শৃঙ্গবেরপুর
শৃঙ্গবেরপুর (সিংগ্রাউর) হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি গ্রাম।
শৃঙ্গবেরপুর শৃঙওয়েরপুর, শৃঙ্গবেরপুর | |
---|---|
শহর | |
ডাকনাম: সিঙগ্রাউর | |
উত্তর প্রদেশে অবস্থান, ভারত | |
স্থানাঙ্ক: ২৫°৩৫′১৪″ উত্তর ৮১°৩৮′৩০″ পূর্ব / ২৫.৫৮৭২৫৩° উত্তর ৮১.৬৪১৮০৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তর প্রদেশ |
জেলা | প্রয়াগরাজ |
তহসিল | সোরাওন |
নামকরণের কারণ | আধ্যাত্মিক সাধু শৃঙ্গী ঋষি |
ভাষা | |
• দাপ্তরিক | হিন্দি |
সময় অঞ্চল | আইএএসটি (ইউটিসি+৫:৩০) |
সংস্কৃতি
সম্পাদনালোককাহিনী অনুসারে, ভগবান রাম সীতা ও লক্ষ্মণ সহ বনবাসে যাওয়ার পথে শৃঙ্গবেরপুরে গঙ্গা নদী পার হয়েছিলেন। রামায়ণে শৃঙ্গবেরপুরের উল্লেখ আছে, যেখানে এটিকে নিষাদরাজ (জেলেদের রাজা) রাজ্যের রাজধানী হিসাবে বর্ণনা করা হয়েছে। "সীতা, রাম এবং তার ভাই শৃঙ্গবেরপুরে এসেছিলেন" এর মধ্যে পাওয়া যায়।
রামায়ণে উল্লেখ আছে যে রাম, তার ভাই লক্ষ্মণ এবং স্ত্রী সীতা বনবাসে যাওয়ার আগে এই গ্রামে এক রাতের জন্য অবস্থান করেছিলেন। নৌকার মাঝিরা তাকে গঙ্গার ওপারে নিয়ে যেতে অস্বীকার করলে, নিষাদরাজ সেই জায়গাটি পরিদর্শন করেন যেখানে রাম সমস্যা সমাধানে নিযুক্ত ছিলেন। রাম তাদের পা ধুতে দিলে তিনি তাদের বহন করার প্রস্তাব দেন। রাম এই অনুমতি দিলেন এবং নিষাদরাজ গঙ্গার জলে রামের পা ধুয়ে দিলেন এবং ভক্তিপ্রদর্শনপূর্বক জল পান করেছিলেন।[১][২]
ইতিহাস
সম্পাদনাশৃঙ্গবেরপুরে খননের ফলে শৃঙ্গী ঋষির মন্দিরের সন্ধান পাওয়া যায়। সেই ঋষিদের থেকেই হয়তো গ্রামের নাম হয়েছে। মুঘল আমলে, ব্রাহ্মণবংশী সেঙ্গার, রোর এবং গহরওয়ার ব্রাহ্মক্ষত্রিয় ক্ষত্রিয় গোষ্ঠী সহ ক্ষত্রিয়দের দ্বারা বিশৃঙ্খল শক্তির মোকাবেলা করার জন্য সিংগ্রাউর গোষ্ঠী গঠিত হয়েছিল।
সেখানে একটি ছোট মন্দির তৈরি করা হয়েছিল যেখানে নিষাদরাজ শিবলিঙ্গের পূজা করেছিলেন বলে জানা যায়।
গ্রামে বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত দেয়াল ও স্থাপনা রয়েছে।
২০১৯ সালে, উত্তরপ্রদেশ সরকার সোরাওন তহসিলের কৌরিহার ব্লককে বিভক্ত করে এবং একটি নতুন ব্লক শৃঙ্গবেরপুর ধাম তৈরি করে।[৩][৪]
অবকাঠামো
সম্পাদনাগ্রামে একটি বড় পুরাতন জলবাহী পদ্ধতি রয়েছে। নদীর তীরে একটি শ্মশান কেন্দ্র স্থাপন করা হয়েছে। উত্তরপ্রদেশ জুড়ে মানুষ শ্মশানের জন্য শৃঙ্গবেরপুরে আসেন।
ভূগোল
সম্পাদনাগ্রামটি গঙ্গা নদীর তীরে, প্রয়াগরাজ থেকে ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরত্বে অবস্থিত।
চিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Memoirs, On Excavations, Indus Seals, Art, Structural and Chemical Conservation of Monumets, Archaeological Survey of India Official website.
- ↑ B. B. Lal (১৯৯৩)। Excavation at Śṛiṅgaverapura: (1977-86)। Director General, Archaeological Survey of India।
- ↑ "Blocks | District Prayagraj, Government of Uttar Pradesh | India"।
- ↑ "प्रयागराज में अगले माह से हो जाएंगे 23 ब्लॉक Prayagraj News -"। Jagran।