শরহে জামি (আরবি : شرح الجامی - উর্দু : شرح جامی - ইংরেজি : Sharhu Al-Zami ) এর প্রকৃত নাম হল 'ফাওয়ায়েদে জিয়াইয়্যা' ( আরবি/ উর্দু : فوائد ضیائیہ ইংরেজি : Fawaid-e-Diyaeya) ইহা 'ইলমে নাহব' তথা আরবি ভাষার ব্যাকরণের প্রসিদ্ধ বই কাফিয়া - এর ব্যখ্যাগ্রন্থ । ইলমে নাহব-এর সকল বিধি-রীতি-নিয়মগুলি সহজ সরল ও সাবলীল ভাষায় বিস্তারিত বিবরণ এতে তুলে ধরা হয়েছে । গ্রন্থটি আরবি ভাষায় রচিত ।

গ্রন্থকার

সম্পাদনা

এ ব্যখ্যাগ্রন্থের রচয়িতা আল্লামা আবদুর রহমান জামি (রহ) । এটি আরবি ব্যাকরণের বিখ্যাত ও প্রসিদ্ধ বই 'কাফিয়া'র অসংখ্য ব্যখ্যাগ্রন্থের মধ্যে অন্যতম ।[]

শরহে জামির হাশিয়া ও শরাহ

সম্পাদনা

আরবি , ফার্সি , তুর্কি , উর্দু সহ প্রভৃতি ভাষায় এ গ্রন্থটির ২৬ টির অধিক এ পর্যন্ত হাশিয়া প্রকাশিত হয়েছে ।[] উল্লেখযোগ্য কয়েকটি নিম্নরুপ:

  • হাশিয়ায়ে শরহে জামি - এটি আল্লামা আবদুর রহমান জামি (রাহ.) এর ছাত্র মোল্লা আবদুল গফুর প্রণীত ব্যখ্যাগ্রন্থ ।
  • হাশিয়ায়ে শরহে জামি - এটি রচনা করেন শেখ মুহাম্মদ সমরকন্দি ।
  • হাশিয়ায়ে শরহে জামি - শেখ মুহাম্মাদ মুহরম আফিন্দি (তুর্কি) প্রণীত ।
  • ছুয়ালে বাছুলি শরহে শরহে জামি
  • ছুয়ালে কাবুলি শরহে শরহে জামি
  • মিছবাহুল মাআনি শরহে শরহে জামি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হায়াতুল মুছান্নিফীন - হাফেজ মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান ।
  2. হায়াতুল মুছান্নিফীন - হাফেজ মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান । পৃষ্ঠা: ১১৯ ।