শরৎসুন্দরী দেবী
পুঠিয়া রাজবংশের জমিদার
মহারানী শরৎসুন্দরী দেবী পুঠিয়া রাজবংশের অন্যতম জমিদার ছিলেন।[১]
মহারাণী শরৎসুন্দরী দেবী | |
---|---|
নাগরিকত্ব | ![]() |
পরিচিতির কারণ | পুঠিয়ার জমিদার |
দাম্পত্য সঙ্গী | যোগেন্দ্র নারায়ণ |
জন্ম পরিবার
সম্পাদনারাজশাহীর বিখ্যাত পুঠিয়া রাজ পরিবারের তরুন জমিদান যোগেন্দ্র নারায়ণের স্ত্রী ছিলেন শরৎসুন্দরী। মাত্র ১৩ বছর বয়সে তিনি বিধবা হন।[২]
অবদান
সম্পাদনাপুঠিয়া রাজ এর পাঁচাআনি এস্টেটের জমিদার হিসেবে তিনি ১৮৬৫ সালে দায়িত্ব্গ্রহণ করেন। শিক্ষা ও জনহিতকর কাজের পৃষ্ঠপোষক হিসেবে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৮৭৪ সালে তৎকালীন সরকার তাঁকে রানী এবং ১৮৭৭ সালে মহারানী উপাধিতে ভূষিত করেন।[৩]
মৃত্যু
সম্পাদনামাত্র ৩৭ বছর বয়সে শরৎসুন্দরী কাশীতে মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ রহমান, কাজী মোস্তাফিজুর। "দেবী, শরৎসুন্দরী মহারানী"। বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "রাজশাহীতে বিখ্যাত যারা"। বাংলাদেশ জার্নাল। ৩০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "রাজশাহীর প্রখ্যাত ব্যক্তিত্ব"। রাজশাহী ই আর্কাইভ। রাজশাহী সিটি কর্পোরেশন। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।