শালমারা ইউনিয়ন
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০১৮) |
শালমারা ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।
শালমারা | |
---|---|
ইউনিয়ন | |
১৭ নং শালমারা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে শালমারা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°০৪′০৭″ উত্তর ৮৯°২৯′৩৮″ পূর্ব / ২৫.০৬৮৫৭১° উত্তর ৮৯.৪৯৩৮১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
উপজেলা | গোবিন্দগঞ্জ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আনিসুর রহমান [১] |
• ইউপি সচিব | মোঃ আব্দুল মতিন সরকার [২] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৭৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাকালের স্বাক্ষী বহনকারী বাঙ্গালী নদীর তীরে গড়ে উঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো শালমারা ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ শালমারা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা নিয়ে আজও এক অনন্য নাম।clip_image001ক) নাম – ১৭ নং শালমারা ইউনিয়ন পরিষদ। এর আয়তন – ৩০.৭০(বর্গ কিঃ মিঃ)
প্রশাসনিক এলাকা
সম্পাদনাগ্রামের সংখ্যা – ১৫টি। মৌজার সংখ্যা – ১৫ টি।
১. শালমারা।
২. উলিপুর
৩. শাখাহাতী বালুয়া
৪. হামছাপুর
৫. মিরাপাড়া
৬. হিয়াতপুর
৭. কলাকাটা
8. বিদেশি দোয়াইল
9. দামগাছা
10. পচারিয়া
11. বুড়াবুড়ী
12. নীলকন্ঠপুর
13.হাবীবের বাইগুনী
14. কিসমতের বাইগুনি
15. উজিরের পাড়া
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনালোকসংখ্যা – 38578জন (প্রায়) (২০১১ সালের জন্ম নিবন্ধন তথ্য অনুযায়ী)
স্বাস্থ্য
সম্পাদনাইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম: মো. জাফরুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার –৬০%।
উচ্চ বিদ্যালয়ঃ ৪টি, শালমারা উচ্চ বিদ্যালয়, পচারিয়া উচ্চ বিদ্যালয়, বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা- ২টি। শাখাহাতী দাখিল মাদরাসা
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৯টি, [[শালমারা সরকারি প্রাঃ বিদ্যালয়, জীবনগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোয়াইল সরকারি প্রাঃ বিদ্যালয়, পচারিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়, দামগাছা সরকারি প্রাঃ বিদ্যালয়, শাখাহাতী বালুয়া সরকারি প্রাঃ বিদ্যালয়, ঘুগা গারামাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, কালিতলা সরকারি প্রাঃ বিদ্যালয়]]
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৮টি,
কৃষি
সম্পাদনাপ্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধান, পাট, ভূট্টা, ও আঁখ।
অর্থনীতি
সম্পাদনাশালমারা কলা বিক্রির জন্য জেলা জুড়ে সুনাম আছে।
কৃতি ব্যক্তিত্ব
সম্পাদনাদর্শনীয় স্থান
সম্পাদনা1। কালিতলা বাজার।১৯ দশক থেকে এই বাজার হয়ে আসছে। 2। শালমারা রেলওয়ে স্টেশন। 3। বুরুলিয়া বিল উলিপুর।
বিবিধ
সম্পাদনাহাটবাজার ১। শালমারা রেলওয়ে ষ্টেশন বাজার।
২। বালুয়া বাজার
৩। কালিতলা বাজার
৪। উজিরেরপাড়া সাহাপাড়া বাজার
5। বুড়াবুড়ি বাজার
6। ডাকুমারা বাজার (দামগাছা)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://shalmaraup.gaibandha.gov.bd/site/leaders/0896c751-d6da-487a-829e-ec0b436a72bf/%E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF%20%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8
- ↑ http://shalmaraup.gaibandha.gov.bd/site/officer_list/51adedfa-a86f-4f92-ace3-c49a5dbe1a74/%E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF%20%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC
1। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ফেব্রুয়ারি ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)