শাহমখদুম থানা
রাজশাহী জেলার একটি মেট্রোপলিটন থানা
শাহমখদুম বাংলাদেশের রাজশাহী জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন।
শাহমখদুম | |
---|---|
মেট্রোপলিটন থানা | |
শাহমখদুম থানা | |
বাংলাদেশে শাহমখদুম থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৪′১৪″ উত্তর ৮৮°৩৭′১১″ পূর্ব / ২৪.৪০৩৮৯° উত্তর ৮৮.৬১৯৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
শহর | রাজশাহী |
প্রতিষ্ঠাকাল | ১ জুলাই ১৯৯২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬০০০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮১ ৯০ |
আয়তন
সম্পাদনাপ্রতিষ্ঠাকাল
সম্পাদনারাজশাহী জেলার পবা উপজেলা ও বোয়ালিয়া থানার অংশবিশেষ নিয়ে ১৯৯২ সালের ১ জুলাই শাহমখদুম থানা গঠিত হয়।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাশাহমখদুম থানার আওতাধীন রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হলো:[২]
ওয়ার্ড (রাসিক)/পৌরসভা/ইউনিয়ন | মৌজার নাম | এলাকা/মহল্লার নাম |
---|---|---|
১৭নং ওয়ার্ড | বড় বনগ্রাম | শাহমখদুম নগর, মহলদারপাড়া, ছায়ানীড় আবাসিক, ভাড়ালিপাড়া, রায়পাড়া, পাবনাপাড়া, চকপাড়া, নতুন চকপাড়া, শেখপাড়া, মাস্টার পাড়া, নামপাড়া, পাচানীপাড়া, নওদাপাড়া, রোড নওদাপাড়া, হাট নওদাপাড়া, মধ্য নওদাপাড়া, উত্তর নওদাপাড়া. দক্ষিণ নওদাপাড়া |
১৮নং ওয়ার্ড | পবা | পবা নতুনপাড়া, পবা পাড়া, গাংপাড়া, মিলপাড়া |
নওহাটা পৌরসভা
(৮নং ওয়ার্ড) |
ভুগরইল | ভুগরইল (আংশিক) |
সন্তোষপুর | সন্তোষপুর | |
৩নং দামকুড়া ইউনিয়ন | হরিষার ডাইং | হরিষার ডাইং (আংশিক) |
৫নং হড়গ্রাম ইউনিয়ন | বড়বাড়িয়া | বড়বাড়িয়া (আংশিক) |
খিরসিন | খিরসিন টিকর, ফুদকিপাড়া, খিরসিন ফকিরপাড়া, পুরাতন ফুদকিপাড়া, নতুন ফুদকিপাড়া, খিরসিন দক্ষিণপাড়া, খিরসিন দাড়ার ধার | |
৭নং বড়গাছি ইউনিয়ন | বিরস্তইল | বিরস্তইল (আংশিক), ডাঙ্গীপাড়া |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শাহমখদুম থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৪।
- ↑ "রাজশাহী মেট্রোপলিটন পুলিশ"। rmp.gov.bd। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৪।