারের সংখ্যা ২৬২৭০
- সর: প্রাথ: বিদ্যা: ৬৬
- বেসরকারী রেজি: প্রাথমিক বিদ্যালয় ০৩
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -
- মাধ্যমিক বিদ্যালয় ১২ টি
- মহবিদ্যালয় ০২ টি
- মাদ্রাসা ৬৫ টি
- ভোকেশনাল ইনস্টিটিউশন ১ টি
- অকৃষি জমি পরিমাণ ১৭৫৫.০৬ একর
- খাদ্য গুদাম ২টি
- আশ্রয়ন প্রকল্প/আবাসন প্রকল্প ১+১=২টি
- পুকুর ৯০৭ টি
- খেয়া ঘাট/ নৌকা ঘাট ৬ টি
- টিউবয়েল ৪৭১৯ টি
- হাট/ বাজার ২০ টি
- ডাকঘর ১৮টি
- ব্যাংক ০৮ টি
- টেলিফোনসংস্থাসহ ৩০০ টি
- বিদ্যুতায়িত গ্রাম ৭৯টি
- রেজিস্টার্ড ক্লাব ৪৪ টি
- মসজিদ ১৭১ টি
- মন্দির ৫ টি
- গীর্জা -
- সরকারি/আধা সরকারি রেস্ট হাউজ ৩ টি
- সরকারি হাসপাতাল ১টি
- শয্যা সংখ্যা ৫০
- ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ৭টি
- কমিউনিটি ক্লিনিক
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি
- পশু হাসপাতাল ১টি
- পাকা রাস্তা (কিঃ মিঃ) ২০.০৭ কিঃ মিঃ
- কাঁচা রাস্তা ১৭৭.২৬ কিঃ মিঃ
- মোট জমির পরিমাণ ৫২১৮.২৫ একর
- কৃষি জমির পরিমাণ ৩৪৬৩.১৯ একর
- এনজিও ৫টি
- স’মিল ৮টি
- ইট ভাটা ৪টি
- হিমাগার ৩টি
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ
সম্পাদনা- সরকারি হরগঙ্গা কলেজ
- প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ
- রামপাল কলেজ
- মুন্সীগঞ্জ কলেজ
- মুন্সীগঞ্জ মহিলা কলেজ
- মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজ
উচ্চ বিদ্যালয়
সম্পাদনা- মাকহাটি জি.সি. উচ্চ বিদ্যালয়
- মহাকালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- ফুলতলা মোহাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়
- বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়
- মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়
- এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- রনছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়
- শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়
- মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়
- মুন্সীগঞ্জ কে.কে. গভ. ইনস্টিটিউশন
- রামপাল এন.বি.এম. উচ্চ বিদ্যালয়
- বছিরন নেছা উচ্চ বিদ্যালয়
- রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়
- বানিয়াল উচ্চ বিদ্যালয়
- রিকাবি বাজার উচ্চ বিদ্যালয়
- চাম্পাতলা উচ্চ বিদ্যালয়
- ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়
- বকুলতলা এইচ এ কে উচ্চ বিদ্যালয়
- আলহাজ এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয়
- সুখবাসপুর শ্যামনলিনী উচ্চ বিদ্যালয়
- পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়
- মোঃ আমিরুল হক পৌর বালিকা উচ্চ বিদ্যালয়
- মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- আব্দুল হাই (মুন্সীগঞ্জের রাজনীতিবিদ) – সাবেক প্যানেল স্পিকার, উপমন্ত্রী ও সাবেক মুন্সীগঞ্জ-৪ (বর্তমান মুন্সিগঞ্জ-৩ এর সংসদ সদস্য ছিলেন।
- শ্যামানন্দ সেন (১৯০১ - ২৫ জুন ১৯৮০) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
- হাসান ফকরী - কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক।
- আলহাজ্ব সিদ্দিকুর রহমান সাবেক এমপি
- আবুল কাশেম মুহাম্মদ শাহীন
দর্শনীয় স্থান
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মুন্সীগঞ্জ সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
- ↑ বাংলাপিডিয়া