জঙ্গনামা
ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের সাহিত্যে জঙ্গনামা একটি মহাকাব্য বা বীরত্বপূর্ণ কবিতা। এই শব্দটি ফার্সি ভাষা হতে উৎপত্তি লাভ করেছে। কাশ্মীরি ভাষায় জঙ্গনামা সাধারণত মহাকাব্যকে বোঝায়। তবে জঙ্গনামা কবিতারও একটি নির্দিষ্ট ধারাকে চিহ্নিত করে যা ইসলামি বিজয়ের সাথে সম্পর্কিত। ধারাটি অনেক মুসলিম-প্রভাবিত ইন্দো-আর্য ভাষাতেও বিদ্যমান।[১] ১৮৫০ সালের আগে বিভিন্ন ধরনের জঙ্গনামা লেখা হয়েছিল; সেগুলোর কয়েকটি উল্লেখ করা হলো:
- শেখ ফয়জুল্লাহ রচিত জঙ্গনামা জয়নবের চৌতিসা(১৬শ শতক)
- দৌলত উজির বাহরাম খান রচিত জঙ্গনামা(১৬শ শতক)
- মোহাম্মদ খান ইসলামাবাদী রচিত জঙ্গনামা মুক্তাল হোসেন(১৬৪৪)
- আব্দুল হাকিম রচিত জঙ্গনামা(১৭২৩)
- হেয়াত মাহমুদের জরি জঙ্গনামা মহরমপর্ব(১৭২৩)
- শেরবাজ রচিত কাশিমের লড়াই ও ফাতিমার সুরতনামা(১৮শ শতক)
- জাফর রচিত শহীদ-এ-কারবালা ও সকিনার বিলাপ(১৮শ শতক)
- হামিদ রচিত সংগ্রাম হোসেন(১৮শ শতক)
- গরীবুল্লাহর জঙ্গনামা আমির হামজা
- সায়েদ হামজা রচিত জঙ্গনামা হানিফা (জাইগুনের পথি)
- রাধাচরণ গোপ রচিত জঙ্গনামা'
- নসরুল্লাহ খান রচিত জঙ্গনামা
- হামিদ শাহের জঙ্গনামা
- মৌলভী গোলাম মস্তফা রচিত জঙ্গনামা
- আহমদ ইয়ার রচিত জঙ্গ আহদ
- আহমদ ইয়ার রচিত জঙ্গ বদন
- খান সিঙের জঙ্গনামা লাহোর
- রাম দয়ালের জঙ্গনামা হরি সিং
- জঙ্গনামা দিল্লী খাজান সিং
- সিয়ামের জঙ্গনামা কাবুল কান্ধার
- করম সিং-এর জঙ্গনামা কাবুল
- মির্জা আব্দুল হামিদ রচিত জঙ্গনামা খাইবার
- হাবিন্দর নন্দ সিং দ্বারা জঙ্গ ইউরোপ
- কাহান সিং রচিত জঙ্গ চিত্রল
- শাহ মোহাম্মদ রচিত জঙ্গ সিংহান তে আংরেজান
সেইসাথে বেনামি জঙ্গ চিত্রাল, জঙ্গ চীন, জঙ্গ তিরাজ এবং জঙ্গ জাইতুন। [১]জঙ্গনামাও সাম্প্রতিক সময়ে রচিত হয়েছিল; একটি উদাহরণ হল জঙ্গনামা ইউরোপ একজন শিখ সৈনিক, নন্দ সিং, যিনি প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছিলেন।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Datta, Amarest (১৯৮৮)। Encyclopaedia of Indian Literature। Sahitya Akademi (New Delhi, Inde)। পৃষ্ঠা 1570। আইএসবিএন 8126011947।
- ↑ "Nand Singh and Jangnamah Europe: Subaltern insights on the wars of Empire"। South Asia @ LSE (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-০৫। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৪।