র্গ্যাল-ত্শা-রিন-ছেন-ম্গোন

র্গ্যাল-ত্শা-রিন-ছেন-ম্গোন (ওয়াইলি: rgyal tsha rin chen mgon po) (১১১৮-১১৯৫) তিব্বতে খ্রো-ফু বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

র্গ্যাল-ত্শা-রিন-ছেন-ম্গোন ১১১৮ খ্রিষ্টাব্দে তিব্বতের শাব উপত্যকায় গ্নুব্স (ওয়াইলি: gnubs) পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তিনি পাঁচ বছর বয়স থেকে গ্নুর-ন্যি-মা (ওয়াইলি: gnur nyi ma), সামন্তশ্রী প্রভৃতি পন্ডিতদের নিকট শিক্ষালাভ করেন। উনিশ বছর বয়সে তিনি মধ্য তিব্বত যাত্রা করে দ্মার-ছোস-ক্যি-র্গ্যাল-পো (ওয়াইলি: dmar chos kyi rgyal po), মেস-স্তোন-কুন-দ্গা'-স্ন্যিং-পো (ওয়াইলি: mes ston kun dga' snying po), র্ঙ্গোগ-ম্দো-স্দে (ওয়াইলি: rngog mdo sde) প্রভৃতি বৌদ্ধ পন্ডিতদের নিকট অধ্যয়ন করেন। ফাগ-মো-গ্রু-পা-র্দো-র্জে-র্গ্যাল-পো তাকে মহামুদ্রা সম্বন্ধে শিক্ষদান করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন স্গোম-পো-ত্শুল-খ্রিম্স-স্ন্যিং-পোগ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-শেস-র্দো-র্জে। চুয়ান্ন বছর বয়সে তিনি ভিক্ষুর শপথ ও বৌদ্ধধর্মে দীক্ষা গ্রহণ করেন। এরপরেই তিনি শাব উপত্যকায় খ্রো-ফু বৌদ্ধবিহার স্থাপন করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Martin, Dan (আগস্ট ২০০৮)। "Tropu Gyeltsa Rinchen Gon"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১০