শ্যামপুর চিনি কল লিমিটেড

চিনি পরিশোধন কল
(শ্যামপুর চিনিকল লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)

শ্যামপুর চিনিকল লিমিটেড বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান।[]

শ্যামপুর চিনি কল লিমিটেড
Shyampur Sugar Mills Ltd.
স্থানীয় নাম
শ্যামপুর সুগার মিলস্ লিমিটেড
ধরনসরকারি
শিল্পচিনি শিল্প
সার শিল্প
মদ শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৬৫; ৬০ বছর আগে (1965)
সদরদপ্তর
শ্যামপুর, বদরগঞ্জ, রংপুর
,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
পণ্যসমূহচিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড
মালিকবাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন
ওয়েবসাইটshsm.bsfic.gov.bd

অবস্থান

সম্পাদনা

বিভাগীয় শহর রংপুর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর রেল স্টেশনের পাশে প্রায় ৭৮ একর জমির উপর অবস্থিত শ্যামপুর চিনি কলটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনস্থ এবং রংপুর এলাকার একমাত্র কৃষি ভিত্তিক ভারী শিল্প প্রতিষ্ঠান।[][]

ইতিহাস

সম্পাদনা

১৯৬৫ সালে চিনি কলটির নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৬৭ সালে শেষ হয় এবং ১৯৬৭-৬৮ সাল থেকে এটি চিনি উৎপাদন প্রক্রিয়া শুরু করে।[] স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।[]

উৎপাদন ক্ষমতা

সম্পাদনা

এই কলটির বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা ১০,১৬১ মেট্রিক টন।[][]

উৎপাদিত পণ্য

সম্পাদনা

এছাড়াও চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড অন্যতম উপজাত-দ্রব্য ।

চিনিকলের চিটাগুড় কাঁচামাল হিসেবে ব্যবহার করে গড়ে উঠেছে রংপুর ডিষ্ট্রিলারিজ এণ্ড ক্যামিকেল ইন্ডাষ্ট্রিজ লিঃ।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা