শেখ ফয়জুল্লাহ

মধ্যযুগের বাঙালি কবি

শেখ ফয়জুল্লাহ হলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৬শতকের মাঝামাঝি সময়ের একজন কবি।[]

শেখ ফয়জুল্লাহ
জন্মআনু. ১৫৭৫-৭৬
বারাসাত বা দক্ষিণ রাঢ় অথবা কুমিল্লা, বঙ্গ
পেশাকবি
ভাষাবাংলা
সময়কালষোড়শ শতাব্দী
উল্লেখযোগ্য রচনাগাজীবিজয়, সত্যপীরবিজয়, গোরক্ষবিজয়

পরিচয়

সম্পাদনা

কবি শেখ ফয়জুল্লাহের জন্মস্থান নিয়ে মতভেদ আছে। অনেকের মতে তিনি অধুনা পশ্চিমবঙ্গের বারাসাত অর্থাৎ দক্ষিণ রাঢ় অঞ্চলে জন্মগ্রহণ করেন। আবার কেউ বলেন তিনি পূর্ববঙ্গের কুমিল্লায় জন্মগ্রহণ করেন।

সাহিত্য

সম্পাদনা

তিনি অনেক কাব্য রচনা করেছেন। তবে, তার উল্লেখযোগ্য তিনটি কাব্যগ্রন্থগুলো হলো গাজীবিজয়, সত্যপীরবিজয় (১৫৭৫) এবং গোরক্ষবিজয়। এ ছাড়াও তিনি জয়নবের চৌতিশা, সুলতান জমজমা, রাগমালা ও পদাবলী কাব্য রচনা করেন।[]

  • গাজীবিজয়: রংপুরের খোঁট দুয়ায়ের পীর ইসমাইল গাজীর জীবনকে কেন্দ্র করে রচিত।
  • সত্যপীরবিজয়: সত্যপীরের আধ্যাত্মিক সাধনা নিয়ে রচিত এ কাব্যটি সত্যপীরের পাঁচালীর অন্তর্গত।
  • জয়নবের চৌতিশা: কারবালার যুদ্ধ নিয়ে রচিত চৌতিশা। এটি জঙ্গনামা বা মর্সিয়া সাহিত্যের অন্তর্গত।
  • রাগনামা: একে বাংলা ভাষায় রচিত প্রথম সংগীতবিষয়ক কাব্য বলে মনে করা হয়।[]
  • গোরক্ষবিজয়: এটি নাথ সাহিত্যের অন্তর্গত।
  • সুলতান জমজমা: নবী ঈসা ও সুলতান জমজমার কাহিনী নিয়ে রচিত নীতিকথামূলক কাব্য।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. খন্দকার মুজাম্মিল হক (২০১২)। "শেখ ফয়জুল্লাহ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২০ 
  2. "বরেণ্য: অসাম্প্রদায়িক কবি শেখ ফয়জুল্লাহ"যুগান্তর। ১৩ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা