ক্ষেত্রফল
ক্ষেত্রফল হচ্ছে ভৌত পরিমাপ যা কোন তলের বা তলের অংশবিশেষের আকার বোঝাতে ব্যবহৃত হয়। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো ঐ বর্গক্ষেত্রটি পূরণ করতে কতটি একক বর্গ লাগবে সেই সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। [১]
তলের ক্ষেত্রফল হচ্ছে কোন বস্তুর উন্মুক্ত তলের ক্ষেত্রফল।
একক
সম্পাদনাক্ষেত্রফল পরিমাপের মেট্রিক এককের মধ্যে রয়েছে:
- বর্গ মিটার = এসআই একক
- ১ এয়র = ১০০ বর্গ মিটার
- ১ হেক্টর = ১০,০০০ বর্গ মিটার
- ১ বর্গ কিলোমিটার = ১,০০০,০০০ বর্গ মিটার
- ১ বর্গ মেগামিটার = ১০১২ বর্গ মিটার
- ১ বর্গ গজ = ৯ বর্গ ফুট = ০.৮৩৬১২৭৩৬ বর্গ মিটার
- ১ একর = ১৬০ বর্গ পার্চ = ৪৩,৫৬০ বর্গ ফুট = ৪০৪৬.৮৫৬৪২২৪ বর্গ মিটার
- ১ বর্গ মাইল = ৬৪০ একর = ২.৫৮৯৯৮৮১১০৩ বর্গ কিলোমিটার
- ১ ফুট = ১২ ইঞ্চি,
- ১ গজ = ৩ ফুট = ৩৬ ইঞ্চি
- ১ ইঞ্চি=২.৫৪ সে.মি.
সাধারণ সূত্র সমূহ
সম্পাদনাআকার | সমীকরণ | চলক |
---|---|---|
বর্গক্ষেত্র | হচ্ছে বর্গের একবাহুর দৈর্ঘ্য | |
নিয়মিত ষড়ভুজ | হচ্ছে হেক্সাগনের একপ্রান্তের দৈর্ঘ্য | |
নিয়মিত অষ্টভুজ | হচ্ছে অষ্টভুজের একবাহুর দৈর্ঘ্য | |
নিখুঁত ষড়ভুজ | হচ্ছে একবাহুর প্রস্থ, যেখানে সকল বাহুর দৈর্ঘ্য সমান | |
নিখুঁত অষ্টভুজ | হচ্ছে একবাহুর প্রস্থ, যেখানে সকল বাহুর দৈর্ঘ্য সমান | |
যেকোন নিয়মিত বহুভুজ | হচ্ছে পরিসীমা এবং হচ্ছে বাহুর সংখ্যা | |
আয়তক্ষেত্র | ও হচ্ছে চতুর্ভুজের পাশাপাশি দুটি বাহুর দৈর্ঘ্য (দৈর্ঘ্য ও প্রস্থ) | |
সামান্তরিক (সাধারণ) | ও হচ্ছে যথাক্রমে ভূমির দৈর্ঘ্য এবং ভূমির উপর লম্ব বরাবর উচ্চতা | |
রম্বস | ও হচ্ছে রম্বসের দুই কর্ণের দৈর্ঘ্য | |
ত্রিভুজ | ও হচ্ছে যথাক্রমের ত্রিভুজের ভূমি ও উচ্চতা | |
চাকতি* বা বৃত্ত | হচ্ছে ব্যাসার্ধ | |
বৃত্ত, বৃত্তাকার ক্ষেত্রফল | , or | হচ্ছে ব্যাসার্ধ এবং হচ্ছে ব্যাস. |
ট্রাপিজিয়াম | হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং হচ্ছে সমান্তরাল রেখাদ্বয়ের লম্বদূরত্ব বা উচ্চতা | |
সিলিন্ডারের তলের মোট ক্ষেত্রফল | ও হচ্ছে যথাক্রমে ব্যাসার্ধ ও উচ্চতা | |
সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল | ও হচ্ছে যথাক্রমে ব্যাসার্ধ ও উচ্চতা | |
কোনকের তলের মোট ক্ষেত্রফল | ও হচ্ছে যথাক্রমে ব্যাসার্ধ ও উচ্চতা | |
কোনকের বক্রতলের ক্ষেত্রফল | ও হচ্ছে যথাক্রমে ব্যাসার্ধ ও উচ্চতা | |
বৃত্তাকার চাকতি | ও হচ্ছে যথাক্রমে ব্যাসার্ধ ও কোণ (রেডিয়ানে) | |
বর্গ থেকে বৃত্তাকার ক্ষেত্রে পরিবর্তন | হচ্ছে বর্গ এককে বর্গের ক্ষেত্রফল | |
বৃত্তাকার থেকে বর্গক্ষেত্রে পরিবর্তন | হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল |
* চাকতি হচ্ছে বৃত্ত দিয়ে ঘেরা একটি ক্ষেত্রফল। মাঝে মাঝে এই ক্ষেত্রকে ক্রস-সেকশনাল অথবা বৃত্তাকার ক্ষেত্র, যেমন মাঝখানে কাটা বৃত্তাকার কেবল এর মত
ঘনকের ক্ষেত্রফল = ৬ক^২(6asquare [এখানে ক= ঘনকের এক ধার]
আয়তাকার ঘনবস্তুুর ক্ষেত্রফল = ২(ab+bc+ca)
সুষম বহুভুজের ক্ষেত্রফল = {(na×a)/4} cot 180°/n [n=বাহুর সংখ্যা, a= যেকোনো বাহুর দৈর্ঘ্য]
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল=(√3/4)a*a [a হচ্ছে বাহুর দৈর্ঘ্য]
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = b/4(√4a^2-b^2) [ব্র্যাকেট এর ভিতরে থাকা রাশি কিন্তু রুট ওভার]
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র= √s(s-a)(s-b)(s-c) [পুরো রাশিটা রুট ওভার, s বলতে পরিসীমার অর্ধেককে বুঝাচ্ছে]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Area of a Square | What is Area of a Square Formula?"। BYJUS (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬।