লক্ষ্মীপুর

বাংলাদেশের মানব বসতি

লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে অবস্থিত একটি জেলা শহর। এটি লক্ষ্মীপুর জেলালক্ষ্মীপুর সদর উপজেলার প্রশাসনিক সদরদপ্তর। শহরটি লক্ষ্মীপুর জেলার প্রধান এবং সবচেয়ে বড় শহর।

লক্ষ্মীপুর
জেলা শহর এবং পৌরশহর
লক্ষ্মীপুর বাংলাদেশ-এ অবস্থিত
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর
বাংলাদেশে লক্ষ্মীপুর শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৬′৪১″ উত্তর ৯০°৫০′১৩″ পূর্ব / ২২.৯৪৪৭৭৯° উত্তর ৯০.৮৩৬৮২২° পূর্ব / 22.944779; 90.836822
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলালক্ষ্মীপুর সদর উপজেলা
পৌরশহর১৯৭৬
মহকুমা শহর১৯৭৯
জেলা শহর১৯৮৪
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকলক্ষ্মীপুর পৌরসভা
 • পৌরমেয়রমোজাম্মেল হায়দার মাসুম ভূঞা[]
আয়তন
 • মোট২৮.৫০ বর্গকিমি (১১.০০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১,৫০,০০০
 • জনঘনত্ব৫,৩০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

নামকরণ

সম্পাদনা

লক্ষ্মী শব্দটি থেকে লক্ষ্মীপুরের নামকরণ করা হয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হলো ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী। আর পুর শব্দটির অর্থ হলো শহর বা নগর। লক্ষ্মীপুর এর অর্থ হলো সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী। কৈলাশ চন্দ্র সিংহ রচিত ‘রাজমালা বা ত্রিপুরা’র ইতিহাসে ‘লক্ষ্মীপুর’ নামে একটি মৌজা ছিল। অন্যমতে, ‘লক্ষ্মীদাহ পরগনা’ নামক একটি পরগণা থেকে লক্ষ্মীপুর নামকরণ করা হয়েছে। সুরেশ চন্দ্রনাথ মজুমদার ‘রাজপুরুষ যোগীবংশ’ নামক গবেষণামূলক গ্রন্থে লিখেছেন, দালাল বাজারের জমিদার রাজা গৌর কিশোর রায় চৌধুরীর বংশের প্রথম পুরুষের নাম লক্ষ্মী নারায়ণ রায় এবং রাজা গৌর কিশোরের স্ত্রীর নাম লক্ষ্মী প্রিয়া। ঐতিহাসিকদের কেউ কেউ মনে করেন, লক্ষ্মী নারায়ণ রায় বা লক্ষ্মী প্রিয়া'র নামানুসারে লক্ষ্মীপুরের নামকরণ করা হয়েছিল। []

ইতিহাস

সম্পাদনা

লক্ষীপুরে ১৮৭০ সালে লক্ষ্মীপুর মুন্সেফী আদালত প্রতিষ্ঠিত হয়। মুন্সেফ ও উকিল মহল লক্ষ্মীপুরকে শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালান। তাঁরা লক্ষ্মীপুরে একটি ইংলিশ স্কুল যা বর্তমানে লক্ষ্মীপুর মডেল হাই স্কুল, পাবলিক লাইব্রেরি ও টাউন হল ছাড়াও একটি মিলনায়তন ও বার লাইব্রেরি গড়ে তোলেন। লক্ষ্মীপুর নামটির সর্বপ্রথম প্রশাসনিক ব্যবহার দেখা যায় যখন ১৮৬০ সালে লক্ষ্মীপুর থানা প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭৬ সালের ১লা সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভা গঠিত হলে লক্ষ্মীপুর পৌরশহরে পরিণত হয়। ১৯৭৯ সালের ১৯ জুলাই লক্ষ্মীপুর মহকুমা গঠিত হলে শহরটি মহকুমা শহর এবং একই এলাকা নিয়ে ১৯৮৪ সালের ২৮ শে ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা গঠিত হলে শহরটি জেলা শহরের মর্যাদা লাভ করে।[]

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৫৬′৪১″ উত্তর ৯০°৫০′১৩″ পূর্ব / ২২.৯৪৪৭৭৯° উত্তর ৯০.৮৩৬৮২২° পূর্ব / 22.944779; 90.836822। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১৭ মিটার

ঐতিহাসিক স্থান সমূহ:-

  1. খোয়া সাগর দিঘী[]
  2. জমিদার বাড়ি

প্রশাসন

সম্পাদনা

লক্ষীপুর শহরে নাগরিক সুযোগ-সুবিধা বিধানের লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ১৫টি ওয়ার্ড এবং ৪০টি মহল্লায় বিভক্ত । ২৮.৫০ বর্গ কি.মি. আয়তনের লক্ষ্মীপুর শহরটি লক্ষ্মীপুর পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "লক্ষ্মীপুর পৌরসভার মেয়র"। লক্ষ্মীপুর পৌরসভা। ২০২২-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৯ 
  2. "'লক্ষ্মী' থেকে লক্ষ্মীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড"। দৈনিক অধিকার। সংগ্রহের তারিখ ২০১৯-১১-৩০ 
  3. "লক্ষ্মীপুর শহরের পত্তন ও প্রশাসনিক পটভূমি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-৩০ 
  4. "রহস্যে ঘেরা খোয়া সাগর দীঘি"Bangla Tribune। ২০২২-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২ 
  5. "এক নজরে পৌরসভা"। ২২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৯