কাফিয়া
কাফিয়া (আল কাফিয়া আরবি الکا فيۃ) আরবি ব্যাকরণের বিখ্যাত নির্ভরযোগ্য গ্রন্থ। الکافيۃ শব্দটি عافيۃ এর ওযনে ইসমে মাসদার (বিশেষ্যমুলক ধাতু)। অর্থ - যথেষ্ট। এর মধস্থিত আলিফ - লামটি তাহ্সিনে কালাম তথা বাক্যের সৌন্দর্যের জন্যে নেয়া হয়েছে; যেমনিভাবে الحسن ও الحسين এর মধ্যে নেয়া হয়েছে।[১] সংক্ষিপ্ত পরিসরের হলেও এটি আরবি ব্যাকরণের খুঁটিনাটি বিষয়কে সমন্বয়কারী হিসেবে অদ্বিতীয় কিতাব। সাতশত হিজরি থেকে এখনো তা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠ্যভুক্ত রয়েছে। সমাদৃত রয়েছে।
গ্রন্থকার
সম্পাদনাআরবি ব্যাকরণ শাস্ত্রের শ্রেষ্ঠতম এই গ্রন্থের লেখক যুগ শ্রেষ্ঠ আরবি ব্যাকরণবিদ আল্লামা জামাল উদ্দিন আবু আমর উসমান ইবনে উমর (রাহ্); সংক্ষেপ নাম - ইবনে হাজিব (৫৭০ হিজরি - ৬৪৬ হিজরি); দেশ - মিশর।[২]
সর্ব প্রথম মুদ্রণ
সম্পাদনাআল - কাফিয়া সর্ব প্রথম রোমে ১৫৯২ খ্রিষ্টাব্দে মুদ্রিত হয়।[৩]
কাফিয়ার ব্যাখ্যা গ্রন্থ
সম্পাদনাআরবি, উর্দু, ফার্সি ও তুর্কি সহ বিভিন্ন ভাষায় এর ব্যাখ্যা গ্রন্থ (মুল সহ) প্রকাশিত হয়েছে। ' কাশফুয্ যুনূন 'এর ভাষ্যমতে প্রায় ছাপ্পান্নটির ঊর্ধ্বে এর ব্যাখ্যাগ্রন্থ প্রকাশিত হয়েছে।[৪] আর এখানেই শেষ নয় উত্তরোত্তর তা বৃদ্ধিই পাচ্ছে। পরবর্তী হিসেব অনুযায়ী শুধু আরবি ও ফার্সিতে এর ব্যাখ্যাগ্রন্থের সংখ্যা প্রায় ১৫২ (একশত বায়ান্ন)। কোন কোন বিশেষজ্ঞ লিখেন - কাফিয়ার শরাহ্ বা ব্যাখ্যাগ্রন্থের সংখ্যা ৩৬০ (তিন শত ষাট)।[৫]
উল্লেখযোগ্য ব্যাখ্যাগ্রন্থের তালিকা
সম্পাদনা- শরহে কাফিয়া - সম্মানিত গ্রন্থকারের নিজের লেখা ব্যাখ্যা গ্রন্থ।
- ' ফাওয়ায়েদে জিয়াইয়্যা ' যার বিখ্যাত নাম শরহে জামি - আল্লামা আবদুর রহমান জামি।
- শরহে কাফিয়া - আল্লামা সুদী।
- শরহে কাফিয়া - কাজি নাসিরুদ্দিন বায়যাবি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ নাওয়াদিরিন্ নাঈমী - আল্লামা মুহাম্মদ শাব্বির নাঈমী
- ↑ হায়াতুল মুসান্নিফীন - মাওলানা মুহাম্মদ হবীবুর রহমান - শায়খুল হাদীস,মাদ্রাসা দারুর রাশাদ, মীরপুর, পল্লবী, ঢাকা; প্রথম প্রকাশ - জানুয়ারী ১৯৯৭ ইং।
- ↑ কাশ্ফুল গুম্মাহ্ বিহল্লিল্ কাফিয়া - অনুবাদ ও বিশ্লেষণ মাওলানা মুহাম্মদ ইছমাইল- এম, এ, এম এফ (ফার্ষ্ট ক্লাস) বি, এ (অনার্স); এম,এ (ফার্ষ্ট ক্লাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । - সম্পাদনায়ঃ- আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, প্রধান মুফ্তি - জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম । প্রকাশকাল - ১২ নভেম্বর ২০০২ ইং ।
- ↑ কাশ্ফুল গুম্মাহ্ বিহল্লিল্ কাফিয়া - অনুবাদ ও বিশ্লেষণ মাওলানা মুহাম্মদ ইছমাইল- এম, এ, এম এফ (ফার্ষ্ট ক্লাস) বি, এ (অনার্স); এম,এ (ফার্ষ্ট ক্লাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । - সম্পাদনায়ঃ- আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, প্রধান মুফ্তি - জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া , চট্টগ্রাম । প্রকাশকাল - ১২ নভেম্বর ২০০২ ইং ।
- ↑ কাশিফা শরহে কাফিয়া ( উর্দু ) - মুফতি আতাউর রহমান মুলতানি, বুখারি একাডেমি, মাদরাসা মার্কেট, হাট হাজারি, চট্টগ্রাম । প্রকাশকাল - ১৪২৪ হিজরি - ২০০৪ ইং ।