ললিতনগর রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
ললিতনগর রেলওয়ে স্টেশন [১] বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার একটি রেলওয়ে স্টেশন।[২]
ললিতনগর রেলওয়ে স্টেশন | ||
---|---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | ||
অবস্থান | রাজশাহী জেলা, রাজশাহী বিভাগ বাংলাদেশ | |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে | |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে | |
লাইন | আব্দুলপুর-পুরনো মালদা লাইন | |
প্ল্যাটফর্ম | ? | |
ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে | |
নির্মাণ | ||
গঠনের ধরন | মানক | |
পার্কিং | আছে | |
সাইকেলের সুবিধা | আছে | |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে | |
ইতিহাস | ||
চালু | ১৯৩০ | |
পরিষেবা | ||
চালু
| ||
অবস্থান | ||
অবস্থান
সম্পাদনাললিতনগর রেলওয়ে স্টেশন আব্দুলপুর-পুরনো মালদা লাইনের রাজশাহী-আমনুরা অংশে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাসারাঘাট-সিরাজগঞ্জ লাইন ১৯১৫-১৬ সালের মধ্যে সারা-সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা দ্বারা নির্মিত হয়। তারপরে ১৯৩০ সালে, আব্দুলপুর-আমনুরা ব্রডগেজ লাইনটি সারাঘাট-সিরাজগঞ্জ লাইনের একটি শাখা হিসাবে খোলা হয়। সেসময় আব্দুলপুর-আমনুরা শাখা লাইনের স্টেশন হিসাবে ললিতনগর রেলওয়ে স্টেশন চালু হয়।[৩][৪]
পরিষেবা
সম্পাদনাললিতনগর রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- বনলতা এক্সপ্রেস
- মহানন্দা এক্সপ্রেস
- রাজশাহী এক্সপ্রেস
- রাজশাহী কমিউটার ও
- লোকাল ট্রেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Lalitnagar Station Travel Tips - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ arthosuchak (২০১৫-০২-১৪)। "১৪ ঘণ্টা পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল শুরু"। www.arthosuchak.com (bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ "Brief History"। বাংলাদেশ রেলওয়ে। ২০১১-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১১।
- ↑ "Railways in colonial Bengal"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯।