শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট
শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, এটি বাকাশিবো এর অধীনে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে। ইনস্টিটিউটটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, লক্ষ্মীপুর এর চারটি ক্যাম্পাস রয়েছে।[১]
নীতিবাক্য | শিক্ষা ও প্রযুক্তির জন্য এসো, শান্তি ও প্রযুক্তির জন্য এগিয়ে যাও |
---|---|
ধরন | বেসরকারি |
স্থাপিত | ১৯৭৯ |
প্রতিষ্ঠাতা | এম. এ. সাত্তার |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ |
ইআইআইএন | ১৩২৪৬৯ |
চেয়ারম্যান | এম. এ. সাত্তার |
অধ্যক্ষ |
|
পরিচালক | মোহাম্মদ শাহজাহান |
উপদেষ্টা | অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩২০ |
শিক্ষার্থী | ১০,০০০+ |
অবস্থান | , ২২°২২′০৬″ উত্তর ৯১°৪৯′৪৬″ পূর্ব / ২২.৩৬৮৩৬° উত্তর ৯১.৮২৯৪৫° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে, ১.৫ একর (০.৬১ হেক্টর) |
ভাষা | বাংলা, ইংরেজি |
পোশাকের রঙ | বাদামী এবং কালো |
সংক্ষিপ্ত নাম | এস আই পি আই |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল ও অন্যান্য |
ওয়েবসাইট | sipi |
ইতিহাস
সম্পাদনাশ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ১৯৭৯ সালে এম. এ. সাত্তার প্রতিষ্ঠা করেছিলেন। এম. এ. সাত্তার কিছু শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলেন। যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট হিসাবে পরিচিত। যেখানে আজ হাজার হাজার শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স করছে। বর্তমানে প্রতিষ্ঠানের ৪ টি জেলায় ৪ টি ক্যাম্পাস রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুর ক্যাম্পাসে শিক্ষার্থী সংখ্যা কম থাকায় তা প্রায় অচল অবস্থায় রয়েছে।
বিভাগ সমূহ
সম্পাদনাশ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ১৪টি প্রযুক্তি ও প্রকৌশল বিভাগ রয়েছে :-
- প্রকৌশল ও প্রযুক্তি বিভাগ
- সিভিল প্রকৌশল
- কম্পিউটার প্রকৌশল
- স্থাপত্য প্রকৌশল
- অটোমোবাইল প্রকৌশল
- ইলেকট্রনিক্স প্রকৌশল
- ইলেক্টিক্যাল প্রকৌশল
- গ্রাফিক্স ডিজাইন প্রকৌশল
- টেলিযোগাযোগ প্রকৌশল
- মেকানিক্যাল প্রকৌশল
- রেফ্রিজারেশন প্রকৌশল
- টেক্সটাইল বিভাগ
- টেক্সটাইল প্রকৌশল
- গার্মেন্টস ডিজাইন এবং প্যাটার্ন মেকিং
- মেরিন বিভাগ
- মেরিন প্রকৌশল
- জাহাজ নির্মাণ প্রকৌশল
- বি.এসসি বিভাগ
- বি.এসসি ইন টেক্সটাইল ওয়েট প্রসেসিং
- বি.এসসি ইন গার্মেন্টস এ্যান্ড টেক্সটাইল ফ্যাশন
বিভাগসমূহের ল্যাবরেটরি
সম্পাদনাশ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি সমূহঃ
- টেক্সটাইল ল্যাবরেটরি
- অটোমোবাইল ল্যাবরেটরি
- সিভিল ল্যাবরেটরি
- মেকানিকাল ল্যাবরেটরি
- কম্পিউটার ল্যাবরেটরি
- পদার্থবিদ্যা ল্যাবরেটরি
- রসায়ন ল্যাবরেটরি
- মেরিন ল্যাবরেটরি
- জাহাজ নির্মাণ ল্যাবরেটরি
- টেলিযোগাযোগ ল্যাবরেটরি
- বেসিক ওয়ার্কশপ ল্যাবরেটরি
- ইলেকট্রনিক ল্যাবরেটরি
- গার্মেন্টস এবং প্যাটার্ন মেকিং ল্যাবরেটরি
শিক্ষা পদ্ধতি
সম্পাদনাচার বছর মেয়াদে একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সহ মোট আটটি পর্বে এই কোর্স শেষ হয়। পর্ব সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং শিক্ষার্থীদের উপস্থিতির উপর ভিত্তি করে প্রতি পর্বে ৪৫% শিক্ষার্থী (ছাত্রী ১০০%) সরকারিভাবে বৃত্তি পেয়ে থাকে। মেয়ে শিক্ষার্থীদের জন্য টিউশন ফী মওকুফ করা হয়েছে। এছাড়া বিশ্ব ব্যাংক গোষ্ঠী হতেও গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে। তবে ২০২০ সালের শেষের দিকে উক্ত বিশ্ব ব্যাংক বৃত্তিসহ সকল প্রকার সরকারি বৃত্তি বাতিল করে দেওয়া হয়েছে।
অধিভুক্তি
সম্পাদনাশ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত একটি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
সংগঠন
সম্পাদনা- সাংস্কৃতিক ও বিজ্ঞান সংগঠন
- শ্যামলী আইডিয়াল শিক্ষা পরিবার
- শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ার্স ক্লাব
- শ্যামলী আইডিয়াল র্যাগ ডে ফ্যামিলি
- শ্যামলী আইডিয়াল অটোমোবাইল ক্লাব
- শ্যামলী আইডিয়াল টেক্সটাইল ক্লাব
- শ্যামলী আইডিয়াল মেরিন ক্লাব
ক্যাম্পাস
সম্পাদনা- ঢাকা ক্যাম্পাস
১৬/সি-ডি, নুরজাহান রোড (সাত মসজিদ সুপার মার্কেট সংলগ্ন), বাঁশবাড়ী, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭
- চট্টগ্রাম ক্যাম্পাস
২২৫/এ, সি,ডি,এ এভিনিউ, ফরেস্ট গেট, মুরাদপুর, চট্টগ্রাম
- রংপুর ক্যাম্পাস
তাজার হাট রোড, আলমনগর, রংপুর সদর, রংপুর
- লক্ষ্মীপুর ক্যাম্পাস
আইডিয়াল ভবন (ঝুমুর হল সংলগ্ন), লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Shyamoli Ideal Polytechnic Insitute"। sipi.edu.bd। ২০১৯-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৬।