লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
(লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুনর্নির্দেশিত)

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের লক্ষ্মীপুরে অবস্থিত একটি সরকারি বহুমুখী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৬-ই অক্টোবর ২০০৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে থাকে।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট
Lakshmipur Polytechnic institute
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট পুরাতন ভবন ২০২৪
অন্যান্য নাম
লপই
বাংলায় নীতিবাক্য
কারিগরী শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে।
ধরনসরকারি
স্থাপিত১৬-ই অক্টোবর ২০০৬ (16-ই October 2006)
প্রতিষ্ঠাতাশহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
বৃত্তিদানশিক্ষা সহায়তা (প্রতি সেমিস্টারে)
ইআইআইএন৬৭০১৬
অধ্যক্ষপ্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম (ভারপ্রাপ্ত)
শিক্ষার্থী৪৫০০(প্রায়)
অবস্থান
বাইশমারা, লক্ষ্মীপুর
, ,
৩৮০০
,
২২°৫৫′৪৯″ উত্তর ৯০°৫১′০৫″ পূর্ব / ২২.৯৩০১৮২° উত্তর ৯০.৮৫১২৬১° পূর্ব / 22.930182; 90.851261
শিক্ষাঙ্গনআধা শহুরে
সংক্ষিপ্ত নামএলপিআই
ওয়েবসাইটlpi.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

২০০৬ সালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এবং ঐ বছর থেকেই শিক্ষাকার্যক্রম শুরু হয়।

ক্যাম্পাস ও অবকাঠামো

সম্পাদনা

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্মীপুর জেলা শহর থেকে ২ কিলোমিটার পূর্বে বাইশমারা নামক স্থানে অবস্থিত। এখানে পাঁচ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ও একটি একাডেমিক ভবন, দুইতলা বিশিষ্ট দুইটি ওয়ার্কশপ সহ ২৩ টি ল্যাব রয়েছে। এছাড়াও অধ্যক্ষ বাস ভবন, দুইতলা স্টাফ কোয়ার্টার, একটি "শহীদ মিনার", একটি সাব স্টেশন ও একটি পাম্প হাউজ রয়েছে।

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। কারিগরি শিক্ষার পাশাপাশি প্রত্যেক প্রযুক্তির ছাত্র-ছাত্রীদের আবশ্যিকভাবে পাঠ্য বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ইত্যাদি বিষয়ে পাঠদানের জন্য একটি অকারিগরি শিক্ষা বিভাগ রয়েছে। ছাত্রছাত্রীদের সকালে ও দুপুরে দুই শিফটে পাঠদান করা হয়।

বিভাগ সমূহ

সম্পাদনা

মোঃ সামছুল কবির (বিভাগীয় প্রধান ১ম শিফট) প্রকৌশলী নাসির উদ্দিন পাটোয়ারী (বিভাগীয় প্রধান ২য় শিফট)

ভর্তি পদ্ধতি

সম্পাদনা

প্রতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এবং এইচএসসি (বিজ্ঞান/ভোকেশনাল) পরিক্ষার ফল প্রকাশের পর কারিগরি শিক্ষা অধিদপ্তর দেশের সরকারি পলিটেকনিক গুলোতে এক সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করে। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি পরীক্ষার প্রাপ্ত স্কোরের সমম্বয়ে এ ফল প্রণীত হয়। অনলাইনে ভর্তি ফর্ম পূরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগ ও পলিটেকনিক পছন্দের সুযোগ থাকে। মেধা ও পছন্দের ভিত্তিতে বিভাগ ও ইনস্টিটিউট নির্বাচন করা হয়। এভাবে প্রতি বছর লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ প্রথম ও দ্বিতীয় শিফটে বিভিন্ন বিভাগে নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী 600 জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে থাকে।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা