রূপচাঁদ হাঁসদা
লেখক ও চাকরিজীবী
রূপচাঁদ হাঁসদা হলেন ভারতের পশ্চিমবঙ্গের একজন সাঁওতালি লেখক ও চাকরিজীবী। তিনি ২০১৮ সালে সাঁওতালি অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
রূপচাঁদ হাঁসদা | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | কাপগাড়ি কলেজ |
পেশা | লেখক, চাকরিজীবী |
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
সম্পাদনারূপচাঁদ হাঁসদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। চিরুডি বিবেকানন্দ হাইস্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঝাড়গ্রামের কাপগাড়ি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি।[১]
কর্মজীবন
সম্পাদনারূপচাঁদ হাঁসদা ভারতীয় রেলে কর্মরত আছেন।[১] তিনি সর্বভারতীয় সাঁওতালি লেখক সংঘের সভাপতি ছিলেন। তিনি সভাপতি হিসেবে ২৭ বছর দায়িত্ব পালন করেন।[১] রূপচাঁদ হাঁসদা শক্তি চট্টোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাবো সাঁওতালি ভাষায় সেন দারেয়াক'আন মেনখান চেদাক শিরোনামে অনুবাদ করেন। অনূদিত গ্রন্থটি ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল।[১] বইটির জন্য তিনি ২০১৮ সালে সাঁওতালি অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "অকাদেমি পুরস্কার পাচ্ছেন রূপচাঁদ"। আনন্দবাজার পত্রিকা। ১৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।
- ↑ "AKADEMI TRANSLATION PRIZES (1989-2018)"। Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ "Majuli always part of world heritage: Nemade"। The Assam Tribune। ৭ ডিসেম্বর ২০১৮। ৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।