শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম

বাংলাদেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম
(শহীদ সামসুদ্দীন স্টেডিয়াম থেকে পুনর্নির্দেশিত)

শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম (সিরাজগঞ্জ জেলা স্টেডিয়াম নামেও পরিচিত)[] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্থাপনাটি সিরাজগঞ্জ জেলার সদর থানায় সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুরে স্টেডিয়াম ও সদর হাসপাতাল সড়কে পূর্বে অবস্থিত।[] স্টেডিয়ামটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিজরিত স্থান। এই স্টেডিয়ামে নিয়মিত খেলা আয়োজনের পাশাপাশি বাংলাদেশের দিবসসমূহের বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।[] বাংলাদেশের বেশীর ভাগ স্টেডিয়ামের মত এই ক্রীড়া স্থাপনাটিও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত ও এবং স্থানীয় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[]

শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম
মানচিত্র
পূর্ণ নামশহীদ এ কে শামসুদ্দিন স্টেডিয়াম
প্রাক্তন নামজিন্না স্টেডিয়াম
সিরাজগঞ্জ জেলা স্টেডিয়াম
অবস্থানহোসেনপুর, সিরাজগঞ্জ বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°২৭′২০.৮০″ উত্তর ৮৯°৪২′৩৯.৩০″ পূর্ব / ২৪.৪৫৫৭৭৭৮° উত্তর ৮৯.৭১০৯১৬৭° পূর্ব / 24.4557778; 89.7109167
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকসিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
ক্ষেত্রফল১৩ একর
উপরিভাগঘাস
স্কোরবোর্ডনেই
ভাড়াটে
সিরাজগঞ্জ মোহামেডান (২০০৩)[]

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পূর্বে স্থাপনাটি 'জিন্না স্টেডিয়াম' নামে পরিচিত ছিল।[] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগেই ১৯৭১ সালের ৩ মার্চ থেকে সিরাজগঞ্জ অঞ্চলের মুক্তিযোদ্ধারা এই স্টেডিয়ামে অস্ত্র চালনার প্রাথমিক প্রশিক্ষণ নিতেন। মুক্তিযুদ্ধের সময় এ স্টেডিয়ামে প্রশিক্ষণ চালু ছিল। [] পরবর্তীতে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর নির্যাতনে নিহত আবুল কালাম শামসুদ্দিনের সম্মানে স্থাপনাটির নাম 'এ কে শামসুদ্দিন স্টেডিয়াম' করা হয়।[]

অবকাঠামো

সম্পাদনা

শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম ১৩ একর ভূমির উপর নির্মিত।[] এটির মাঠ চারপাশে গ্যালারির জন্য অতিরিক্ত স্থান আছে। গ্যালারি অর্ধ নির্মিত। গ্যালারিতে প্রবেশের চারটি প্রবেশপথ আছে। স্টেডিয়ামের বাহিরে দক্ষিণাংশে একটি জলাশয় রয়েছে।

আয়োজন

সম্পাদনা

শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা পর্যায়ের বিভিন্ন খেলাধুলা বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের নিয়মিত আয়োজন হয়।[][১০] নিয়মিত ক্রীড়ানুষ্ঠান ছাড়াও স্টেডিয়ামটিতে বাংলাদেশের জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়।[]

২০০৩ সালের ১৮-২৯ জুন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-এর সিরাজগঞ্জ অঞ্চলের বাছাইপর্বের খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "তৃতীয় জাতীয় ফুটবল লীগ ২০০৩"www.rsssf.com। ২০২১-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  2. "অন্যান্য সকল স্টেডিয়াম"জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২০-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  3. "ক্রীড়াঙ্গন স্থবির, স্টেডিয়ামে চরে গরু-ছাগল"প্রথম আলো। ২০১৫-১১-১৮। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  4. "নানা আয়োজনে সারাদেশে বিজয় দিবস পালিত"বাংলা ট্রিবিউন। ২০১৫-১২-১৬। ২০১৯-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  5. "সিরাজগঞ্জ জেলা খেলাধুলা ও বিনোদন অবকাঠামো"সিরাজগঞ্জ জেলা আনুষ্ঠানিক বাতায়ন। ২০২১-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  6. "মুক্তিযুদ্ধের গল্পঃ সাধারণের চোখে মুক্তিযুদ্ধ"অভিযাত্রা। ২০২০-১১-২৪। ২০২১-০১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  7. "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাঃ সিরাজগঞ্জ জেলা"সিরাজগঞ্জ জেলা আনুষ্ঠানিক বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  8. "সিরাজগঞ্জে জেলা প্রশাসক মরহুম শামসুদ্দিন নামে নবনির্মিত ৩ টি স্থাপনা উদ্বোধন করলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন"দৈনিক চিত্র। ২০২৩-১০-১৩। ২০২৪-০৮-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-৩১ 
  9. "সিরাজগঞ্জে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু"সময় টিভি। ২০১৮-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  10. "সিরাজগঞ্জে ৩৩তম আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৩-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা