শেখ খলিলুর রহমান হামিদি
শেখ খলিলুর রহমান হামিদি (জন্ম:১৩ ডিসেম্বর ১৯৪৬- মৃত্যু: ০৮ অক্টোবর ২০২০) ছিলেন একজন বাংলাদেশি ইসলামি পন্ডিত,আলিম ও বিশিষ্ট হাদিস বিশারদ।তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সাবেক সহ-সভাপতি,আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি ও জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণার উপাচার্য ছিলেন।[১][২][৩] [৪][৫]
শায়খুল হাদীস,শায়খ, মাওলানা শেখ খলিলুর রহমান হামিদি রহমাতুল্লাহি আলাইহি | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৩ ডিসেম্বর ১৯৪৬ বরুণা,শ্রীমঙ্গল |
মৃত্যু | ৮ আগস্ট ২০২০ | (বয়স ৭৩)
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | বাংলাদেশি |
পিতামাতা |
|
জাতিসত্তা | বাঙালি |
যুগ | আধুনিক |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
যেখানের শিক্ষার্থী | দারুল উলুম দেওবন্দ |
ঊর্ধ্বতন পদ | |
যার দ্বারা প্রভাবিত |
জন্ম
সম্পাদনাশেখ খলিলুর রহমান হামিদী ১৩ ডিসেম্বর ১৯৪৬ সালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ঐতিহ্যবাহী হামিদ নগর বরুণা গ্রামে এক সম্ভ্রান্ত আলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিখ্যাত বুযুর্গ যুগশ্রেষ্ঠ ওলী লুৎফুর রহমান বর্ণভী।তিনি ছিলেন হুসাইন আহমদ মাদানি'র খলীফা।বরুণার শায়খ সাহেব নামে তিনি সর্বমহলে পরিচিত ছিলেন।
শিক্ষাজীবন
সম্পাদনাতিনি প্রাথমিক শিক্ষা স্বীয় পিতার নিকট লাভ করেন।অতপর মাধ্যমিক শিক্ষা মাওলানা আবদুর রহমান,মাওলানা আবদুল কুদ্দুস,মাওলানা মুশাররফ খানসহ প্রমুখের নিকট থেকে অর্জন করেন। এরপর ১৯৬১ সালে আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জে হেদায়া জামাতে ভর্তি হন।সেখানে তিনি মাওলানা আতহার আলি, আবদুল আহাদ কাসিমী,আবদুল হক জালালাবাদী,আবদুর রহমানের শিষ্যত্ত্ব লাভ করেন।
উচ্চতর শিক্ষা
সম্পাদনাতিনি ১৯৬৩ সালে উচ্চশিক্ষা অর্জনের জন্য জামিয়া উলুমুল ইসলামিয়ায় ভর্তি হন।সেখানে তিনি ইউসুফ বানুরী, ওয়ালি হাসান টঙ্কি র নিকট হাদিস শাস্ত্র অধ্যায়ন করেন।আর তাফসীর শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করার জন্য তিনি আবদুল্লাহ দরখাস্তি'র নিকট ইলমে তাফসীরে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। এছাড়াও তিনি দারুল উলুম দেওবন্দে ফখরুদ্দিন মুরাদাবাদীর নিকট কিছুদিন হাদিস শাস্ত্র অধ্যায়ন করেন।
কর্মজীবন
সম্পাদনাকর্মজীবনে তিনি জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণার হাদিস শাস্ত্রের অধ্যাপক ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সাবেক সহ-সভাপতি,আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি ছিলেন।
প্রকাশিত গ্রন্থ
সম্পাদনাতাঁর প্রকাশিত বেশকিছু গ্রন্থ রয়েছে তন্মধ্যে বিশেষভাবে উল্লেখ্যযোগ্য হলো - আনওয়ারুত তিরমিজি প্রথম ও দ্বিতীয় খন্ড।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শায়খ খলীলুর রহমান হামিদী রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী"। Qowmipedia। ২০২১-০৩-০৪। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮।
- ↑ "বরুণার পীর আল্লামা খলিলুর রহমান হামিদীর ইন্তেকাল"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮।
- ↑ "বরুণার পীর আল্লামা খলিলুর রহমান হামিদী গুরুতর অসুস্থ"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮।
- ↑ "শায়খ খলিলুর রহমান বর্ণভীর জানাজায় লাখো মুসল্লি"। বাংলা ট্রবিউন। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮।
- ↑ বই-চলমান জালালাবাদ : ইসলামী রেনেসাঁর অনন্য যারা:লেখক- তাজুল ইসলাম পৃষ্ঠা নং -১৮০-১৮২।