লুয়াই ইবনে গালিব ( আরবি: لُؤَيّ ٱبْن غَالِب) আরবে নবী মুহাম্মদ (সা) এর পূর্বপুরুষ ছিলেন।

লুয়াই ইবনে গালিব
لُؤَيّ ٱبْن غَالِب
জন্মমক্কা
পূর্ণ নাম
লুয়াই ইবনে গালিব
পিতাগালিব ইবনে ফিহর

মক্কায় বসবাসকারী গালিব ইবনে ফিহের পুত্র ছিলেন তিনি।

ইতিহাস

সম্পাদনা

সাধারণ মত অনুসারে মুহাম্মদ (সা) ছিলেন আবদুল্লাহর পুত্র, খ। 'আবদুল-মুত্তালিব (যার নাম শাইবা), বিন হাশিম (যার নাম 'আমর'), বিন আবদ মানাফ (যার নাম আল মুগিরা), বিন কুসায় (যার নাম জায়েদ), বিন কিলাব, বিন মুররাহ, বিন কা'ব, বিন লুয়াই, বিন গালিব, বিন ফিহর, বিন মালিক, বিন আল-নদর, বিন কিনানা, বিন খুজায়মা, বিন মুদরিকা (যার নাম 'আমির'), বিন ইলিয়াস, বিন মুদার, বিন নিজার, বিন মাআদ্, বিন আদনান, বিন উদদ (বা উদাদ), ....বিন ইয়ারুব, বিন ইয়াশজুব, বিন কিদার, বিন ইসমাইল, বিন ইব্রাহিম[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ibn Ishaq; Guillaume (১৯৫৫)। The Life of Muhammad: A Translation of Ibn Isḥāq’s sīrat। পৃষ্ঠা 3। আইএসবিএন 0195778286