লালমনিরহাট-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(লালমনিরহাট-১ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) থেকে পুনর্নির্দেশিত)
লালমনিরহাট-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি লালমনিরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬নং আসন।
লালমনিরহাট-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | লালমনিরহাট জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | পদ শূন্য |
সীমানা
সম্পাদনালালমনিরহাট-১ আসনটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা ও হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোতাহার হোসেন | ১,৭৯,৮১৪ | ৯৩.৮ | +২৯.০ | |
জাসদ (রব) | সাদেকুল ইসলাম | ৬,৫৫১ | ৩.৪ | প্র/না | |
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | [মনোনয়ন প্রত্যাহার করেন] | ২.৮ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৭৩,২৬৩ | ৯০.৪ | +৫৯.৪ | ||
ভোটার উপস্থিতি | ১,৯১,৭৪৬ | ৬৯.৩ | −২১.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোতাহার হোসেন | ১,৪২,৩৪০ | ৬৪.৮ | +২০.০ | |
জামায়াতে ইসলামী | হাবিবুর রহমান | ৭৪,২১৯ | ৩৩.৮ | +৫.৭ | |
জাকের পার্টি | মো: নুরুজ্জামান | ১,৫৩১ | ০.৭ | প্র/না | |
বিকল্পধারা | মো: মকবুল হোসেন | ১,৩৯০ | ০.৬ | প্র/না | |
স্বতন্ত্র | জয়নাল আবেদীন সরকার | ১৪৬ | ০.১ | প্র/না | |
কেএসজেএল | আব্দুল হাকিম তালুকদার | ১১৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬৮,১২১ | ৩১.০ | +১৪.২ | ||
ভোটার উপস্থিতি | ২,১৯,৭৪২ | ৯০.৪ | +১৩.০ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোতাহার হোসেন | ৭৮,১১৬ | ৪৪.৮ | +৬.৫ | ||
জামায়াতে ইসলামী | আবু হেনা মুহাম্মদ এরশাদ হোসেন | ৪৮,৯০৭ | ২৮.১ | -১৪.০ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | জয়নাল আবেদীন সরকার | ৪৪,৭৮৮ | ২৫.৭ | প্র/না | ||
জাতীয় পার্টি | মোঃ আলী আজম | ২,১১৫ | ১.২ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | মোঃ শওকত হোসেন আহমেদ | ৩৭০ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,২০৯ | ১৬.৮ | +১৩.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৪,২৯৬ | ৭৭.৪ | +১.৬ | |||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | জয়নাল আবেদীন সরকার | ৫৮,৪৭৮ | ৪২.১ | +৮.৬ | |
আওয়ামী লীগ | মোতাহার হোসেন | ৫৩,১৮৯ | ৩৮.৩ | +৭.৩ | |
জামায়াতে ইসলামী | মোঃ ইউনুস আলী | ১৭,৭১০ | ১২.৮ | -৫.২ | |
বিএনপি | হাসানুজ্জামান হাসান | ৮,৩৮৪ | ৬.০ | +৩.৫ | |
জাকের পার্টি | মোঃ নূরুজ্জামান | ৮১২ | ০.৬ | -০.২ | |
এনডিপি | মোঃ মোসলেহ উদ্দিন মুরাদ | ১০৫ | ০.১ | -০.৩ | |
স্বতন্ত্র | মোঃ শহীদুল্লাহ প্রধান | ১০৪ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,২৮৯ | ৩.৮ | +১.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৮,৭৮২ | ৭৫.৮ | +১৫.৬ | ||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | জয়নাল আবেদীন সরকার | ৩৭,২০৩ | ৩৩.৫ | ||
আওয়ামী লীগ | মোতাহার হোসেন | ৩৪,৩৮৪ | ৩১.০ | ||
জামায়াতে ইসলামী | মোঃ রফিকুল ইসলাম | ১৯,৯৬৫ | ১৮.০ | ||
স্বতন্ত্র | আবিদ আলী | ১৪,৮৭৬ | ১৩.৪ | ||
বিএনপি | মোঃ আবদুস সাত্তার | ২,৭৮১ | ২.৫ | ||
জাকের পার্টি | মোঃ নূরুজ্জামান | ৮৯৩ | ০.৮ | ||
এনডিপি | সাইফুদ্দিন আহমেদ | ৪৬৭ | ০.৪ | ||
জাসদ | সাদেকুল ইসলাম | ৩০২ | ০.৩ | ||
জাসদ (রব) | দবির উদ্দিন আহমেদ | ১৯৫ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৮১৯ | ২.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,১১,০৬৬ | ৬০.২ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "লালমনিরহাট-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Lalmonirhat-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে লালমনিরহাট-১