রোমান ইয়ারেমচুক
রোমান ওলেহোভিচ ইয়ারেমচুক (ইউক্রেনীয়: Роман Олегович Яремчук; জন্ম: ২৭ নভেম্বর ১৯৯৫; রোমান ইয়ারেমচুক নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব ভালেনসিয়া এবং ইউক্রেন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রোমান ওলেহোভিচ ইয়ারেমচুক | ||
জন্ম | ২৭ নভেম্বর ১৯৯৫ | ||
জন্ম স্থান | লভিউ, ইউক্রেন | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভালেনসিয়া | ||
জার্সি নম্বর | ১৭ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪৫, ২৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১২ সালে, ইয়ারেমচুক ইউক্রেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে ইউক্রেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইউক্রেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৮ ম্যাচে ১৪টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনারোমান ওলেহোভিচ ইয়ারেমচুক ১৯৯৫ সালের ২৭শে নভেম্বর তারিখে ইউক্রেনের লভিউতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাইয়ারেমচুক ইউক্রেন অনূর্ধ্ব-১৬, ইউক্রেন অনূর্ধ্ব-১৭, ইউক্রেন অনূর্ধ্ব-১৮, ইউক্রেন অনূর্ধ্ব-১৯ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালের ২৬শে মার্চ তারিখে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে ইউক্রেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ৩২ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।
২০১৮ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে, ২২ বছর, ৯ মাস ও ১০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইয়ারেমচুক চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮–১৯ উয়েফা নেশনস লিগের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইউক্রেনের হয়ে অভিষেক করেছেন।[২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৩] ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি ইউক্রেন ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] ইউক্রেনের হয়ে অভিষেকের বছরে ইয়ারেমচুক সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৯ মাস ও ১ দিন পর, ইউক্রেনের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৬] ২০১৯ সালের ৭ই জুন তারিখে, সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের ৫৯তম মিনিটে ওলেকসান্দ্র কারাভায়েভের অ্যাসিস্ট হতে ইউক্রেনের হয়ে ম্যাচের চতুর্থ গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৭][৮]
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ২৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইউক্রেন | ২০১৮ | ৪ | ০ |
২০১৯ | ৮ | ৫ | |
২০২০ | ৭ | ১ | |
২০২১ | ১৭ | ৬ | |
২০২২ | ৬ | ১ | |
২০২৩ | ৪ | ০ | |
২০২৪ | ২ | ১ | |
সর্বমোট | ৪৮ | ১৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/2193444
- ↑ https://www.rsssf.org/miscellaneous/oekr-recintlp.html
- ↑ https://www.worldfootball.net/report/nations-league-b-2018-2019-gruppe-1-tschechien-ukraine/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2992450
- ↑ https://www.national-football-teams.com/matches/report/20558/Czech_Republic_Ukraine.html
- ↑ https://eu-football.info/_player.php?id=30385
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3131704
- ↑ https://www.worldfootball.net/report/em-qualifikation-2019-2020-gruppe-b-ukraine-serbien/
বহিঃসংযোগ
সম্পাদনা- রোমান ইয়ারেমচুক – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- রোমান ইয়ারেমচুক – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে রোমান ইয়ারেমচুক (ইংরেজি)
- সকারবেসে {{সকারবেস}} টেমপ্লেটে আইডি নেই ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই
- বিডিফুটবলে রোমান ইয়ারেমচুক (ইংরেজি)
- ইইউ-ফুটবলে রোমান ইয়ারেমচুক (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে রোমান ইয়ারেমচুক (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে রোমান ইয়ারেমচুক (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে রোমান ইয়ারেমচুক (ইংরেজি)