গালিব ইবনে ফিহর
গালিব ইবনে ফিহর (আরবি: غَالِب ٱبْن فِهْر, প্রতিবর্ণীকৃত: Ghalib ibn Fihr, বি. আনু. 230–240 CE), যিনি খ্রিস্টীয় তৃতীয় শতকের দিকে (আনুমানিক ২৩০-২৪০ খ্রিস্টাব্দ) বিদ্যমান ছিলেন, তাঁকে ইসলামের নবী মুহাম্মাদ এর পূর্বপুরুষদের একজন হিসেবে গণ্য করা হয়।[১]:৩ আদনান থেকে নবী মুহাম্মাদ এর বংশলতিকায়, ফিহর, নবী মুহাম্মাদ এর দশ প্রজন্ম পূর্বে অবস্থান করেন।[২]:৩ তিনি ফিহর ইবনে মালিকের পুত্র ছিলেন, যিনি মক্কায় বসবাস করতেন। গালিব ইবনে ফিহর মক্কাতেই জন্মগ্রহণ করেন এবং সেখানেই তাঁর মৃত্যু হয় ও তাঁকে সমাহিত করা হয়।
গালিব ইবনে ফিহর غالب بن فهر | |
---|---|
জন্ম | |
মৃত্যু | |
সমাধি | মক্কা |
যুগ | ইসলাম-পূর্ব |
পিতা-মাতা |
|
ইতিহাস
সম্পাদনানবী মুহাম্মাদ এর বংশলতিকা:
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব (শায়বা) ইবনে হাশিম (জন্মনাম আমর আল-উলা) ইবনে আব্দ মানাফ (আল-মুগিরা) ইবনে কুসাই (যায়েদ) ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে আন-নাদর ইবনে কিনানাহ ইবনে খুজায়মা ইবনে মুদরিকা (আমির) ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান ইবনে আদ্দ ইবনে উদাদ ইবনে হুমাইসি ইবনে হামায়দা ইবনে সালামান ইবনে থালাবাহ ইবনে বুরা ইবনে শুহা ইবনে ইয়ারবাহ ইবনে কাসদানা ইবনে আওয়াম ইবনে নাশিদ ইবনে মুকাওয়াম ইবনে মুহতামিল ইবনে বাদলানা ইবনে আইকান ইবনে আলাহা ইবনে শাহদুদ ইবনে মাখাই ইবনে আইফা ইবনে আকির ইবনে আল দাআ ইবনে আবদাই ইবনে হামদান ইবনে বাশমানি ইবনে বাথরানি ইবনে বাহরানি ইবনে আনুদ ইবনে রাওয়ানি ইবনে আকারা ইবনে দায়শান ইবনে নায়দাওয়ান ইবনে আইয়ামাহ ইবনে বাহামি ইবনে হিসন ইবনে নিযাল ইবনে কুমায়ের ইবনে মুজাশশির ইবনে মাজ্জি ইবনে আদওয়া ইবনে আররাম ইবনে কায়দার ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম, আল্লাহর বন্ধু।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Life
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Ibn Ishaq; Guillaume (১৯৫৫)। The Life of Muhammad: A Translation of Ibn Isḥāq's sīrat। London। পৃষ্ঠা 3। আইএসবিএন 0195778286।
- ↑ Ibn Jarir, Tabari (১৯৮৭)। The History of al-Tabari Vol. 6: Muhammad at Mecca। State University of New York Press। পৃষ্ঠা 40, 41& 42। আইএসবিএন 9780887067075।